Table of Contents
আকাশ কাস্টমার কেয়ার নাম্বার ও আকাশ ডিটিএইচ হেল্পলাইন নাম্বার জানুন। সেই সাথে আকাশ ডিস টিভি রিচার্জ প্যাক সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। আকাশ সেলফ কেয়ার রেজিস্ট্রেশন এর পদ্ধতি জানতে পুরো আর্টিকেল পড়ুন।
ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়া হল আকাশ টিভি। আপনি বাংলাদেশের যে কোন প্রান্তে দুর্গম এলাকায় থাকলে। শুধুমাত্র একটি টিভি বক্স এর মাধ্যমে এইচডি ডিশ টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। অবশ্যই আকাশ ডিটিএইচ ডিশ টিভি সংযোগটি নিতে হবে।
আকাশ ডিস টিভি সম্পর্কে কিছু কথা
হয়তো জানেন আকাশ ডিজিটাল টিভি বাংলাদেশের সর্বাধুনিক তারবিহীন ডিশ টিভি সার্ভিস। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমকো এর একটি একটি অঙ্গ প্রতিষ্ঠান। আকাশ ডিটিএইচ ডাইরেক্ট টু হোম সিস্টেমে সরাসরি স্যাটেলাইট থেকে এন্টেনার মাধ্যমে সিগন্যাল প্রদান করে। অপেক্ষাকৃত ঝকঝকে ও ফুল এইচডি সার্ভিস পাওয়া যায়। এজন্য একটি সেট টপ বক্স প্রয়োজন। সেট টপ বক্স এর সাথে এন্টেনা ও টেলিভিশন আপনি ফুল এইচডি টিভি দেখতে পারবেন।
45 টি ফুল এইচডি সহ সর্বমোট 122 টির দেশী-বিদেশী টিভি চ্যানেল দেখতে পারবেন। তবে অবশ্যই এজন্য রিচার্জ করে নিতে হবে।
আকাশ কাস্টমার কেয়ার নাম্বার
আপনি যদি একজন আকাশ ডিটিএইচ ডিস লাইন ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনাকে আকাশ কাস্টমার কেয়ার নাম্বার সংগ্রহে রাখতে হবে। আপনি যদি আকাশ হেল্পলাইন নাম্বার সংগ্রহে রাখেন তাহলে যে কোন সময় আপনার নষ্ট হওয়ার ডিশ টিভি সম্পর্কে তথ্য নিতে পারবেন। আপনার সংযোগ নেওয়া ডিস টিভি টি যেকোনো সময় সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি যদি আকাশ কাস্টমার কেয়ার নাম্বার সংগ্রহে রাখেন তাহলে যেকোনো সময় কল করে সেবা নিতে পারবেন। আকাশ ডিটিএইচ হেল্পলাইন নাম্বার দিয়ে আপনি সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সার্ভিস নিতে পারবেন।
আকাশ কাস্টমার কেয়ার নাম্বার টি হলঃ 16442, এবং 09609999000
আপনি উক্ত নাম্বারে দিন রাত ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন সার্ভিস পাবেন। আকাশ ডিটিএইচ এর কাস্টমার কেয়ার প্রতনিধিগন সর্বদা আপনার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। তাই আপনার আকাশ ডিটিএইস ডিস টিভির সমস্যার কথা গুলা খুলে বলুন। এবং সমাধান করুন।
আকাশ ডিটিএইচ ডিস টিভির ইমেইল এড্রেসে লাইভ চ্যাট
আপনি যদি আকাশ টিভি কোম্পানিকে সরাসরি ইমেইল করতে চান। অথবা ফেসবুক পেজ ও লিংকের মাধ্যমে লাইভ চ্যাট করতে চান। তাহলে আপনাকে নিচের দেয়া ইমেইল এড্রেস এর মাধ্যমে ইমেইল করতে হবে। তাছাড়া ফেসবুক পেজ এর মাধ্যমে সরাসরি তাদের সাথে লাইভ চ্যাঁট করতে পারবেন।
আকাশ টিভি এর ইমেইল এড্রেসঃ support@akashdth.com
ফেসবুক পেজ লিঙ্কঃ https://www.facebook.com/akashdthbangladesh/
আকাশ ডিটিএইচ হেল্প লাইন নাম্বার
একটি সুপরিচিত ডিশ টিভি সিস্টেম হল আকাশ ডিটিএইচ টিভি সিস্টেম। অনেকেই সংযোগ নেয়ার পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। সে সব সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হয় কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার। আর এজন্য প্রয়োজন হেল্পলাইন নাম্বার। তাই যারা আকাশ ডিটিএইচ হেল্পলাইন নাম্বার খুঁজতেছেন তাদের জন্য হেল্পলাইন নাম্বার টি নিচে দেয়া হল।
আকাশ ডিটিএইচ হেল্প লাইন নাম্বারঃ ১৬৪৪২
তাছাড়া আপনি চাইলে ০৯৬০৯৯৯৯০০০ নাম্বারেও কল করে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধি এর সাথে কথা বলতে পারবেন।
নতুন সংযোগ কানেকশন বা কর্পোরেট সেলস এর জন্য আপনি নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেবেন।
Corporate Sales Payment Number For New Connection-01730404040 (বিকাশ ও নগদ)
আকাশ সেলফ কেয়ার রেজিস্ট্রেশন
আকাশ ডিটিএইচ ডিস টিভির নতুন ও জনপ্রিয় একটি ফিচার হলো আকাশ হেল্প কেয়ার। এটি মূলত একটি নতুন পর্টাল যার মাধ্যমে আপনি আকাশ self-care রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনার আকাশ টিভির সকল তথ্য যেমন রিচার্জ, বিলিং তথ্য ও অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন ইত্যাদি দেখতে ও জানতে পারেন। এজন্য আপনাকে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করতে হবে।
এ জন্য আকাশ সেলফ কেয়ার রেজিস্ট্রেশন একটি গ্রাহক আইডি অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে। তারপর নিচের লিংকে ক্লিক করে একটি বক্স পাবেন সেখানে গ্রাহক আইডি ও নিবন্ধিত নাবার দিয়ে সাইন আপ করতে হবে। আপনার যদি একটি আইডি দিয়ে একাধিক টিভি সংজগ দেওয়া থাকে তবুও একটি সেলফ কেয়ার আইডি দিয়েই সকল টিভির তথ্য দেখতে পারবেন।
আকাশ টিভির দাম কত ২০২৩
অনেকেই জানতে চান আকাশ টিভির দাম কত। আকাশ টিভির দাম জানার জন্য কেউ কেউ আবার গুগল অথবা ফেসবুক অথবা ইউটিউবে সার্চ দিয়ে থাকেন। অনেক সময় অনেকেই সঠিক তথ্য পায় না। আমি আপনাদের জন্য আকাশ টিভির দাম 2023 সালে কত টাকা সেটা বলে দিচ্ছি। আকাশ টিভি এর বর্তমান মূল্য ৪৪৯৯ টাকা। আপনি এই দামে পরিপূর্ণ প্যাকেজ পাবেন। কিন্তু আপনার যদি অ্যান্টেনা অথবা সেট টপ বক্স থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিনতে পারবেন। সে ক্ষেত্রে দাম কম পড়বে। আপনি নিকটস্থ ডিলার পয়েন্ট ভিজিট করতে পারেন অথবা নিচের দেয়া নাম্বারে সরাসরি কল করে দাম সম্পর্কে জানতে পারবেন।
নাম্বারটি হলঃ 01730404040
আকাশ রিচার্জ প্যাক
তারবিহীন ডিস লাইন টিভি দেখার জন্য আপনি আকাশ সিস্টেম ইতোমধ্যে কিনে ফেলেছেন। অথবা জানতে চাচ্ছেন রিচার্জ প্যাকেজ সম্পর্কে। আমি আপনাদেরকে আকাশ রিচার্জ প্যাক সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিচ্ছি। আকাশ রিচার্জ প্যাক 3 ক্যাটাগরির হয়ে থাকে। এবং এসব প্যাকেজগুলো দামের ওপর চ্যানেল এর সংখ্যা নির্ভর করে।
আকাশ রিচার্জ প্যাক সমুহঃ
স্ট্যান্ডার্ড প্যাকেজ
আকাশ টিভি ইন্টারনেট প্যাকেজের মাসিক চার্জ বা মূল্য 400 টাকা। স্ট্যান্ডার্ড প্যাকেজটিতে বাংলাদেশের জনপ্রিয় 45 টি চ্যানেল ও বিদেশী জনপ্রিয় এইচডি মট 125 টি চ্যানেল রয়েছে।
আকাশ লাইট প্লাস প্যাকেজ
মিডিয়াম ক্যাটাগরির আকাশ লাইট প্লাস প্যাকেজটির মাসিক চার্জ বা মূল্য হচ্ছে 350 টাকা। এক্ষেত্রে দেশীয় 30+ সহ মোট ৯৫ টি জনপ্রিয় এইচডি চ্যানেল রয়েছে।
আকাশ লাইট প্যাকেজ
আকাশ টিভি সর্বাপেক্ষা সহজ ও কম রেট এর প্যাকেজ হল আকাশ লাইট প্যাকেজ। এই প্যাকেজ পাওয়া যাচ্ছে মাসিক মাত্র ২৯৯ টাকায়। জনপ্রিয় দেশি এবং বিদেশি ২০+ এইচডি চ্যানেলসহ রয়েছে মোট ৮০ টির বেশি চ্যানেল।
পরিশেষে
আজকে আমরা জনপ্রিয় ডিশ টিভি আকাশ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আকাশ কাস্টমার কেয়ার নাম্বার সহ আকাশ হেল্পলাইন নাম্বার তুলে ধরেছি। সেইসাথে আকাশ রিচার্জ প্যাক ও আকাশ টিভির দাম কত তা তুলে ধরেছি। আমরা আকাশ হেল্প কেয়ার রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার পদ্ধতি দেখিয়েছি। সেই সাথে আকাশ ডিটিএইচ ডিস টিভির লাইভ চ্যাট ও অন্যান্য তথ্য বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা পুরো পোস্টটি পরে বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনোকিছু বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের উত্তর দেয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আকাশ ডিস ডিলার কিভাবে নেওয়া যাবে