নগদ কাস্টমার কেয়ার নাম্বার, ব্রাঞ্চ লোকেশন ও ঠিকানা সমূহ

Table of Contents

মোবাইল ব্যাংকিং নগদ কাস্টমার কেয়ার নাম্বার লোকেশন ঠিকানা এবং হেল্পলাইন নাম্বার। আপনি যদি একজন নগদ ব্যবহারকারী হন তাহলে আপনার অবশ্যই নগদ কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন পড়বে। কেননা নগদ একাউন্ট জনিত যেকোনো ধরনের তথ্য পেতে নগদ কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন। হেড অফিসের সাথে যোগাযোগ করতে অথবা আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে প্রয়োজন নগদ কাস্টমার কেয়ার নাম্বার।

ডিজিটাল যুগের বর্তমান সময়ে নগদ মোবাইল ব্যাংকিং এ শীর্ষে।এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমান বাংলাদেশের এটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে মূলত সহজ লেনদেন ও স্বল্প খরচের কারণে। দিন দিন এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজন পড়তেছে গ্রাহক সেবার মানোন্নয়ন করতে। এজন্য দেশের বিভিন্ন স্থানে নগদ কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কাস্টমার কেয়ার সমূহে যোগাযোগ করে আপনি আপনার নগদ একাউন্ট জনিত সমস্যা লেনদেন বিষয়াদি সম্পর্কে তথ্য নিতে পারেন।

নগদ কাস্টমার কেয়ার হেড অফিস

আপনি যদি নগদ কাস্টমার কেয়ার এর হেড অফিস ভিজিট করতে চান। অথবা নগদ এর হেড অফিসের সাথে যোগাযোগ করতে চান। তাহলে অবশ্যই আপনাকে হেড অফিসের ঠিকানা বরাবর যোগাযোগ করতে হবে। অথবা যদি কোনো অভিযোগ করতে চান তাহলে নিন্মক্ত ঠিকানায় যোগাযোগ করতে হবে।

নগদ এর হেড অফিসের ঠিকানা – ডেল্টা ডালিয়া টাওয়ার (লেভেল 13 এবং 14), 36 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ধাকা-১২১৩ ।

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

অনেকেই মোবাইল ব্যাংকিং নগদ এর হেল্পলাইন নাম্বার খুঁজে থাকেন। গুগলে সার্চ করে অনেক সময় সঠিক নাম্বারটি আপনারা পান না। তাই আমি আপনাদের জন্য নগদ হেল্পলাইন নাম্বার বা নগদ কাস্টমার কেয়ার নাম্বার টি এখানে উল্লেখ করে দিচ্ছি। আপনি চাইলে নিচের নাম্বারটি সংগ্রহে রাখতে পারেন। যাতে করে নগদ কাস্টমার কেয়ারে কল করে আপনি আপনার নগদ একাউন্ট সম্মিলিত যেকোনো ধরনের সমস্যা সমাধানে কথা বলতে পারেন। সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য আপনি নিচের নাম্বারটি ব্যবহার করতে পারেন।

নগদ হেল্প লাইন নাম্বার টি হল ০৯৬ ০৯৬ ১৬১৬৭ অথবা ১৬১৬৭

আপনি উপরের দুইটি নাম্বারে কথা বলে আপনার সমস্যা জানাতে পারেন। উক্ত নাম্বারটিতে দিন রাত 24 ঘন্টা সপ্তাহে সাত দিন যে কোন সময় কথা বলতে পারবেন। বাংলাদেশের যেকোনো অপারেটর সিম থেকে আপনি কল করতে পারবেন।

মোবাইল ব্যাংকিং নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনি যদি একজন নগদ এর গ্রাহক হোন তাহলে অবশ্যই আপনার একটি নগদ একাউন্ট রয়েছে। আর আপনি স্মার্টফোন ব্যবহারকারী হলে অ্যাপের মাধ্যমে আপনার নগদ একাউন্টে পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনার যদি স্মার্ট ফোন না থাকে সেক্ষেত্রে বাটন ফোন দিয়েও আপনি আপনার মোবাইলটি দিয়ে নগদ একাউন্ট চেক করতে পারবেন। নির্দিষ্ট একটি নাম্বার ডায়াল করে আপনি আপনার নগদ একাউন্টে চেক করতে পারবেন।

নগদ একাউন্ট চেক নাম্বার হলো *১৬৭#

মোবাইল ব্যাংকিং নগদ একাউন্ট চেক নম্বর

আপনার নগদ একাউন্ট দেখার জন্য এবং পরিচালনা করার জন্য নগদ একাউন্ট চেক নাম্বারটি ডায়াল করতে হবে। নগদ একাউন্ট নাম্বার চেক করার জন্য ডায়াল করতে হবে*১৬৭#। পরবর্তীতে আপনার মোবাইলের স্ক্রিনে কিছু অপশন দেখা যাবে অপশনগুলো যথাক্রমে নিচে উল্লেখ করা হলো।
১)ক্যাশ আউট
২)সেন্ড মানি
৩)মোবাইল রিচার্জ
৪)পেমেন্ট
৫)বিল পে
৬)ই এম আই পেমেন্ট
৭)মাই নগদ
৮)পিন রিকোয়েস্ট
আপনি আপেল উক্ত অপশন গুলা দিয়ে আপনার নগদ একাউন্ট সম্মিলিত যাবতীয় কাজ করতে পারবেন।

মোবাইল ব্যাংকিং নগদ এর কাস্টমার কেয়ার নাম্বার

আপনি কি জানেন নগদ কাস্টমার কেয়ার নাম্বার কেন প্রয়োজন? আপনি যদি একজন নগদ ব্যবহারকারী হন হতে পারে সেটা এজেন্ট ব্যাংকিং। অথবা আপনি একজন সাধারণ গ্রাহক। তারপরও আপনার নগদ কাস্টমার কেয়ার নাম্বার টি প্রয়োজন পড়বে। কারণ আপনার নগদ একাউন্ট জনিত যেকোনো ধরনের সমস্যা হতেই পারে। যেমন ধরেন আপনার একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার বা সেন্ড মানি করতে পারছেন না। কিংবা মোবাইল রিচার্জ করতে পারছেন না। অথবা আপনি আপনার নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। আপনার এসব সমস্যা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে তা নিয়ে পরামর্শ করতে অথবা এসব সমস্যা সমাধান করতে হবে। আর আপনি নগদ কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে কল করে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। আর এসব সমস্যার সমাধানও খুব সহজেই করতে পারবেন। তাই আসুন জেনে নেই মোবাইল ব্যাংকিং এর নগদ কাস্টমার কেয়ার নাম্বার।

কল করুন ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে আর কথা বলুন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে। উক্ত নাম্বারগুলোতে আপনি যেকোনো সময় কল করে আপনার নগদ সম্মিলিত তথ্য পেতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ও ইমেইল এড্রেস ঠিকানা

আপনি কি নগদ কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট করার জন্য লিংক খুঁজছেন? অথবা কোন কমপ্লেইন বাক্স জানানোর জন্য ইমেইল এড্রেস খুঁজছেন? কিংবা আপনি কি ফেসবুকে নগদ পেজে তাদের সাথে সরাসরি চ্যাটিং করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে আপনি নিচের লিংকগুলো মনোযোগ দিয়ে দেখুন। আমরা নিচে নগদ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ইমেইল এড্রেস সহ ফেসবুক পেজ এর লিংক সমূহ শেয়ার করতে যাচ্ছি।

অফিশিয়াল ফেইসবুক পেজ লিংক দেওয়া হল: https://www.facebook.com/MyNagad
ই-মেইল ঠিকানা – info@nagad.com.bd

নগদ কাস্টমার কেয়ার নাম্বার লোকেশন ও ব্রাঞ্চের ঠিকানা সমূহ

আপনি যদি সরাসরি নগদ কাস্টমার কেয়ারের যেতে চান। ঠিকানা জানা থাকলে খুব সহজেই সেখানে যেতে পারবেন। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। বাংলাদেশ ডাক বিভাগ এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং হিসেবে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশের সকল জেলায় নগদ কাস্টমার কেয়ার রয়েছে। আসুন এক নজরে বাংলাদেশের সকল জেলার নগদ কাস্টমার কেয়ার এর ব্রাঞ্চ গুলোর ঠিকানা সমূহ জেনে নেই।

নগদ কাস্টমার কেয়ার টাংগাইল

টাঙ্গাইল জেলার সকল নগদ কাস্টমার কেয়ারে যাওয়ার ঠিকানা নিচে উল্লেখ করা হলঃ
১) বোরো কালী বাড়ি রোড, হোল্ডিং নং 317, প্রথম তলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ।
২) দারুশ সালাম পেট্রোল পাম্প ১ স্ট ফ্লোর, কোয়াপাড়া, ধনবাড়ী, টাঙ্গাইল।
৩) পেট ভবন, floor য় তলা, বোয়ালী মাদ্রাসা রোড, আট পুকুর পার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
৪) শওকত শিকদার ভিলা-নাগাদ অফিস, মহিলা কলেজ, উত্তরা মুড়, উপজেলা: সখিপুর, জেলা: টাঙ্গাইল।

নগদ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ

মোবাইল ব্যাংকিং নারায়ণগঞ্জ নগদ এর কাস্টমার কেয়ার এর ঠিকানা গুলো দেখুন।
১)ব্র্যাক ব্যাংক বিল্ডিং, আলম শাহের বাড়ি, 7 নং কাউন্সিলর অফিসের পাশে (এনসিসি), আদমজি ইপিজেড এরিয়া, কদমতলী পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ -1430।
২)খালেক মন্ডল প্লাজা, ২ য় তলা, শিপাহিপাড়া, মুন্সিগঞ্জ।
৩) সাত্তার টাওয়ার, ৫০ এসএম মালেহ রোড, তানবাজার, নারায়ণগঞ্জ -১00০০।
৪)রফিজ উদ্দিন কমপ্লেক্স (২ য় তলা), মুড়াপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ- ১64।
৫)মোল্লা টাওয়ার (গ্র। ফ্লোর), ১ নং রোড, বারি মোজলিশ, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ – 1440।

নগদ কাস্টমার কেয়ার রাজশাহী

রাজশাহী নগদ কাস্টমার কেয়ার এর ঠিকানা গুলো দেখে নিন।
১)আমাজিন,, এইচ -২5৫, বাড়ির নাম-সরনালী, তালাইমারী, কাজলা, বোয়ালিয়া, জেলা-রাজশাহী।
২)বাড়ি, H: 38, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী ।

নগদ কাস্টমার কেয়ার যশোর

যশোর নগদ কাস্টমার কেয়ার এর ঠিকানা গুলো জেনে নিন।
১) এম এম আলী রোড (২ য় তলা) ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় লেন, যশোর সদর, যশোর ।
২)মাইক্রোসফট. সুমন বিল্ডার্স, 19, এমএম আলী রোড, যশোর সদর, যশোর ।

নগদ  কাস্টমার কেয়ার খুলনা

খুলনা কাস্টমার কেয়ারের ঠিকানা গুলো জেনে নিন।

১)আনার বাগ, Municipal পৌর ট্যাংক রোড, খুলনা ।
২)B০ বিআইডিসি রোড, প্লট ,০, ব্লক-বি, বিসমিল্লাহ ভোবন, খালিশপুর, খুলনা ।
৩)38/কা, ইব্রাহিম মিয়া রোড, শিববাড়ী মোড়, খুলনা।

নগদ  কাস্টমার কেয়ার সাতক্ষীরা

সাতক্ষীরা নগদ কাস্টমার কেয়ার এর ঠিকানাঃ
জাহিদ ট্রেডিং, রাজ্জাক পার্কের পানির ট্যাঙ্কের সামনে, ২ য় তলা, সাতক্ষীরা সদর সাতক্ষীরা।

নগদ  কাস্টমার কেয়ার বগুড়া

১)আজাদ পাম্প, গোহাইল রোড, সূত্রাপুর, বগুড়া ।
২)বগুড়া দ্রুত যোগাযোগ, হোল্ডিং নং: 203 (২ য় তলা), গোহাইল রোড, সূত্রাপুর, বগুড়া সদর, বগুড়া।

নগদ কাস্টমার কেয়ার গাজীপুর

মোবাইল ব্যাংকিং গাজীপুরের নগদ কাস্টমার কেয়ার এর ঠিকানা সমূহ জেনে নিন।
১)বাগদাদ তানজিয়া টাওয়ার, 7th ম তলা, আউটপাড়া, টাঙ্গিয়াল রোড, গাজীপুর সদর, গাজীপুর।
২)টোকিও টাওয়ার, লেভেল -3, ইস্ট কোলেমোসর, বোর্ড বাজার, গাজীপুর।
৩)সালাম ম্যানসন (২ য় তলা), বাড়ি # K-286, B রোড, বাসস্ট্যান্ড রোড, জয়দেবপুর, গাজীপুর।
৪)রনু সুপার মার্কেট কোনাবাড়ী, গাজীপুর সদর, গাজীপুর
৫)ওসিস ভবন, পল্লী বিদ্দুত, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
৬)এস কে মান্নান টাওয়ার, লেভেল # 3, চরাগ আলী (বাস স্ট্যান্ড), টঙ্গী, গাজীপুর,
৭) হামিদা কমপ্লেক্স তৃতীয় তলা, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।

নগদ কাস্টমার কেয়ার বরিশাল

মোবাইল ব্যাংকিং নগদ কাস্টমার কেয়ার বরিশাল এর ঠিকানা হলঃ
১)জি টু কনসোর্টিয়াম, নিরালা, আগুরপুর রোড, ১ ম তলা, বরিশাল -8200, যোগাযোগ: 01715576200।
২)রোকেয়া হাউস, উত্তর বিজয়পুর, গৌরনদী, বরিশাল।

নগদ কাস্টমার কেয়ার চট্টগ্রাম

১) নগদ চট্টগ্রাম কাস্টমার কেয়ার এর ঠিকানা – আলো শপিং কমপ্লেক্স, বি ব্লক, দ্বিতীয় তলা, মেইন রোড, টেকনাফ কক্সবাজার।
২) সোমিটি মার্কেট ২ য় তলা, ইউসিবি ব্যাংকের পাশে), চকোরিয়া, কক্সবাজার।

নগদ কাস্টমার কেয়ার রংপুর

নগদের রংপুর কাস্টমার কেয়ারের ঠিকানা হলঃ
১)বাড়ি # 340, রোড # 01,1 তলা, মুলতোল পুকুর পার, রংপুর সদর, রংপুর।
২)বাড়ি- আশ্রয়, বাড়ি নং- 69, সেনপাড়া, রংপুর সদর, রংপুর।

নগদ কাস্টমার কেয়ার ময়মনসিংহ

ময়মনসিং নগদ মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ারের ঠিকানা হলঃ
১) 38 জিলা স্কুল রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ -২২০০।
২)ডিএন হাউস, ব্লক-ডি, হোল্ডিং:,, ওয়ার্ড:,, প্রশিকার মোড়, ভালুকা পৌরোশোভা, ময়মনসিংহ -২২40০।
৩)নবাব আলী মার্কেট, মহিলাকান্দা, শ্যামগঞ্জ, গৌরীপুর, ময়মনসিংহ।
৪)প্রশান্ত-নির, হালুয়াঘাট রোড, পুরাতন সহিদ মিনারের কাছে, ফুলপুর, ময়মনসিংহ।

নগদ কাস্টমার কেয়ার দিনাজপুর

দিনাজপুর নগদ কাস্টমার কেয়ারে যাওয়ার জন্য আপনাকে নিচের ঠিকানা অনুসরন করতে হবেঃ
১)ডন ভিলা (১ ম তলা),মোশান কালী মন্দির রোড, কালিতোলা, দিনাজপুর সদর, দিনাজপুর ।
২)আবদুল জলিল সুপার মার্কেট (১ ম তলা), 30০ সি এন্ড বি রোড, গোলাপবাগ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। (দিনাজপুর ও গাইবান্ধা মিলিয়ে)

পরিশেষে

আজকের পোস্ট টিতে আমরা দেশের সেরা মোবাইল ব্যাংকিং নগদ কাস্টমার কেয়ার নাম্বার নিয়ে আলোচনা করেছি। এর সাথে নগদের হেড অফিসের ঠিকানা ও হেল্প লাইন বা কল সেন্টার নাম্বার নিয়েও আলোচনা করেছি। নগদ একাউন্ট চেক নাম্বার সহ লাইভ চ্যাট করার উপায় বলে দিয়েছি। আশা করছি আজকের পোস্ট টি আপনাদের ভাল লাগবে। এই পোস্ট টি চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। অথবা ফেসবুকে শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব তা জানতে পারবে। এই পোস্ট এর কিছু না বুঝলে বা কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

3 thoughts on “নগদ কাস্টমার কেয়ার নাম্বার, ব্রাঞ্চ লোকেশন ও ঠিকানা সমূহ”

Leave a Comment