মেয়ে ও ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিম ও উপায়

আসসালামু আলাইকুম। আপনি কি মুখের মেছতা দূর করার ক্রিম ও ঘরোয়া উপায় খুঁজছেন। তাহলে এই পোষ্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে  যাচ্ছে। এই পোস্টটি পড়ে আপনি জানতে পারবেন মেছতা কি কেন হয় এবং মেছতা দূর করার ঘরোয়া উপায়,  ছেলে ও মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিমের নাম সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে দেরি না করে আসুন শুরু করা যাক।

মেছতা কি?

 মেছতা বা প্লাজমা কি? এটি মূলত এক ধরনের আবরণ বা রঙ  যা ত্বকের ওপরে পরে।  সাধারনত মেছতা বা মেলাজমা নারী বা পুরুষের  সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এটি মূলত মানুষের ত্বকের নিচে মেলানিন নামক রঞ্জক থাকে যা সূর্যের আলো বা অন্য কোন প্রভাবের কারণে এর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে ত্বকের ওপরে এটি বাদামি বা লালচে রং ধারণ করে। লালচে বাদামী অথবা  গাড়ো রং ধারণ করা কেই  মেছতা বা প্লাজমা বলে।  এটি এলার্জি জনিত কোন রোগ নয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটা শুধুমাত্র মানুষের সৌন্দর্যকে নষ্ট করে  দেয়।

মেছতা কেন হয়

 মেছতা বা প্লাজমা  হওয়ার প্রধান কারণ হলো সূর্যরশ্মি। অতিরিক্ত বা অধিক সময় সূর্যের আলোতে গেলে মানুষের  ত্বক পুড়ে যায়।  সাধারণত তিনটি কারণে ছেলে বা মেয়েদের মুখের মেছতা হয়। আসুন জেনে নেই কি কারনে হয়ঃ

১।  অতিরিক্ত সূর্যের আলোক রশ্মির প্রভাব এর ফলে।

২। জন্মনিয়ন্ত্রণ পিল খেলে।

৩। সন্তান প্রসবের পরে।

 তবে একটি কথা জেনে রাখা ভালো যে এটি অনেক সময় জেনেটিক কারণে হয়ে থাকে। যদি কখনো কোন মায়ের মুখে মেছতা থাকে তাহলে তা মাঝে মাঝে সন্তানের বাপ ছেলে মেয়ের মুখে এটি হবার সম্ভাবনা বেশি থাকে।

মেছতা দূর করার উপায়

মেছতা এমন একটি সমস্যা যা ত্বকের সৌন্দর্যকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে গেলে মানুষের চিন্তার শেষ থাকে না। তাই ছেলে বা মেয়েদের মুখের মেছতা দূর করার উপায় খুঁজে থাকেন বিভিন্নভাবে। কেউ কেউ আবার অনলাইনে সার্চ দিয়ে অথবা কেউ কেউ আবার ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন।। তবে মুখের মেছতা দূর করার উপায় হিসেবে দুই ধরনের উপায় বেশি পাওয়া  যায়। তা হলঃ

১। প্রাকৃতিক উপায় মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি

২।  মুখের মেছতা দূর করার ক্রিম ব্যবহার করে মেছতা দূর করা যায়।

 তাহলে আসুন আমরা ধাপে ধাপে এ বিষয়ে বিস্তারিত ভাবে জানি কিভাবে প্রাকৃতিক উপায়ে মেছতা দূর করা যায় এবং মুখের মেছতা দূর করার ক্রিমের নাম সমুহ ও ব্যবহার জানব। তাহলে দেরি না করে আসুন শুরু করা যাক।

ছেলে বা মেয়েদের মুখের মেছতার দাগ দূর করার প্রাকৃতিক উপায়

মেছতার সমস্যা এমন একটি সমস্যা যা ছেলে মেয়ে উভয়েরই হয়। এটা জেনেটিক্স কোন সমস্যা না বিধায় ছেলে মেয়ে উভয়েই হয়ে থাকে। তাই চিকিৎসা পদ্ধতিও প্রায় একি। তাই আপনি ছেলে বা মেয়ে হন এটা কোন বিষয় না আপনি যদি নিস্তার সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পোস্টটি আপনি পড়তে পারেন। কারণ এখানে ছেলে বা মেয়েদের মুখের মেছতা দাগ দূর করার প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করা  হয়েছে। আর প্রাকৃতিক উপায়ে মেছতা দূর করার পদ্ধতিটি হলো এমন একটি পদ্ধতি যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি মূলত বিভিন্ন ধরনের ফল গাছ গাছালি ব্যবহার হওয়ার কারণে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া  নেই। তাই আসুন জেনে নেই ছেলে বা মেয়েদের মুখের মেছতা দাগ দূর করার প্রাকৃতিক উপায় সমূহ।

১। প্রাকৃতিক উপায়ে মেছতা দাগ দূর করার  মহা ঔষধ হল  লেবু। লেবুতে সাইট্রিক এসিড থাকে যার ফলে এটা ব্লিচিং এর মত কাজ করে।  ত্বকে হালকা লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ফেসওয়াশ দিয়ে মুখে বলতে পারেন। এভাবে নিয়মিত কিছুদিন করলে মুখের মেছতা অনেকটাই কমে যায়।

২। অ্যালোভেরা মেছতা চিকিৎসা খুবই উপকারী। এক্ষেত্রে আপনি অ্যালোভেরা  গাছ থেকে একটা পাতা কেটে নিয়ে তার জাল গুলা ত্বকে লাগাতে পারেন অথবা অ্যালোভেরা জেল বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন।

৩। আলুর রস লাগাতে পারেন। এজন্য আপনাকে একটি আলু কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে এর সাথে কিছু অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললে ভালো উপকার পাওয়া  যায়।

৪। লেবুর রসের সাথে সামান্য ভিনেগার মিশিয়ে ত্বকে লাগাতে পারেন এতে উপকার পেতে পারেন।

৫। কমলালেবুর খোসা ব্লেন্ড করে হালকা একটু মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে পারেন। এটি ও মেছতা দূর ভালো কাজ  করে।

মেয়ে বা ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিম

গ্রিক শব্দ মেলাজ থেকে মেলাসমা শব্দের উৎপত্তি যার অর্থ কালো। মূলত মেলাজমা এর উপস্থিতি। ছেলে বা মেয়ে যে কারো হতে  পারে। সাধারণত কোন রকমের প্রতিরক্ষা ছাড়া সূর্যের আলোতে বেশি গেলে এই মেলাজমা এর উৎপত্তি হয় বেশি। আর এটি হয় সাধারণত ত্বকের যে অংশে সূর্যরশ্মি বেশি  পরে। সাধারণত মুখের ওপর গালে নাকে কিংবা কপালে সূর্য রশ্মি বেশি পড়ায় এখানে এর উপস্থিতি হয় বেশি। তাই মূলত নাকে বা গালে মেছতা দেখা দেয়  বেশি। আসুন জেনে নেয়া যাক মেয়ে ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিমের নাম সমূহ।

মেলাকেয়ার বা MelaCare

মেয়ে বা ছেলেদের মুখের মেছতা দাগ দূর করার ক্রিমের মধ্যে সর্বাধিক বেশি জনপ্রিয় ও কার্যকরী ক্রিমের নাম হল মেলাকেয়ার। এটি মূলত ভারতীয় প্রোডাক্ট। অজন্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি  প্রডাক্ট। এটি কিনতে বাংলাদেশের যেকোনো কসমেটিক দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই পাওয়া যেতে পারে। দাম মূলত এলাকাভেদে 250 থেকে 300 টাকা হতে  পারে। এই ক্রিমটি মূলত রাতে ব্যবহার করতে হয় ঘুমানোর আগে। এটি ব্যবহার করে সূর্যের আলোতে যাওয়া যাবে না। তাহলে ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে।

বেটা ভেট এন বা Betavet-N

মেয়েরা ছেলেদের মুখের মেছতা দূর করার জন্য এই ক্রিমটি বেশ কার্যকরী। এটি মূলত একটি ঔষধ। তবে মেছতা দূরীকরণে এটি ব্যবহার হয়ে থাকে। 10 গ্রাম ওজনের এই ক্রিমটি মেছতা চিকিৎসায় দারুন ভাবে কাজ করে  আসছে। মূলত সকল মেছতা ক্রিম রাতে ব্যবহার করার নিয়ম। তাই এই ক্রিমটি রাতে ব্যবহার করতে  হবে।

হাইড্রো বা Hydroo 2%

হাইড্রো এমন একটি মেছতা ক্রিম যা মূলত অধিকাংশ ডাক্তার মেস্তা চিকিৎসার জন্য সাজেস্ট করে থাকে। এটি খুবই উপকারী কার্যকরে ক্রিম। এই ক্রিমটি ব্যবহার করলে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে মেস্তা অনেকাংশেই কমে যায়।

শেষ কথা

 আজকের পোস্টটি তা মূলত মেছতা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যারা মেছতা সমস্যায় ভুগছেন আশা করছি আজকের পোস্টটি তাদের জন্য খুবই কার্যকরী হবে। পোস্টটিতে ছেলে বা মেয়েদের মুখে মেছতা কেন হয়, মেছতা হলে করনীয় কি, ঘরোয়া পদ্ধতিতে মেছতার  চিকিৎসা, চিকিৎসার পরামর্শ ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছি।  পোস্টটিতে দেয়া সকল তথ্য ইন্টারনেটে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করা। তাই পোস্টটিতে কোন রকমের ভুল থাকতে পারে এবং তা মার্জনীয়। তারপরও যদি কোন মন্তব্য বা  ভুল থাকে আশা করি কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না।  ধন্যবাদ সবাইকে।

Leave a Comment