Table of Contents
দিনাজপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোডঃ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দিনাজপুর জেলার পোস্ট কোড নিয়ে আজকে আমরা আলোচনা করব দিনাজপুর জেলার এরিয়া কোড নিয়ে। কেননা ডাক সংকেত এবং এরিয়া কোড আজকাল খুবই গুরুত্বপূর্ণ জিনিস।
তথ্যপ্রযুক্তির এ যুগে বিভিন্ন জেলার পোস্ট কোড ও এরিয়া কোড বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে। যেমন ধরেন আপনি যদি ভিসা করতে যান অথবা ব্যাংক একাউন্ট করতে যান সে ক্ষেত্রে। আবার আপনি চাকরির ক্ষেত্রে ঠিকানা প্রদানের সময় পোস্ট কোড বা এরিয়া কোড খুবই গুরুত্বপূর্ণ। কেননা পোস্ট কোডের মাধ্যমে আপনার স্থায়ী ঠিকানায় চিঠি প্রেরণ করা হয়। তাই আপনি যদি দিনাজপুর জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই পোস্টে আপনার জন্য।
এক নজরে দিনাজপুর জেলা
দিনাজপুর জেলা ঢাকা থেকে প্রায় ৪১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এটি উত্তরবঙ্গের প্রাচীন ও বৃহত্তম জেলা। এই জেলার মত আয়তন ৩৪৩৮ বর্গ কিলোমিটার। জেলাটি ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় এর কিছু অংশ ভারতের অংশ হয়ে যায়। এবং ১৯৮৪ সালে ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে পৃথক হয়ে যায়। দিনাজপুর জেলার মোট তেরোটি উপজেলা ও আটটি পৌরসভা রয়েছে। এই জেলায় মোট ১০৩টি ইউনিয়ন এবং ২১৪২টির মত গ্রাম আছে।
দিনাজপুর জেলা পোস্ট অফিস
বাংলাদেশের প্রতিটি জেলায় পোস্ট অফিস রয়েছে। এমনকি প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পোস্ট অফিস রয়েছে। এছাড়া উপজেলার মধ্যে বেশ কয়েকটি পোস্ট কোড রয়েছে। প্রতিটি পোস্ট অফিস সরকারি নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে কোন কাজ করতে চান সেক্ষেত্রে সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই শুক্রবার ও শনিবার ছুটির দিন সরকারী ছুটির দিন বন্ধ থাকবে।
পোস্ট অফিসের মাধ্যমে সাধারণত সিডি প্রেরণ বা ডাক প্রেরণ ও গ্রহণ করা হয়। এছাড়াও পোস্টকার্ড, মানি অর্ডার ও পার্সেল আদান প্রদান করা হয়। বর্তমান ডিজিটাল যুগে পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কিম বা ডিপোজিট সিস্টেম রয়েছে।
দিনাজপুর জেলার পোস্ট কোড
প্রতিদিন বিভিন্ন কাজের জন্য পোস্ট অফিস কোড ও এরিয়া কোড দরকার হয়। তাছাড়া দিনাজপুর জেলা উত্তরবঙ্গের সর্ববৃহৎ জেলা। এর প্রতিটি উপজেলা পর্যায়ে রয়েছে পোস্ট অফিস। এ ছাড়াও এ জেলায় অনেকগুলো সাব পোস্ট অফিস রয়েছে। প্রতিটি উপজেলার পোস্ট অফিসের পোস্টকোড ও এরিয়া কোড রয়েছে। অনেকগুলো হওয়ায় দিনাজপুর জেলার পোস্ট কোড এরিয়া কোড মনে রাখা সম্ভব হয় না। তাই আমি আপনাদের সুবিধার কথা চিন্তা করে দিনাজপুর সদর পোস্ট কোড ও এরিয়া কোড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিনাজপুর জেলার পোস্ট অফিসের কোড ও এরিয়া কোড গুলো দেখে নিতে পারে।।
জেলা | থানা | উপকার্যালয় | পোস্ট কোড (ডাক সংকেত) |
দিনাজপুর | বাংলা হিলি | বাংলা হিলি | ৫২৭০ |
বিরল | বিরল | ৫২১০ | |
বিরামপুর | বিরামপুর | ৫২৬৬ | |
বীরগঞ্জ | বীরগঞ্জ | ৫২২০ | |
চিরিরবন্দর | চিরিরবন্দর | ৫২৪০ | |
চিরিরবন্দর | রাণীররবন্দর | ৫২৪১ | |
দিনাজপুর সদর | দিনাজপুর রাজবাড়ী | ৫২০১ | |
দিনাজপুর সদর | দিনাজপুর সদর | ৫২০০ | |
খানসামা | খানসামা | ৫২৩০ | |
খানসামা | পাকেরহাট | ৫২৩১ | |
মহারাজগঞ্জ | মহারাজগঞ্জ | ৫২২৬ | |
নবাবগঞ্জ জেলায় | দাউদপুর | ৫২৮১ | |
নবাবগঞ্জ জেলায় | গোপালপুর | ৫২৮২ | |
নবাবগঞ্জ জেলায় | নবাবগঞ্জ জেলায় | ৫২৮০ | |
ওসমানপুর | ঘোড়াঘাট | ৫২৯১ | |
ওসমানপুর | ওসমানপুর | ৫২৯০ | |
পার্বতীপুর | পার্বতীপুর | ৫২৫০ | |
ফুলবাড়ী | ফুলবাড়ী | ৫২৬০ | |
সেতাবগঞ্জ | সেতাবগঞ্জ | ৫২১৬ |
দিনাজপুর জেলার এরিয়া কোড
প্রতিটি জেলার পোস্টকোডের পাশাপাশি এরিয়া কোড রয়েছে। তেমনি দিনাজপুর জেলার এরিয়া কোড রয়েছে। প্রায় সকল ক্ষেত্রেই পোস্টকোড ও এরিয়া কোড একই হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে ডাক সংকেত ও এরিয়া কোড ভিন্নতা পাওয়া যায়। দিনাজপুর জেলার এরিয়া কোড এ ভিন্নতা রয়েছে। তাই আমরা দিনাজপুর পোস্ট কোড এর পাশাপাশি এরিয়া কোড তুলে ধরছি। দিনাজপুর জেলার এরিয়া কোড গুলো দেখে নিন।
এরিয়া নাম | এরিয়া পোস্ট কোড |
দিনাজপুর হেড আফিস | ৫২০০ |
দিনাজপুর রাজবাড়ী ই,ডি,এস,ও | ৫২০১ |
বিরল ইউ,পি,ও | ৫২১০ |
সেতাবগঞ্জ ইউ,পি,ও | ৫২১৬ |
বীরগঞ্জ ইউ,পি,ও | ৫২২০ |
মহারাজগঞ্জ ইউ,পি,ও (কাহারোল থানা) | ৫২২৬ |
খানসামা ইউ,পি,ও | ৫২৩০ |
পাকের হাট ই,ডি,এস,ও | ৫২৩১ |
চিরিরবন্দর ইউ,পি,ও | ৫২৪০ |
রানীর বন্দর ই,ডি,এস,ও | ৫২৪১ |
পার্বতীপুর ইউ,পি,ও | ৫২৫০ |
ফুলবাড়ী ইউ,পি,ও | ৫২৬০ |
বিরামপুর ইউ,পি,ও | ৫২৬৬ |
বাংলা হিলি ইউ,পি,ও (হাকিমপুর থানা) | ৫২৭০ |
নবাবগঞ্জ ইউ,পি,ও | ৫২৮০ |
দাউদপুর এস,ও | ৫২৮১ |
চৌধুরী গোপালপুর এস,ও | ৫২৮২ |
ওসমানপুর ইউ,পি,ও (ঘোড়াঘাট থানা) | ৫২৯০ |
ঘোড়াঘাট এস,ও | ৫২৯১ |
পরিশেষে
আজকের এই পোস্টটিতে আমরা দিনাজপুর জেলার পোস্ট কোড তুলে ধরেছি। তাছাড়া দিনাজপুর জেলার এরিয়া কোড তুলে ধরেছি। সেই সাথে এক নজরে দিনাজপুর জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের পোস্টটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আর এই পোস্টটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। পুষ্টি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। দিনাজপুর পোস্ট কোড সম্পর্কে পড়ার জন্য ধন্যবাদ।
2 thoughts on “দিনাজপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড আপডেট ২০২৩”