এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত আবেদনের সকল তথ্য

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে ২১ ডিসেম্বর ২০২২ তারিখ। ntrca গণবিজ্ঞপ্তি ২০২২ আবেদন করা যাবে 29 ডিসেম্বর 2022 সাল থেকে ২৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত। এই গণবিজ্ঞপ্তির মোট পদ সংখ্যা ৬৮,৩৯০টি। গণবিজ্ঞপ্তি ntrca ২০২২ এ  স্কুল কলেজের এমপিও পদে ৩১,৫০৮ টি। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠান এমপিও ৩৬,৮৮২ টি পদ রয়েছে। আবেদন করা যাবে http://ntrca.teletalk.com.bd/ এ অনলাইনের  ই-ফরম এর মাধ্যমে।

এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২২ এক নজরে

পদের নামঃ MPO মুক্ত বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পদ

 পদের সংখ্যাঃ স্কুল ও কলেজ – ৩১,৫০৮ টি, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠান এমপিও ৩৬,৮৮২ টি(মোট পদ সংখ্যা ৬৮,৩৯০টি)

 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর ২০২২

 আবেদনের তারিখঃ ২৯ ডিসেম্বর ২০২২ থেকে ২৯  জানুয়ারি ২০২৩।

আবেদন ফিঃ ১০০০ টাকা

বিজ্ঞপ্তি প্রকাশের ওয়েবসাইটঃ https://www.ntrca.gov.bd

 আবেদন করার লিংকঃ http://ntrca.teletalk.com.bd/

পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষঃ  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( NTRCA)

চতুর্থ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হল জানুন

আপনারা অনেকেই জানতে চান চতুর্থ গণবিজ্ঞপ্তি কবে। আপনাদের জন্য একটি বিশাল সুখবর হচ্ছে ইতোমধ্যেই এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া  যাবে। ntrca ৪র্থ গণবিজ্ঞপ্তি টি ntrca  নিজস্ব ওয়েবসাইটে আগামী 29 ডিসেম্বর 2022 তারিখে প্রকাশিত হবে। এবং ওই দিন বেলা বারোটা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে।

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ আবেদনের যোগ্যতা

NTRCA কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ প্রকাশের তারিখ ঘোষণা করেছেন।  চলতি মাসের 29 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। গণবিজ্ঞপ্তি ntrca ২০২২ আবেদন করার যোগ্যতা সমূহ নিচে প্রকাশ করা হল।

আবেদনকারীর বয়স  ২৫ মার্চ ২০২০ এ ৩৫ বছর বা তার কম হতে হবে।

ntrca ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার নিয়ম

আপনাদের বহুল প্রতীক্ষিত ntrca ৪র্থ গণবিজ্ঞপ্তি  ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন এই গণবিজ্ঞপ্তি তে  কিভাবে আবেদন করতে হবে। প্রচলন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি  এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন করার নিয়ম। আবেদন করার জন্য আপনাকে http://ntrca.teletalk.com.bd  সাইটে প্রবেশ করতে হবে। এরপর একটি ই ফর্ম পাবেন। উক্ত ই ফরম এ আপনার যাবতীয়  তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর  উক্ত ফর্ম টি উপরে দেয়া লিংকের  এর ওয়েবসাইটে সাবমিট করতে হবে।

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২
  • ভিজিট www.ngi.teletalk.com.bd
  • আবেদন অপশন এ ক্লিক করুন।
  • আবেদন ফর্ম সঠিক তথ্য দিয়ে পুরন করুন।
  • আবেদন ফর্ম টি সাবমিট করুন।

গণবিজ্ঞপ্তি ntrca ২০২২ পেমেন্ট করার নিয়ম

আবেদনপত্রটির সাবমিট করার পরে আরো কিছু কাজ  সম্পাদন করতে হয় আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন ফরম পূরণ করার পরে পেমেন্ট করতে হবে। গণবিজ্ঞপ্তি ntrca ২০২২ পেমেন্ট করার নিয়ম দেখে নিন।

আবেদনপত্র সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে। এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আবেদন সম্পন্ন করতে দুইটি এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। 

প্রথম এসএমএস

NGI <Space> Application ID and Send To 16222 Number

 উদাহরণঃ  NGI 12345678 Send To 16222 Number 

এরপর ফিরতি এসএমএস হিসাবে আপনার ফোনে একটি পিন সহ এসএমএস আসবে। উক্ত পিন টি ইয়েস অপশন এর মাধ্যমে সেন্ট করতে হবে।

 দ্বিতীয় এসএমএস

NGI <Space> YES <Space> PIN Number and Send To 16222 Number

উদাহরণঃ NGI YES KF4T123  and Send To 16222 Number

এই প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য এসএমএস চার্জ সহ আবেদন চার্জ কাটা হবে। এসএমএস সেন্ড করার পূর্বে অবশ্যই আপনার ফোনের ব্যালেন্স চেক করে নিবেন।

পরিশেষে

আজকের পোস্টটিতে আমরা এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ নিয়ে আলোচনা করেছি। সেই সাথে চতুর্থ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হল তা বলে দিয়েছি। 

ntrca ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার নিয়ম ও যোগ্যতা নিয়েও আলোচনা করেছি বিস্তারিত ভাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment