Table of Contents
কুমিল্লা জেলার পোস্ট কোড ও এরিয়া কোডঃ বাংলাদেশের সকল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড খুবই দরকারী। কেননা সরকারি চাকরি থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলার কাজে লাগে। তাছাড়া আরও অনেক কাজে যেমন চিঠি পত্র বা অন্য কিছু কোথায় পাঁঠাতে গেলে। তাই নিজ জেলার পোস্ট কোড ও এরিয়া কোড জেনে রাখা আবশ্যক।
Comilla District All Postal code zip code বা Post Code নিয়েই আজকের আলোচনা। কুমিল্লা জেলার পোস্ট কোড সহ জেলার অনেক তথ্য তুলে ধরবো আজকে। তাই যারা কুমিল্লা জেলার সকল উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড খুঁজছেন তারা পুরো আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ুন।
একনজরে কুমিল্লা জেলা
কুমিল্লা জেলার আদিনাম কমলাংক। এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তুরভুক্ত। এর মোট আয়তন ৩০৮৭.৩৩ বর্গকিলোমিটার। এর মোট জনসংখ্যা প্রায় ৫৭ লক্ষের কাছাকাছি। মুক্তি যুদ্ধের সময় এটি ২নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধকালীন সময়ে মেজর খালেদ মশারফ ও মেজর এ টি এম হায়দার এই জেলার নেতৃত্ব দেন।.১৯৮৪ সালে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক হয়ে কুমিল্লা জেলা প্রতিষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা রস মালাই এর জন্য বিখ্যাত। এই জেলার ১ টি সিটি কর্পোরেশন রয়েছে। কুমিল্লা জেলার মোট উপজেলা ১৭টি, ১৮টি থানা রয়েছে। এই জেলার মোট পৌরসভা ৮টি, ১৯২টি ইউনিয়ন এবং ৩,৬৮৭টি গ্রাম রয়েছে। এই জেলাটি মোট ১১টি সংসদীয় আসন নিয়ে প্রশাসনিক অঞ্চল গঠন করেছে।
পোস্ট কোড কি ও কিভাবে বের করবো
অনেকের মনেই প্রশ্ন জাগে পোস্ট কোড কি। কিংবা পোস্ট কোড কি নির্দেশ করে। কেউ কেউ আবার জানতে চান পোস্ট কোড কিভাবে বের করব। পোস্ট কোড মূলত একটি নাম্বার বা সংখ্যা মাত্র। এটি মূলত সিরিয়াল নাম্বার বা একটি নির্দিষ্ট নাম্বার দ্বারা একটি অঞ্চল বা চিহ্নিত করা হয়। প্রতিটি জেলায় ও উপজেলায় নির্দিষ্ট সংখ্যক পোস্ট অফিস রয়েছে। এসব উপজেলার পোস্ট অফিস সমূহকে চিহ্নিত করার জন্য একটি নাম্বার বা কোড ব্যবহার করা হয়। পোস্ট অফিস চিহ্নিত করার এই নাম্বার বা কোড কে পোস্ট কোড বলা হয়।
পোস্ট কোড বা এরিয়া কোড নাম্বার মূলত ডাক সংকেত। এই ডাক সংকেত দ্বারা পোস্ট অফিসটি কোন জেলায় বা কোন উপজেলায় অবস্থিত তার নির্দেশ করে।
পোস্ট কোড কিভাবে বের করবেন এবং কুমিল্লা জেলার পোস্ট কোড কিভাবে জানবেন? আমরা আমাদের ওয়েবসাইটে বাংলাদেশের বিভিন্ন জেলার পোস্ট কোড লেখালেখি করি। তাই আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে পোস্ট কোড এরিয়া কোড গুলো পেতে পারেন।
কুমিল্লা জেলা পোস্ট অফিস
প্রতিটি জেলায় নির্দিষ্ট পরিমাণ পোস্ট অফিস রয়েছে। প্রতিটি জেলার প্রতিটি পোস্ট অফিস কে আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়। পোস্ট অফিস গুলোকে নির্দিষ্ট কোড দিয়ে আলাদা করা হয়। প্রতিটি পোস্ট অফিস পরিচালনা করার জন্য পোস্টমাস্টার রয়েছে। বাংলাদেশের প্রধান পোস্ট অফিস ঢাকা অবস্থিত। পোস্ট অফিস গুলো সাধারণত ডাক বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্রধান ডাক বিভাগ পরিচালনার দায়িত্বে যারাঃ
মোঃ হারুনুর রশীদ -মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডাক অধিদপ্তর এবং
আবু হেনা মোরশেদ জামান -সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
সরকারি নিয়ম অনুযায়ী পোস্ট অফিস গুলো পরিচালিত হয়। সাধারণত এর কার্যক্রম সকাল আটটা থেকে ৫ টা পর্যন্ত হয়ে থাকে। এবং সরকারি ছুটির দিন ও শনিবার বন্ধ থাকে। তাই আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে কোন কিছু পাঠাতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে যেতে হবে।
কুমিল্লা জেলার পোস্ট কোড ও সকল উপজেলার এরিয়া কোড
আপনি যদি কোন পার্সেল বা চিঠি কোথাও পাঠাতে চান তাহলে পোস্ট কোড দরকার। পোস্ট কোড বা এরিয়া কোড ছাড়া পোস্ট অফিসের মাধ্যমে কিছু পাঠানো যায় না। তাছাড়া সরকারি চাকরির চিঠি বা ব্যাংক একাউন্ট খোলার জন্য পোস্ট অফিস কোড দরকার। তাই আপনি যদি কুমিল্লা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড খুঁজে থাকেন তাহলে নিচের অংশ থেকে দেখে নিন। নিচে কুমিল্লা জেলার সকল উপজেলার পোস্ট অফিস কোড ও এরিয়া কোড লিস্ট আকারে তুলে ধরা হলো। কুমিল্লা জেলার পোস্ট কোড গুলো দেখে নিন।
কুমিল্লা আদর্শ সদর পোস্ট কোড ও এরিয়া কোড
আপনি যদি কুমিল্লা জেলার আদর্শ সদর থানার বাসিন্দা হন। তাহলে আপনার সদর থানার পোস্ট কোড এরিয়া কোড দরকার। দেখে নিন কুমিল্লা জেলার সদর থানার পোস্ট কোড সমূহ।
- কুমিল্লা সদর ক্যান্টনমেন্ট পোস্ট কোড – ৩৫০১
- কুমিল্লা সদর – ৩৫০০
- কোটবাড়ি পোস্ট কোড – ৩৫০৩
- কুমিল্লা সদর হালিমনগর পোস্ট কোড – ৩৫০২
- সুয়াগঞ্জ পোস্ট কোড – ৩৫০৪
কুমিল্লা মুরাদনগর পোস্ট কোড ও এরিয়া কোড
মুরাদনগর উপজেলায় মোট ছয়টি পোস্ট অফিস কোড রয়েছে। মুরাদনগর পোস্ট কোড ও এরিয়া কোড গুলো দেখে নিন।
- মুরাদনগর পোস্ট অফিস কোড – ৩৫৪০
- রামচন্দ্রপুর পোস্ট কোড – ৩৫৪১
- সোনাকান্দা পোস্ট কোড – ৩৫৪৪
- পান্তি বাজার পোস্ট কোড – ৩৫৪৫
- কোম্পানীগঞ্জ পোস্টকোড – ৩৫৪২
- বাংরা পোস্ট কোড – ৩৫৪৩
কুমিল্লা তিতাস পোস্ট কোড ও এরিয়া কোড
নিচে কুমিল্লা জেলার তিতাস উপজেলার সকল পোস্ট কোড এরিয়া কোড গুলো নিচে দেওয়া হল। কুমিল্লা তিতাস পোস্ট কোড গুলো দেখে নিন।
কুমিল্লা হোমনা পোস্ট কোড ও এরিয়া কোড
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় মোট একটি পোস্ট কোড ও এরিয়া কোড রয়েছে।
হোমনা পোস্ট কোড এরিয়া কোড – 3546
কুমিল্লা দেবিদ্বার পোস্ট কোড
দেবিদার উপজেলায় মোট চারটি পোস্টকোড ও রেকর্ড রয়েছে। নিচে কুমিল্লা জেলার দেবিদার উপজেলার সকল পোস্ট করে রেকর্ড দেওয়া হয়েছে। লিস্ট আকারে দেওয়া দেবীদার পোস্ট কোড গুলো দেখে নিন।
- দেবিদ্বার পোস্ট কোড ৩৫৩০
- গংগামণ্ডল পোস্ট কোড ৩৫৩১
- বাড়াশালঘর পোস্ট কোড ৩৫৩২
- ধামতী পোস্ট কোড ৩৫৩৩
কুমিল্লা নাঙ্গলকোট পোস্ট কোড ও এরিয়া কোড
লাঙ্গলকোট উপজেলার সকল পোস্ট কোড ও এরিয়া কোড গুলো লিস্ট আকারে দেওয়া হয়েছে। কুমিল্লার লাঙ্গলকোট এ মোট ৫ টি পোস্ট অফিস কোড নাম্বার রয়েছে।
- নাঙ্গলকোট চাড়িয়াবাজার-৩৫৮২
- নাঙ্গলকোট ঢালুয়া -৩৫৮১
- নাঙ্গলকোট বটতলী বাজার-৩৫৮২
- নাঙ্গলকোট গুণবতী-৩৫৮৩A
- নাঙ্গলকোট নাঙ্গলকোট-৩৫৮০
কুমিল্লা বড়ুরা পোস্ট কোড ও এরিয়া কোড
বড়ুরা উপজেলায় সকল পোস্ট কোড ও এরিয়া কোড দেখে নিন। কুমিল্লা বড়ুরা পোস্ট কোড মোট ৩ টি। বড়ুরা থানার উপ কার্যালয় এর দাক সংকেত দেখে নিন।
- বরুড়া ৩৫৬০
- কুমিল্লা বরুড়া পয়ালগাছা ৩৫৬১
- কুমিল্লা বরুড়া মুদাফফরগঞ্জ ৩৫৬২
কুমিল্লা ব্রাহ্মণপাড়া পোস্ট কোড ও এরিয়া কোড
ব্রাহ্মণপাড়া উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড – ৩৫২৬
কুমিল্লা লালমাই পোস্ট কোড ও এরিয়া কোড
কুমিল্লা বুড়িচং পোস্ট কোড ও এরিয়া কোড
বুড়িচং উলজেলার মোট ২ টি উপ কার্যালয় রয়েছে। বুড়িচং থানার ডাক সংকেত দেখে নিন।
- বুড়িচং ৩৫২০
- কুমিল্লা বুড়িচং ময়নামতি বাজার ৩৫২১
কুমিল্লা দাউদকান্দি পোস্ট কোড ও এরিয়া কোড
দাউদকান্দি উপজেলারা সকল পোস্ট অফিস এর কোড ও এরিয়া ভিত্তিক ডাক সংকেত দেখে নিন। কুমিল্লা দাউদকান্দি পোস্ট কোড ও এরিয়া কোড মোট ৪ টি।
- দাশপাড়া ৩৫১৮
- কুমিল্লা দাউদকান্দি দাউদকান্দি ৩৫১৬
- কুমিল্লা দাউদকান্দি ইলিওটগঞ্জ ৩৫১৯
- কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর ৩৫১৭
কুমিল্লা চান্দিনা পোস্ট কোড ও এরিয়া কোড
চান্দিনা উপজেলার সকল পোস্ট অফিস এর উপ কার্যালয় গুলো দেখে নিন।
- কুমিল্লা চান্দিনা চান্দিয়া ৩৫১০
- কুমিল্লা চান্দিনা মাধাইয়া বাজার ৩৫১১
কুমিল্লা চৌদ্দগ্রাম পোস্ট কোড ও এরিয়া কোড
চৌদ্দগ্রাম পোস্ট কোড ও এরিয়া কোড মোট ৩ টি। কুমিল্লা চৌদ্দগ্রাম পোস্ট কোড ও এরিয়া কোড দেখে নিন।
- কুমিল্লা চৌদ্দগ্রাম ৩৫৫০
- কুমিল্লা চৌদ্দগ্রাম বাতিসা ৩৫৫১
- কুমিল্লা চৌদ্দগ্রাম ছিওরা ৩৫৫২
কুমিল্লা লাকসাম পোস্ট কোড ও এরিয়া কোড
লাকসাম উপজেলার সকল পোস্ট অফিস এর এরিয়া কোড ও ডাক সংকেত দেখে নিন।
- কুমিল্লা লাকসাম ৩৫৭০
- কুমিল্লা লাকসাম বিপুলাসার ৩৫৭২
- কুমিল্লা লাকসাম লাকসামপুর ৩৫৭১
পরিশেষে
আজকের পোস্ট টিতে আমরা কুমিল্লা সকল উপজেলা পোস্ট কোড ও এরিয়া কোড নিয়ে আলোচনা করেছি। Comilla District All Postal code zip code বা Post Code তুলে ধরেছি। আশা করছি আপনারা কুমিল্লা জেলার পোস্ট কোড ও সকল উপজেলার এরিয়া কোড পেয়েছেন। পোস্ট টি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কুমিল্লা জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই পোস্ট টি ফেসবুকে শেয়ার করে দিন। তাতে আপনার বন্ধু বান্ধব কুমিল্লা জেলার পোস্ট কোড সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
Thanks so much!