এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট – ইউনুস আলী মেডিকেল কলেজ

Table of Contents

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা অথবা এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট নিয়ে আজকের আলোচনা। আজকের পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা অনেকেই এনায়েতপুর হাসপাতাল কোথায় এবং ডাক্তারের তালিকা ইত্যাদি বিষয়ে জানতে চান। অনেকে সঠিক তথ্য পান না তাই আজকের পোস্ট জুড়ে আমি ইউনুস আলী মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে  যাচ্ছি। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তার লিস্ট জানতে পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।

এনায়েতপুর হাসপাতাল

অনেকেই হয়তো জানেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল টি এনায়েতপুর হাসপাতাল নামে অধিক পরিচিত। এনায়েতপুর হাসপাতালটি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় অবস্থিত। এই হাসপাতাল টি সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরে অবস্থিত। ক্যান্সার রোগের চিকিৎসায় এনায়েতপুর হাসপাতাল বিশেষ ভাবে সুপরিচিত। এটি যমুনা সেতুর পরেই এবং নদীর তীরে হওয়ায় যাতায়াত ব্যাবস্থা খুবই ভাল। চিকিৎসা ও শিক্ষার মান সহ এর পরিবেশ ও সেবার গুনগত মান অনেক ভাল।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজটি ৫৮ একর জায়গা জুড়ে স্থাপিত। এতে ৫৮৬ টি বেড ও ১৮ টি অত্যাধুনিক অস্ত্রপ্রচার কক্ষ রয়েছে। এনায়েতপুর হাসপাতাল এর নিজস্ব ফার্মেসী রয়েছে যা ২৪ ঘণ্টা খোলা থাকে। এটি দক্ষিন এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা

সিরাজগঞ্জ এনায়েতপুর হাসপাতাল টি ১৯৯৫ সালের ১৬ই নভেম্বর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এম আমজাদ হোসেন। মহান শাহ্ সূফী হযরত খাজা ইউনুস আলী এর স্মরণে এই এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হযরত খাজা ইউনুস আলী ছিলেন এম আমজাদ হোসেন এর শশুর। 

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এম আমজাদ হোসেন ২০০৪ সালের ১৭ই মে বহির্বিভাগ গঠন করেন। এর ঠিক ১ বছর পরে অর্থাৎ ২০০৫ সালের ১৭মে অন্তঃবিভাগ চালু করেন। একই বছরের দিসেম্বরে কার্ডিও থোরাসিক বিভাগ চালু করা হয়।

এনায়েতপুর হাসপাতাল ফোন নাম্বার ও যোগাযোগের ব্যাবস্থা

আপনি যদি এনায়েতপুর হাসপাতালে যেতে চান তাহলে আপনার যোগাযোগ এর ঠিকানা জানতে হবে। কিংবা এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট জানতে চান তাহলে নিচের দেওয়া নাম্বার এ কল করতে পারেন।হাস্পাতালে সেবা ও অন্য কোন কিছু জানতে ওয়েভ সাইট ভিজিট করতে পারেন। নিচে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ঠিকানা তুলে ধরা হল।

পূর্ণ নামঃ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
হাসপাতাল কমপ্লেক্স এর স্থানঃ Enayetpur, Chauhali,Sirajganj-6751
ফোন নাম্বার : +880 1716-291681, +880 1915-478118, +880 1933-977969
ফ্যাক্স: +880 2588834431
ফোন: +880 2588834371-9
ওয়েবসাইট: https://kyamc.edu.bd/

এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট

অনেকেই জানতে চান সিরাজগঞ্জ এনায়েতপুর হাসপাতাল এর ডাক্তার কারা। আপনারা হয়ত জেনে থাকবেন সকল আধুনিক চিকিৎসা হয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এ। এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট নিচে তুলে ধরা হলো। একনজরে দেখে নিন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা ও পদবী।

১] ডাঃ মুজিবুর রহমান
এম.বি.বি.এস, ডি.এ, এম.সি.পি.এস
ফেলো (ডাব্লিউ.এইচ.ও) কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া এন্ড আই.সি.ইউ
সহযোগী অধ্যাপক ও প্রধান
অ্যানাস্থেলজি বিভাগ

২] ডাঃ মোঃ সাইফুল ইসলাম
এম.বি.বি.এস, ডি.টি.সি.ডি(ঢাবি), এম.ডি, এফ.এ.সি.সি (আমেরিকা)
সহযোগী অধ্যাপক ও প্রধান
কার্ডিওলজি বিভাগ

৩] ডাঃ মোঃ আব্দুর রশিদ
এম.বি.বি.এস, ডি-অর্থো
সহযোগী অধ্যাপক
অর্থোপেডিক সার্জারী বিভাগ

৪] ডাঃ অসীম কে আর সেনগুপ্তা
এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
জুনিয়র কনসালটেন্ট
KYAMCH ক্যান্সার সেন্টার

৫] ডাঃ খান আসাদুজ্জামান
এম.বি.বি.এস,এম.আর.সি.এস (ইউ.কে)
কনসালটেন্ট নিউরোসার্জন

৬] ডাঃ এস.এম আতিক হাসান খান
এম.বি.বি.এস, ডিডিভি (বি.এস.এম.এম.ইউ)
সহযোগী অধ্যাপক
চর্ম ও ভিডি বিভাগ

৭] ডা: শেখ সালাহ উদ্দিন আহমেদ
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (মেডিসিন)
সহযোগী অধ্যাপক ও প্রধান
ইন্টারনাল মেডিসিন বিভাগ

৮] ডা: পি. পি. দে
(এমবিবিএস, এম ডি,মেডিসিন বিশেষজ্ঞ,ডায়াবেটিস,
পেডিয়াট্রিক, হরমোন, মেটাবলিক ডিসঅর্ডার) কনসালটেন্ট
ইন্টারনাল মেডিসিন বিভাগ

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা

এনায়েতপুর হাসপাতাল এর ফোন নাম্বার ও এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট চান অনেকেই। বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা সিরাজগঞ্জ হাসপাতাল দেখুন নিচের অংশে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা ক্যাটাগরি আকারে তুলে ধরা হল। কে কোন

কার্ডিওলজি বিভাগ এর ডাক্তার এর তালিকা

  • ডাঃ মোঃ সাইফুল ইসলাম( অধ্যাপক ও প্রধান)।
  • ডাঃ. হুসনায়েন নান্না(সহযোগী অধ্যাপক) ।
  • ডাঃ মো. মাহবুব হাসান(সহকারী অধ্যাপক) ।

ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ উম্মুল নুসরাত জাহান (সহযোগী অধ্যাপক)।
  • ডাঃ নাসরিন নিগার (সহকারী অধ্যাপক)
  • ডাঃ শিউলী আক্তার (সহকারী অধ্যাপক)।

কার্ডিওথোরাসিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ মোঃ লুৎফর রহমান(অধ্যাপক ও প্রধান সার্জন)
  • ডাঃ এএসএম শরিফুল ইসলাম (সহকারী অধ্যাপক)।
  • ডাঃ মাহবুব আহসান (সহকারী অধ্যাপক)।

শারীরিক ওষুধ ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ মোহাম্মদ এমরান( সহকারী অধ্যাপক)।
  • মেডিসিন বিভাগ
  • ডাঃ কাজী শিহাব উদ্দিন( সহযোগী অধ্যাপক ও HOD)
  • ডাঃ মোঃ জুলফিকার আলী( প্রফেসর)
  • ডাঃ মোঃ রাইসুল ইসলাম( সহকারী অধ্যাপক)
  • ডাঃ সাফায়েত আহমেদ (সহকারী অধ্যাপক)

এন্ডোক্রিনোলজি এবং মেটাবলিজম বিশেষজ্ঞ ডাক্তার

  • ড.মো. মাহবুব হাসান (সহকারী অধ্যাপক)

জেনারেল আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার

  • ড.মো. জাভেদ শারোর( সহকারী অধ্যাপক)

অনকোলজি বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ বরুন কুমার দাস ( সহকারী অধ্যাপক)।
  • ডাঃ তানভীর আহমেদ(সহকারী অধ্যাপক)
  • ডাঃ দীপক শংকর রায়(জ্যেষ্ঠ পরামর্শদাতা)।
  • ডাঃ মোঃ নাজমুল আলম(সহকারী অধ্যাপক ও HOD)

নেফ্রোলজি বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ জাকির হোসেন খান( সহযোগী অধ্যাপক)।
  • ডাঃ মুহাম্মদ আবুল হাসনাত(সহকারী অধ্যাপক)।

পুষ্টি এবং খাদ্যতালিকাগত বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার

  • শারমিন সুলতানা (পুষ্টিবিদ)

শিশুরোগ বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ শফি আহমেদ(সহযোগী অধ্যাপক ও HOD)
  • ডাঃ মোহাম্মদ সোলায়মান (সহযোগী অধ্যাপক)
  • ডাঃ মোসাম্মৎ আফরোজা জিন্নাত (সহকারী অধ্যাপক)
  • ডাঃ ইমরুল কায়েস ( সহকারী অধ্যাপক)
  • ডাঃ উজ্জল কুমার ঘোষ ( সহকারী অধ্যাপক)।

দন্তচিকিৎসা বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার

  • ডাঃ মোঃ শহিদুল ইসলাম শাহীন(সহযোগী অধ্যাপক ও HOD)

চর্মরোগ বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ২৭.ডাঃ অর্পন কুমার বসাক (সহযোগী অধ্যাপক)।
  • ২৮.ডাঃ আব্দুর রাজ্জাক (প্রফেসর ও এইচওডি)।

মেডিসিন বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার এর তালিকা

  • ডাঃ কাজী শিহাব উদ্দিন( সহযোগী অধ্যাপক ও HOD)
  • ডাঃ মোঃ জুলফিকার আলী( প্রফেসর)
  • ডাঃ মোঃ রাইসুল ইসলাম( সহকারী অধ্যাপক)
  • ডাঃ সাফায়েত আহমেদ (সহকারী অধ্যাপক)

এনায়েতপুর হাসপাতাল এর সেবা সমূহ

সিরাজগঞ্জের বিখ্যাত হাসপাতাল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টার এ ক্যান্সার রোগীদের বিশেষ সেবা প্রদান করা হয়। এনায়েতপুর হাসপাতাল এর সকল সেবা সমূহ দেখে নিন। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা দেখে নিন। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার লিস্ট ও বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা সিরাজগঞ্জ তুলে ধরা হয়েছে। এই সকল বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে যে সকল সেবা প্রদান করা হয় তা দেখে নিন।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টার এর সেবা সমূহ

খাজা ইউনুস আলী মেডিকেল এর ক্যান্সার সেন্টার বিশেষ ভাবে উল্লেখযোগ্য। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টার এর সেবা সমূহ মুলত একে বিশেষ স্থানে নিয়ে গেছে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধে বিশেষ হাসপাতাল হউয়ার কারন হল ক্যান্সার এর সেবা সমূহ।

  • মেডিকেল অনকোলজী
  • রেডিয়েশন অনকোলজী
  • সার্জিকেল অনকোলজী
  • প্যালিয়েটিভ এন্ড টারমিনাল
  • কেয়ার মেডিসিন

অন্যান্য সেবা সমূহ

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টার এ আরও যে সকল সেবা পেওদান করা হয় তা দেখে নিন।

  • মেডিসিন
  • সার্জারী
  • স্ত্রী ও প্রসূতি বিদ্যা
  • শিশু ও নবজাতক
  • চর্ম ও যৌন
  • কার্ডিওলজী
  • নেফ্রোলজী
  • গ্যাস্ট্রো-এন্ট্রোলজী
  • নিউরোলজী
  • ইউরোলজী
  • চক্ষু
  • নাক-কান-গলা
  • অর্থপেডিকস্
  • দন্ত
  • রিউমেটোলজী
  • রেসপিরেটরী মেডিসিন
  • কার্ডিওথোরাসিক সার্জারী
  • ডায়ালাইসিস
  • আই. সি. ইউ
  • ইমার্জেন্সী
  • সি. সি. ইউ
  • প্যাথলজী
  • এন. আই. সি. ইউ
  • এনেস্থেসিওলজী
  • ফিজিওথেরাপী

শেষকথা

আধুনিক চিকিৎসার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এই  মেডিকেল কলেজটিতে নার্সিং ইনস্টিটিউট রয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সিরাজগঞ্জের উপজেলা এনায়েতপুরের অবস্থিত। এজন্য একে অনেকেই এনায়েতপুর হাসপাতাল নামেও চিনে  থাকেন। আজকের পুরো পোস্ট জুড়ে এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট নিয়ে আলচনা করা হয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা সহ হাসপাতালের ঠিকানা তুলে ধরা হয়েছে। আশা করছি এই আর্টিকেল টি আপনাদের কাজে আসবে। আর পোস্ট টি ফেসবুকে শেয়ার করে দিন যাতে পরিচিতরা জানতে পারেন। পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

6 thoughts on “এনায়েতপুর হাসপাতাল ডাক্তার লিস্ট – ইউনুস আলী মেডিকেল কলেজ”

  1. Contact Information: Those contact number’s you added are totally wrong.
    Please withdraw these numbers ASAP. Its hampered to other’s. Thanks.

    Reply
  2. ডান পাশে স্তন ক্যান্সার গ্রেট ২ যা ০১/০৬/২০২৩ ইং তারিখ সার্জারি করা হয়েছে। বায়োপসি রিপোর্ট ক্যান্সার পজিটিভ।

    Reply

Leave a Comment