Table of Contents
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ | Honor’s 3rd Year Result 2022
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর ফলাফল ২০২২ খুজছেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের পোস্ট টি আপনার জন্য অনেক গুরুত্ত পূর্ণ হতে চলেছে।
কারন আজকে আমরা আলোচনা করব অনার্স ৩য় বর্ষের রেজাল্ট নিয়ে। আজকের পোস্ট টি থেকে আপনি জানতে পারবেন কিভাবে অনার্স ৩য় বর্ষের ফলাফল ২০২২ দেখতে পারবেন। আপনি আমাদের এই পোস্ট এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ দেখতে পাবেন। সাধারনত কয়েক্তি উপায়ে রেজাল্ট চেক করা যায়। এস এম এস আর মাধ্যমে ও সরাসরি ওয়েভ সাইত ভিজিট করে দেখা যায়। আমরা আজ সকল উপায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ চেক করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক।
অনার্স ৩য় বর্ষের ফলাফল ২০২২ কখন প্রকাশিত হবে?
আপনারা অনেকেই অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ কবে প্রকাশিত হবে তা জানতে চান।
আপনারা হয়ত জেনে থাকবেন যে সম্মান বা অনার্স পরিক্ষার ফলাফল একটা নির্দিষ্ট সময় পরে প্রকাশিত হয়।
মুলত সম্মান বা অনার্স ৩য় বর্ষের রেজাল্ট পরিক্ষা হওয়ার ৩-৪ মাস পরে প্রকাশিত হয়। তাই আপনারা হতাশ হবেন না। আপনারা যারা পরিক্ষা দিয়েছেন তারা কিছু দিন অপেক্ষায় থাকেন। আর আমাদের ওয়েভ সাইট এর সাথে থাকলে সব সময় আপডেট পাবেন। আমরা আপনাকে সব সময় রেজাল্ট ও অন্যান্য আপডেট তথ্য প্রদান করার চেষ্টা করি। তাই এই বার আমরা অনার্স ৩য় বর্ষের ফলাফল ২০২২ কখন প্রকাশিত হবে সেটা জানিয়ে দেব।তবে ধারনা করা যাচ্ছে যে, চলতি বছরের এপ্রিল মাসের শেষের সপ্তাহে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। তবে এই তথ্য টি শতভাগ সত্য নয়। এটা নিরভর করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ কমিটির উপর। কেননা পরিক্ষা শেষ হবার পর তারা সকল খাতা বিভিন্ন কলেজের সারদের কাছে দিয়ে দেন দেখার জন্য। সেতা শেষ হলে তার পর যাচাই বাছাই করে তারপর ফলাফল প্রস্তুত করা হয়। এর পর নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কবে রেজাল্ট পাবলিশ করা হবে। তাই আপ্নারা আমাদের সাথেই থাকুন আপডেট জানার জন্য।
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২
আপনি হয়ত জিজ্ঞাসা করতে পারেন অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ কিভাবে পাব? তাদের জন্য সহজ উত্তর হল অনলাইন হল সবথেকে সহজ উপায়।
রেজাল্ট নয় শুধু আজ কাল অনেক কিছুই ইন্টারনেট দিয়ে অনলাইন থেকে করতে হয়। তাই আমিও বলব অনার্স ৩য় বর্ষের ফলাফল ২০২২ দেখার সহজ উপায় হল অনলাইন। অনলাইন থেকে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তাছাড়া আপনি মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমেও দেখতে আপ্রবেন। তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে অনার্স ৩য় বর্ষের ফলাফল ২০২২ দেখব।
অনলাইনে অনার্স ৩য় বর্ষের ফলাফল ২০২২
আপনি যদি ঘরে বসে খুব সহজে অনলাইন থেকে আপনার রেজাল্ট দেখাতে পারবেন। এ জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরন করতে হবে।
ধাপ গুল নিচে উল্লেখ করা হলঃ প্রথমেই আপনাকে www.nu.ac.bd/result এ ক্লিক করে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েভ সাইট এর রেজাল্ট দেখার পোর্টাল এ চলে যাবেন। তার পর সেখান থেকে আপনার পরিক্ষার সাল ২০১৯ সিলেক্ত করবেন। আপনার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। এর পর সার্চ রেজাল্ট অপশন এ ক্লিক করলেই আপনার ফলাফল দেখতে পারবেন। মুলত এই ভাবে আপনি আপনার রেজাল্ট ঘরে বসে অনলাইন থেকেই দেখতে পারবেন।
ধাপ সমুহঃ
১) www.nu.ac.bd লিংকে ক্লিক করে রেজাল্ট সার্ভারে প্রবেশ করুন।
২)এরপর লিস্ট থেকে রেজাল্ট এ ক্লিক করুন।
৩)এরপর অনার্স এ ক্লিক করুন।
৪)রেজিষ্ট্রেশন নম্বরটি ইংরেজী সংখ্যায় লিখুন Registration ঘরে।
৫) পরিক্ষার সাল টি লিখুন পরিক্ষার সাল এর ঘরে।
৬) কেপচা কোড টি পুরন করুন কেপচা কোড এর ঘরে।
৭) তারপর সার্চ রেজাল্ট ঘরে ক্লিক করুন।
আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট টি দেখতে পাবেন।
কলেজ ভিত্তিক অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দেখবেন যেভাবে
আপ্নারা অনেকেই আপনাদের কলেজ ভিত্তিক রেজাল্ট দেখতে চান। আর এ জন্য আমিও আপনাদের জন্য কিভাবে কলেজ ভিত্তিক অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দেখবেন টা নিয়ে আলোচনা করব। তাহলে আসুন জেনে নেই কিভাবে আমরা কলেজ ভিত্তিক অনার্স রেজাল্ট দেখব। কলেজ ভিত্তিক রেজাল্ট দেখার জন্য লিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১) প্রথমে এই www.nu.ac.bd লিংকে ক্লিক করে সার্ভার ৩ লোড করুন।
২) Honours Third Year ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে।
৩) Select Subject লিস্ট থেকে আপনি যে সাবজেক্ট এ পড়েন টা সিলেক্ট করুন।
৪) Select College অপশন থেকে আপনার কলেজএর নাম নির্বাচন করুন
৫) Type College Code এর ঘরে আপনার কলেজ এর কোড নম্বর লিখুন।
৬) Enter Year ঘরে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল লিখুন।
৭) Show College wise Result এ ক্লিক করুন।
৮) কেপচা কোড দিতে বললে কেপচা কোড দিয়ে সাবমিট করলেই কলেজের সকল রেজাল্ট চলে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার রেজাল্ট টা খুজে পেতে পারেন।
মোবাইল এসএমএস এর মাধ্যমে অনার্স তৃতীয় বর্ষ রেজাল্ট ২০২২ দেখার উপায়
আমরা একটু আগেই জানতে পেরেছি কিভাবে অনলাইন থেকে আমাদের রেজাল্ট দেখতে পারব। এখন আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে আমাদের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট দেখব। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক।
অনেক অপেক্ষার পর আমরা যখন জানতে পারি যে আজ আমাদের পরিক্ষার রেজাল্ট দেবে। সবাই অস্থির হয়ে জাই রেজাল্ট দেখার জন্য। তাই সবাই এক সাথে আমাদের রেজাল্ট দেখতে চাই। আর এতে করে আমাদের সবার রেজাল্ট একসাথে দ্রুত দেখা হয়না। কারন আমরা সবাই যখন একসাথে রেজাল্ট দেখতে জাই তখন অনেক বেশি লোড হওয়ার কারনে সারভার স্লো হ্যয়ে যায়। তাই আমরা দ্রুত আমাদের রেজাল্ট পাইনা। এ জন্য আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়েই এসএমএস করে রেজাল্ট জানতে পারব।
১) হাতে থাকা মোবাইল টির এসএমএস অপশন এ গিয়ে টাইপ করুন NU স্পেস H3 স্পেস দিয়ে আবার আপনার রোল স্পেস দিয়ে পরিক্ষার সাল লিখে ১৬২২২ নাম্বারে সেন্ট করুন।
উদাহরনঃ NU H3 123456 2021 sent 16222
ফিরতি এসএমএস এ আপনি আপনার রেজাল্ট পাবেন।
শেষকথাঃ আজকে আমরা অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ দেখার ধাপ গুলো নিয়ে আলোচনা করেছি। আপনি এর মাধ্যমে অনার্সের রেজাল্ট কিভাবে দেখবেন টা জানতে পারবেন। তাছাড়া মোবাইল এসএমএস এর মাধ্যমেও ঘরে বসেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। আপনি যদি আমাদের এই পোস্ট টি পরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন পোস্ট টি কেমন লাগলো। আপনার কাছে যদি এটি ভাল লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন তাতে করে তারাও জানতে পারবে কিভাবে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট ২০২২ দেখবেন।