বউকে নিয়ে রোমান্টিক কবিতা, ভালবাসার উক্তি, স্ট্যাটাস ও ছন্দ

বউকে নিয়ে রোমান্টিক কবিতা, ভালবাসার উক্তি, ফেসবুক স্ট্যাটাস ও মিষ্টি ছন্দ জানুন। বউ কে খুশি করার মেসেজ পড়ুন। মিষ্টি বউকে নিয়ে রোমান্টিক কথা শিখুন। বউকে নিয়ে ভালবাসার উক্তি জেনে রাখুন যাতে বউ এর মন কে খুশি রাখতে পারেন।

সবাই তার বউকে ভালবাসে। সব সময় তাঁকে হ্যাপি রাখতে চায়। অনেকেই তার বউ কে হ্যাপি বা খুশি করতে জানেনা। কিছু টেকনিক জানা থাকলেই বউকে খুশি রাখা যায়। আর এ জন্য অনেকেই ইন্টারনেটে খুজে কিভাবে বউ কে খুশি করা যায়। আজকে আমি বউ কে রাজি খুশি ও হ্যাপি রাখার উপায় বলে দেবো। এ জন্য আপনাকে জানতে হবে বউকে নিয়ে রোমান্টিক কবিতা । সাথে বউ কে নিয়ে ভালবাসার উক্তি ও কিছু স্ট্যাটাস। যাতে করে আপনি তাঁকে সময় মত তাঁকে বলতে বা পাথাতে পারেন। তাই র দেরি না করি আসুন বউকে নিয়ে রোমান্টিক কবিতা জানি।

বউকে নিয়ে রোমান্টিক কবিতা

আপনার বউকে নিয়ে রোমান্টিক কবিতা বলে হ্যাপি করুন। বউকে নিয়ে রোমান্টিক কবিতা ও বউকে নিয়ে ভালবাসার কবিতা পড়ুন।  কেননা সবাই তার বউকে ভালবাসতে চায়। আপনিও চান তাঁকে ভালবাসতে। তাঁকে সব সময় রাজি খুশি রাখতে। কেননা বউ কে যদি হ্যাপি রাখা যায় তাহলে আপনার বউ আপনাকে সেই সাথে পুরো পরিবার কে হ্যাপি রাখবে। পুরো বাড়িটাই আনন্দে ভরে যাবে। তাই বউ কে ভালোবাসা আর তাঁকে হ্যাপি রাখা আপনার দায়িত্ব।

রাগ বউলে বউকে রাগ ভাঙ্গানোর কবিতাঃ

১) তুমি রাগলে মিষ্টি লাগে মন হয়ে যায় ভাল
তুমি আমার আধার ঘরের পূর্ণিমার আলো
শোন বলি ওগো বউ হেসোনা আর তুমি
রাগি মুখটা দেখতে ভীষণ ভালবাসি আমি।

২) এবার বলি শোন ও বউ একটু খানি হাসো
মিষ্টি করে হেসে তুমি আমায় ভালবাসো,
শোন বলি মিষ্টি বউ আর করোনা রাগ
তাইলে কিন্তু বসে যাবে ভালবাসায় ভাগ।

৩)খন্দকার মোস্তাক এর বউ কে নিয়ে অসাধারন একটি কবিতা 

বউ বউ বউ, করছে কাউ কাউ
এটা দেও ওটা দেও, করছে হাউ কাউ।
বায়না ধরে শাড়ি গয়নার, মেকআপ রংয়ের বাক্সের,
না দিলেই রান্না বন্ধ, হারায় সুখের ছন্দের।
অল্পতেই গোস্বা করে, গাল ফুলিয়ে বসে থাকে,
উপোস থাকে রাত দুপুরে, একলা ঘরে পরে থাকে।
বনিবনা না হলেই – ছুটে তখন বাপের বাড়ি
অল্প কদিন না হতেই, ফিরে আসতে কাঁদবে জুড়ি।

৪) বউকে নিয়ে কাজী নজরুল ইসলাম এর রোমান্টিক বিখ্যাত কবিতার কয়েক লাইনঃ

মোরা ছিনু একেলা হইনু দুজন
সুন্দরতর হলো নিখিল ভুবন,
আজি কপোত-কপোতী শ্রবণে কুহরে
বীনা বেণু বাজে বন মর্মরে।
নির্জর ধারে সুধা চোখে মুখে ঝরে
নতুন জগত মোরা করেছি সৃজন।

বউকে নিয়ে রোমান্টিক ভালবাসার উক্তি

এতক্ষন আপনারা বউকে নিয়ে রোমান্টিক কবিতা জানলেন। অনেক সময় হয়ত কবিতা বলার মত অবস্থা থাকেনা। তাই বউকে নিয়ে রোমান্টিক উক্তি বলতে পারেন। এমন মিষ্টি রোমান্টিক ভালবাসার উক্তি গুলো দেখে নিন। আর আপনার  বউকে নিয়ে রোমান্টিক ভালবাসার উক্তি বলে খুশি করুন।

১)স্বজন হুবার বলেছেন– সমস্ত ঘরোয়া প্রতিকারের মধ্যে একজন ভাল স্ত্রীই সেরা।

২)মাইকেল জে সুলিভান বলেছেন– এটিই ভাল স্ত্রী যা করেন, আপনার স্বপ্নগুলি বাঁচিয়ে রাখেন এমনকি আপনি যখন বিশ্বাস করেন না তখনও।

৩) বউকে নিয়ে একটি হাদিস– পৃথিবীর সবকিছুই সম্পদ। তার মধ্যে নেক্কার স্ত্রী হল সর্বসেরা।

৪) জন রে স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন– উত্তম স্ত্রী হল পুরুষের শ্রেষ্ঠ সম্পদ।

৫) বিখ্যাত দারশনিক পোপ বউকে নিয়ে বলেছেন– নিয়তি আমাদের যা ধান করে তার মধ্যে আদর্শ দান হলো স্ত্রী।

৬) রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন– বউ এর সাথে স্বামীর অমিল থাকলেই ভাল হয়। শুকনো মাটির সাথে পানির যেমন সম্পর্ক থাকে।

৭) রবার্ট হারিক বউকে নিয়ে বলেছেন– একজন স্বামী সৎ বা অসৎ হবে কিনা তা পুরপুরি তার বউ এর উপর নিরভর করে।

৮) নিমাই ভট্টাচার্য বলেছেন– মনের মত বউ আর সংসার হলে জীবনের সব সুখ দুঃখ ব্যর্থতা, সব সমস্যার মকাবেলা করা যায়।

বউকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

নিজের বউকে নিয়ে স্ট্যাটাস, বউকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস ও বন্ধুর বউকে নিয়ে স্ট্যাটাস দেখুন। বউকে খুশি করার স্ট্যাটাস পড়ুন। বউ বাচ্চা নিয়ে স্ট্যাটাস, হবু বউ নিয়ে স্ট্যাটাস দেখুন আর ফেসবুকে বউকে এ সব স্ট্যাটাস দিয়ে খুশি করুন। কারন আপনার বউ হাপি হলে আপনার পুরো পরিবার হাপি হবে।

বউকে নিয়ে স্ট্যাটাস

১) বৌয়েরা ঘরের লক্ষ্মী হয়। এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয়, তত বেশি সংসারে শান্তি আসে।
— হুমায়ুন আহমেদ।

২) আজ বউ এর হাতের পায়েস খেতে ইচ্ছে করছে।

৩) প্রিয় বউ, তোমাকে পেয়ে আমার জীবন পূর্ণ হয়ে গেছে।

৪) ওগো বউ, তুমি আমার জীবনে আরও আগে কেন আসো নাই?

৫)আমার ভাগ্য সত্যিই অনেক ভাল। আর এ জন্য তোমার মতো একজন জীবন সঙ্গিনী কে আমার জীবন সাথী হিসেবে পেয়েছি।

৬) আলহামদুলিল্লাহ্‌, তোমাকে পেয়ে আমি পরিপূর্ণ।

বন্ধুর বউকে নিয়ে স্ট্যাটাস

আমরা অনেক সময় আমাদের বন্ধুর বউকে নিয়ে পোস্ট দিয়ে থাকি। আবার অনেকেই বন্ধুর বউকে নিয়ে স্ট্যাটাস দিতে গিয়ে পোস্ট খুজে পায়না। তো দেখে নিন বন্ধুর বউকে নিয়ে কেমন স্ট্যাটাস দেবেন। কারন এ সব পোস্ট দিলে আবার নিজের বউ মন খারাপ করে কিনা সেদিকে খেয়াল রাখবেন।

১) বাসর রাতে ঠিকঠাক মত বিড়াল মেরেছিলেন কি?

২) ভাবী,আমার বন্ধুকে আমার ভায়রা বানিয়ে দিয়েন। আপনার ছোট বোনকে রাজি করিয়ে।

৩) প্রিয় ভাবী, আমার বন্ধুকে আপনার হাতে তুলে দিলাম। এখন থেকে আপনি তাঁকে দেখে রাখবেন।

বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস

অনেক সময় নিজের বউ কাছে থাকেনা। তাই অনেকেই বউ কে অনেক মিস করে। তো তারা চায় বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস দিতে। কিন্তু কথা খুজে পায়না। আমি তাদের জন্য কয়েকটি বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস তুলে ধরলাম। আপনারা সেগুলা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। অথবা মেসেজ করতে পারেন।

১) আই মিস ইউ জান

২) আই মিস ইউ সোনা

৩) আই মিস ইউ কলিজা

৪) তোমার হাতের চা মিস করতেছি সোনা।

৫) তোমাকে ছাড়া ঘুম আসছেনা জান।

বউকে নিয়ে ছন্দ

যখন বউ এর মন খারাপ থাকে তখন বউকে নিয়ে রোমান্টিক ছন্দ বলুন। বউকে নিয়ে ছন্দ বললে বউ খুশি না হয়ে পারবেনা। আপনি যদি আপনার বউকে নিয়ে হাসির ছন্দ বলেন তাহলে সে আপনার উপর অনেক হাপি হবে। আপনাকে আরও বেশি ভালবাসবে। তাই বউকে নিয়ে ছন্দ জানুন।

বউকে নিয়ে রোমান্টিক ছন্দ ১

বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস
মিষ্টি চাঁদের মিষ্টি আলো
তোমায় বাসি অনেক ভালো.
আকাশেতে তারার মেলা,
দেখবো তোমায় সারা বেলা.
নিশি রাতে শান্ত ভুবন,
তোমায় চাইবো সারাজীবন।।

বউকে নিয়ে রোমান্টিক ছন্দ-২

ভালোবেসে এই মন
তোকে চায় সারাক্ষন,
তুমি আছো মনের মাঝে
পাশে থেকো সকাল সাঝেঁ।

বউকে নিয়ে রোমান্টিক ছন্দ-৩

লাগবে যখন খুব একা
চাঁদ হয়ে দেবো দেখা,
মনটা যখন থাকবে খারাপ
সপ্নে গিয়ে করবো আলাপ,
কষ্ট থাকে যদি মনের আকাশে
তারা হয়ে জ্বলবো তোমার পাশে।

পরিশেষে

আজকের পোস্টে আমরা বউকে নিয়ে বউকে নিয়ে রোমান্টিক কবিতা, ভালবাসার উক্তি, রোমান্টিক স্টমান্তিকনিয়ে আলোচনা করেছি। তাছাড়া বউকে নিয়ে রোমান্টিক ছন্দ ও তুলে ধরেছি। আমরা আমাদের পেজ এ বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ও ছন্দ তুলে ধরি। তাই নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। র কোন বিষয়ে জানতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

1 thought on “বউকে নিয়ে রোমান্টিক কবিতা, ভালবাসার উক্তি, স্ট্যাটাস ও ছন্দ”

Leave a Comment