Table of Contents
সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দিনাজপুর জেলার বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করার। দিনাজপুর জেলার থানার নাম ও পৌরসভা কয়টি ও কি কি তা নিয়ে। জেলার ইউনিয়ন সমূহ ও গ্রাম সম্পর্কে তুলে ধরবো। দিনাজপুর জেলার উপজেলা ছাড়াও জেলাটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব।
আজকের পোস্টটিতে আমরা দিনাজপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থা্ন, দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই যারা দিনাজপুর জেলাকে ভালবাসেন তারা পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।
দিনাজপুর জেলার ম্যাপ ও ভৌগলিক অবস্থান
আপনারা অনেকেই দিনাজপুর জেলা কোন বিভাগে সেটা জানতে চান। দিনাজপুর জেলার ম্যাপ ও ভৌগলিক অবস্থান দেখে নিন। ইতিহাস ও ঐতিহ্য ঘেরা দিনাজপুর জেলা। এই জেলাটি উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে সর্ববৃহৎ জেলা। জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। এর আয়তন ৩৪৩৮ বর্গ কিলোমিটার। উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা রয়েছে। দক্ষিণে জয়পুরহাট ও ভারতের কিছু অংশ রয়েছে। পূর্বে রংপুর জেলা ও নীলফামারী জেলা রয়েছে পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
দিনাজপুর জেলার নামকরণের ইতিহাস
আপনারা অনেকেই দিনাজপুর জেলার ইতিহাস জানতে চান। কিংবা দিনাজপুর জেলার নামকরণের ইতিহাস কিভাবে রচিত হয়েছে সেটা। বিভক্ত দিনাজপুর জেলাটি কোন বিভাগে পড়েছে সেটা এখন সাধারণ জিজ্ঞাসা।
দিনাজপুর জেলাতে এক সময় পুণ্ড্রবর্ধনের এর অংশ ছিল। ১৭৮৬সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন রাজাদের সময়ে এটি রাজবাড়ী হিসেবে অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ শাসক রাজ পরিবারকে উচ্ছেদ করে ঘোড়াঘাঁটি দখল করে নেয়। তৎকালীন সময়ের রাজা দিনারাজ এর সম্মানার্থে দিনাজপুর নাম রাখেন।
১৯৪৭ সালে ভারত বিভক্তের সময় এর বড় একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গে চলে যায়। এরপর ১৯৮৪ সালে দিনাজপুর এর মহকুমা পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় প্রতিষ্ঠিত হয়।
দিনাজপুর জেলার থানার নাম
অনেকেই জানতে চান দিনাজপুর জেলার থানার নাম। কেউ কেউ ইন্টারনেট দুনিয়ায় সার্চ করে থাকেন দিনাজপুর জেলার থানা কয়টি। দিনাজপুর জেলার থানা বা উপজেলা গুলো নিচে উল্লেখ করা হলো। রংপুর বিভাগে অবস্থিত দিনাজপুর জেলাটির মোট ১৩ টি উপজেলা রয়েছে।
দিনাজপুর জেলার সকল থানার নাম গুলো লিস্ট আকারে প্রকাশ করা হলো।
- দিনাজপুর সদর
- বিরামপুর
- খানসামা
- বীরগঞ্জ
- বোচাগঞ্জ
- ফুলবাড়ী
- চিরিরবন্দর
- ঘোড়াঘাট
- হাকিমপুর
- কাহারোল
- নবাবগঞ্জ
- পার্বতীপুর
- বিরল।
আয়তনের দিক থেকে বীরগঞ্জ উপজেলা সব চেয়ে বড়। এর আয়তন ৪১৩ বর্গ কিমি। এবং সবচেয়ে ছোট হলো হাকিমপুর উপজেলা। যার আয়তন ৯৯.৯২ বর্গ কিলোমিটার। জেলাটির মোট আয়তন ৩৪৩৮ বর্গ কিলোমিটার।
দিনাজপুর জেলার পৌরসভা কয়টি ও কি কি
আপনারা ইতিমধ্যে দিনাজপুর জেলার উপজেলার নামগুলো জেনেছেন। ভৌগোলিক অবস্থার ডিজিটালাইজেশন এর জন্য পৌরসভা বিভক্ত করা হয়। বাংলাদেশের প্রতিটি জেলার পৌরসভা রয়েছে। তেমনি দিনাজপুর জেলার পৌরসভা রয়েছে। দিনাজপুর জেলার পৌরসভা কয়টি ও কি কি এবং দিনাজপুর জেলার পৌরসভার নাম গুলো জানুন।
দিনাজপুর জেলায় মোট আটটি পৌরসভা রয়েছে। পৌরসভার নাম গুলো লিস্ট আকারে প্রকাশ করা হলো।
- দিনাজপুর
- পার্বতীপুর
- ফুলবাড়ী
- বীরগঞ্জ
- সেতাবগঞ্জ
- হাকিমপুর
- বিরামপুর
- বিরল
দিনাজপুর জেলার ইউনিয়ন ও গ্রাম
মূলত ভৌগোলিক কারণে প্রতিটা জেলাকে থানায় বিভক্ত করা হয়। এরপর প্রতিটা থানা বা উপজেলাকে ইউনিয়ন পর্যায়ে বিভক্ত করা হয় এবং ইউনিয়নকে গ্রামে বিভক্ত করা হয়। এবং প্রতিটি গ্রামকে আবার ওয়ার্ডে বিভক্ত করা হয়। দিনাজপুর জেলার 13 টি উপজেলা, আটটি পৌরসভা এবং ১০৩ টি ইউনিয়ন রয়েছে।
দিনাজপুর জেলার ইউনিয়ন ১০৩ টি ও ২১৪২ টি গ্রাম রয়েছে।
দিনাজপুর জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম
অনেকেই দিনাজপুর জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম জানতে চান। দিনাজপুর জেলাটি যুদ্ধের সময় ৬ ও ৭ নং সেক্টর এর অন্তুরভুক্ত ছিল। ৬ নং এর দায়িত্বে ছিলেন উইং কমান্ডার এম কে বাশার এবং ৭ নং সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর নাজমুল হক ও মেজর কিউ এনজামান। দিনাজপুর জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম। মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর জেলার কতজন শহীদ হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে দিনাজপুর জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধাদের নাম ও একটি তালিকা প্রকাশিত হয়েছিল। তাদেরকে শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মুক্তিযোদ্ধা বেধী তৈরি করা হয়। উক্ত শহীদ বেদীতে ১৩৪ জন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা হয়। প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুর জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
দিনাজপুর জেলা উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থান
ইতিহাস ও ঐতিহারা দিনাজপুর জেলা। টি অপরূপ সৌন্দর্য ভরপুর। দিনাজপুর জেলা আকর্ষণীয় জায়গা ও দর্শনীয় স্থান অনেকগুলো। অনেকেই ঘুরতে যাওয়ার জন্য দিনাজপুর জেলার উল্লেখযোগ্য স্থান খুঁজে থাকেন। কোথায় ঘুরতে যাবেন ঠিক বুঝতে পারেন না। দিনাজপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো নিচে লিস্ট আকারে প্রকাশ করা হলো। আপনারা দিনাজপুর জেলার আকর্ষণীয় জায়গাগুলো দেখে নিন।
- স্বপ্নপুরী,
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
- হাবড়া জমিদার বাড়ি,
- হিলি স্থলবন্দর
- রামসাগর জাতীয় উদ্যান,
- রুদ্রপুর দীপশিখা বিদ্যালয়,
- সিংহ দরওয়াজা,
- সিংড়া জঙ্গল,
- সীতা কুঠুরী,
- সীতাকোট বিহার,
- সীমান্ত শিখা ক্লাব, হাকিমপুর,
- সুখসাগর,
- আওকরা মসজিদ,
- আনন্দ সাগর,
- কান্তজীর মন্দির,
- কালিয়া জীউ মন্দির,
- কোরাই বিল,
- গৌরগোবিন্দ,
- ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি,
- চেহেলগাজী মাজার,
- জিয়া হার্ট ফাউন্ডেশন,
- দিনাজপুর ঈদগাহ ময়দান,
- দিনাজপুর জাদুঘর,
- দিনাজপুর জিলা স্কুল,
- দিনাজপুর রাজবাড়ি,
- নবাবগঞ্জ জাতীয় উদ্যান,
এ ছাড়াও আরও অনেক সুন্দর ও আকর্ষণীয় স্থান রয়েছে।
দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত
আমাদের দেশের প্রায় প্রতিটি জেলায় বিশেষ কোনো কিছুর জন্য বিখ্যাত হয়ে থাকে। যেমন টাঙ্গাইল জেলা স্যারের জন্য বিখ্যাত তেমনি বগুড়া জেলা দুইয়ের জন্য। আবার কুমিল্লা জেলা রসমালাইয়ের জন্য বিখ্যাত। বিখ্যাত হওয়ার সেই সুর ধরে দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত সেটা জানাও জরুরী। দিনাজপুর জেলার বিখ্যাত ব্যক্তি ও আকর্ষণীয় স্থান দিনাজপুর কে মহিমান্বিত করেছে।
মূলত দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। প্রতিবছর দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণের লিচু উৎপাদন হয়। এবং এটি থেকে প্রচুর দেশীয় বৈদেশিক মুদ্রা অর্জন করা করা হয়। উন্নত জাতের লিচু মাদ্রাজী, বোম্বাই, বেদানা ও চায়না-৩ উতপন্ন হয় এই জেলায়।
এছাড়াও দিনাজপুর জেলার আকর্ষিণীও ও দর্শনীয় স্থান একে বিখ্যাত করে তুলেছে। সপ্নপুরী, কান্তজীউ মন্দির ও রামসাগর দিঘি এর জন্য দিনাজপুর জেলা বিখ্যাত।
দিনাজপুর জেলার নদী ও বিখ্যাত খাবার তালিকা
বাংলাদেশের প্রতিটি জেলার উল্লেখযোগ্য স্থান ও খাবার রয়েছে। দিনাজপুর জেলারও দর্শনীয় স্থান রয়েছে তেমনি বিখ্যাত খাবার রয়েছে। নদীমাতৃক বাংলাদেশে দিনাজপুরের উপর দিয়ে বেশ কয়েকটি নদী গিয়েছে। নিচে দিনাজপুর জেলার নদী আবহাওয়া ও বিখ্যাত খাবার গুলো তুলে ধরা হল।
দিনাজপুর জেলার নদী
দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ফলে এ জেলাটির উপর দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে। দিনাজপুর জেলার ওপর দিয়ে প্রায় ২৬ টির মত নদী প্রবাহিত হয়েছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম তুলে ধরা হলো।
- আত্রাই নদী
- কাঁকড়া নদী
- কাঁচমতি নদী
- করতোয়া নদী
- ইছামতি নদী
- খড়খড়িয়া নদী
- ছোট যমুনা নদী
- টাঙ্গন নদী
- ঢেপা নদী
- পুনর্ভবা নদী
চাষাবাদের জন্য আত্রাই নদীতে রাবারডাম দেয়া হয়েছে। বন্যার পানিকে প্রতিহত করার জন্য।
দিনাজপুর জেলার বিখ্যাত খাবার
দিনাজপুর জেলার বিখ্যাত খাবার হল লিচু। এছাড়াও পাপড় ও চিরা দিনাজপুর জেলার বেশ উল্লেখযোগ্য খাবার। প্রাচীনকাল থেকেই দিনাজপুর জেলার মানুষগণ পাপড় ও চিড়া খেয়ে থাকেন। অন্যদিকে দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে উৎপাদন হয়।
পরিশেষে
আজকের পোস্টটিতে আমরা দিনাজপুর জেলার থানার নাম এবং পৌরসভার নাম তুলে ধরেছে। দিনাজপুর জেলার উপজেলা কয়টি ও কি কি। পৌরসভা কয়টি ও কি কি তা তুলে ধরেছি। সেই সাথে দিনাজপুর জেলার ইতিহাস ঐতিহ্য বিখ্যাত খাবার দর্শনীয় স্থান তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের পোস্টটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকের পোস্টটি সম্পর্কে যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আপনি যদি দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে পোস্টটি অবশ্যই ফেসবুকে শেয়ার করুন। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।