টাংগাইল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড আপডেট ২০২৩

টাংগাইল জেলার পোস্ট কোড ও এরিয়া কোডঃ Tangail district post code. সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টাঙ্গাইল জেলার পোস্ট কোড নিয়ে। অনেকেই ইন্টারনেটে টাঙ্গাইল পোস্ট কোড ও এরিয়া কোড খুঁজে থাকেন। অনেক সময় সঠিক তথ্য পান না। অথবা টাঙ্গাইল জেলার সকল পোস্ট অফিসের কোড ও এরিয়া নাম্বার পাওয়া যায় না। তাই আমি আপনাদের জন্য সারা টাঙ্গাইল জেলার সবগুলো পোস্ট অফিস এর এরিয়া কোড ও পোস্ট কোড গুলো শেয়ার করছি। পুরো পোস্টটি পড়ে লিস্ট থেকে আপনার প্রয়োজনীয় পোস্টাল কোড দেখে নিন।

পোস্ট কোড কি

অনেকেই জানেন না পোস্ট কোড কি? মুলত পোস্ট কোড বা এরিয়া কোড হলো পোস্ট অফিসকে চিহ্নিত করার একটা সংখ্যা বা নাম্বার। পোস্ট কোড বা এরিয়া কোডকে ডাক সংকেত ও বলা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায়  চিঠিপত্র বা তথ্য আদান প্রদানে পোস্ট অফিস ব্যবহার করা হয়। প্রতিটি থানা বা উপজেলায় কয়েকটি ডাকঘর বা পোস্ট অফিস থাকে। এ সকল ডাকঘর বা পোস্ট অফিস মূলত চিঠিপত্র ও অন্যান্য তথ্য দিয়ে আদান প্রদান  করে। উপজেলা পর্যায়ের পোস্ট অফিস  গুলোকে একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়। এসব নাম্বার ই হলো ডাক সংকেত বা পোস্ট কোড। টাংগাইল জেলার পোস্ট কোড জানতে আরও নিচে পড়ুন।

পোস্ট কোড কিভাবে বের করব

এবার আসি  এসব পোস্ট কোড কিভাবে বের করব? ইন্টারনেটে সার্চ দিলে আপনি পোস্ট কোড ও এরিয়া কোড পেয়ে যাবেন। অনেক সময় সবগুল তথ্য ঠিক মত না ও পেতে পারেন। তবে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট অফিস এর কোড সম্পর্কে বিস্তারিত লেখালেখি করি। আপনি যদি টাঙ্গাইল জেলার পোস্ট কোড পেতে চান। কিংবা অন্যান্য জেলার পোস্ট কোড চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে বাংলাদেশের সকল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড পাবেন।

টাঙ্গাইল জেলার পোস্ট অফিস

মূলত প্রতিটি জেলার থানা বা উপজেলা পর্যায়ে পোস্ট অফিস রয়েছে। জেলাভিত্তিক ভাবে পোস্ট অফিসের একটি হেড অফিস রয়েছে। টাঙ্গাইল জেলার হেড পোস্ট অফিস টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত। টাঙ্গাইল জেলার পোস্ট অফিস সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে। তাই আপনি যদি পোস্ট অফিসে যেতে চান কিংবা কোন কাজ করতে চান তাহলে অফিস টাইমে যাবেন।

বাংলাদেশের সকল পোস্ট অফিস ডাক বিভাগের নিয়ন্ত্রণাধীন। পোস্ট অফিসের মাধ্যমে ডাক বিভাগ নগদ অনলাইন ব্যাংকিং সেবা দিয়ে থাকে।

টাংগাইল জেলার পোস্ট কোড

বর্তমান বাংলাদেশের সকল সরকারি চাকরির চিঠি লেনদেন হয় পোস্ট অফিসের মাধ্যমে। তাছাড়া অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল কিছু সেবা প্রদান করা হয় পোস্ট অফিসের মাধ্যমে। আর এসব কাজগুলো সম্পাদনের জন্য প্রয়োজন হয় পোস্ট কোড ও এরিয়া  কোড। আপনি যদি টাংগাইল জেলার পোস্ট কোড খুঁজে থাকেন তাহলে নিচে দেখে নিন। আমরা টাঙ্গাইল জেলার সকল উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড তুলে ধরছি।

জেলাথানাউপকার্যালয়পোস্ট কোড (ডাক সংকেত)
টাঙ্গাইলটাঙ্গাইল সদরকাগমারি১৯০১
টাঙ্গাইলটাঙ্গাইল সদরকরোতিয়া১৯০৩
টাঙ্গাইলটাঙ্গাইল সদরপুড়াবাড়ি১৯০৪
টাঙ্গাইলটাঙ্গাইল সদরসন্তোষ১৯০২
টাঙ্গাইলটাঙ্গাইল সদরটাঙ্গাইল সদর১৯০০
টাঙ্গাইলমির্জাপুরগড়াই১৯৪১
টাঙ্গাইলমির্জাপুরজারমুকি১৯৪৪
টাঙ্গাইলমির্জাপুরএম.সি. কলেজ১৯৪২
টাঙ্গাইলমির্জাপুরমির্জাপুর১৯৪০
টাঙ্গাইলমির্জাপুরমহেরা১৯৪৫
টাঙ্গাইলমির্জাপুরওয়ারী পাইকপাড়া১৯৪৩
টাঙ্গাইলনাগরপুরধুবুরিয়া১৯৩৭
টাঙ্গাইলনাগরপুরনাগরপুর১৯৩৬
টাঙ্গাইলনাগরপুরসলিমাবাদ১৯৩৮
টাঙ্গাইলকালিহাতীবাল্লাবাজার১৯৭৩
টাঙ্গাইলকালিহাতীইলিংগা১৯৭৪
টাঙ্গাইলকালিহাতীকালিহাতী১৯৭০
টাঙ্গাইলকালিহাতীনগরবাড়ী১৯৭৭
টাঙ্গাইলকালিহাতীনগরবাড়ী তাই১৯৭৬
টাঙ্গাইলকালিহাতীনাগবাড়ি১৯৭২
টাঙ্গাইলকালিহাতীপালিশা১৯৭৫
টাঙ্গাইলকালিহাতীরাজাফাইর১৯৭১
টাঙ্গাইলকাশকাওলিয়াকাশকাওলিয়া১৯৩০
টাঙ্গাইলভূঞাপুরভূঞাপুর১৯৬০
টাঙ্গাইলদেলদুয়ারদেলদুয়ার১৯১০
টাঙ্গাইলদেলদুয়ারইলাসিন১৯১৩
টাঙ্গাইলদেলদুয়ারহিংগা নগর১৯১৪
টাঙ্গাইলদেলদুয়ারজাঙ্গালিয়া১৯১১
টাঙ্গাইলদেলদুয়ারলউহাটি১৯১৫
টাঙ্গাইলদেলদুয়ারপাঠারাইল১৯১২
টাঙ্গাইলবাসাইলবাসাইল১৯২০
টাঙ্গাইলগোপালপুরগোপালপুর১৯৯০
টাঙ্গাইলগোপালপুরহেমনগর১৯৯২
টাঙ্গাইলগোপালপুরঝোওয়াইল১৯৯১
টাঙ্গাইলগোপালপুরচাতুতিয়া১৯৯১
টাঙ্গাইলমধুপুরধবাড়ি১৯৯৭
টাঙ্গাইলমধুপুরমধুপুর১৯৯৬
টাঙ্গাইলসখীপুরকচুয়া১৯৫১
টাঙ্গাইলসখীপুরসখীপুর১৯৫০
টাঙ্গাইলঘাটাইলডি পাকুটিয়া১৯৮২
টাঙ্গাইলঘাটাইলধলাপাড়া১৯৮৩
টাঙ্গাইলঘাটাইলঘাটাইল১৯৮০
টাঙ্গাইলঘাটাইললোহানী১৯৮৪
টাঙ্গাইলঘাটাইলজাহিদগঞ্জ১৯৮১

টাঙ্গাইল জেলার এরিয়া কোড

টাংগাইল জেলার পোস্ট কোড এর পাশাপাশি টাঙ্গাইল জেলার এরিয়া কোড ও গুরুত্বপূর্ণ। কেননা অনেক দাফতরিক কাজে এরিয়া কোড প্রয়োজন পড়ে। উপজেলা পর্যায়ে আপনি টাঙ্গাইল জেলার এরিয়া কোড ব্যাবহার করতে পারবেন। ডাকঘর পোস্ট কোড বা পোস্টাল কোডের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হয়ে থাকে। এজন্য এরিয়া কোড জানা থাকা আবশ্যক। নিচে টাঙ্গাইল জেলার এরিয়া কোড তুলে ধরা হলো।

টাঙ্গাইল উপজেলার এরিয়া কোড ৯৫

টাঙ্গাইল উপজেলার পোষ্ট কোড ১৯০০

অন্যান্য উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড ইতোমধ্যে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে সেখান থেকে টাঙ্গাইল জেলার এরিয়া কোড দেখে নিতে পারেন।

দিনাজপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড জেনে নিন

টাঙ্গাইল জেলার সকল উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড

অনেক সময় অনলাইনে পোস্ট কোড খোজা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ পোস্ট কোড কিংবা ডাকঘর পোস্ট কোড গুলো ঠিক মত পাওয়া জায়না। কেউ কেই আবার পোস্ট অফিসে চিঠি পাঠানোর নিয়ম জানেন না। পোস্ট কোড নম্বর ব্যাবহার করে চিঠি বা পার্সেল পাঠানো হয়ে থাকে। টাঙ্গাইল জেলার যে কোন উপজেলা থেকে চিঠি বা পার্সেল পাঠাতে পারবেন। সেজন্য আপনার নিকটস্থ থানা বা উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড জানতে হবে। আসুন টাঙ্গাইল জেলার সকল উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড গুলো জেনে নিন।

ভুয়াপুর পোস্ট কোড

আপনি যদি ভুয়াপুরের বাসিন্দা হন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ভুয়াপুর পোস্ট কোড  প্রয়োজন পড়বে। তাছাড়া চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রেও এই পোস্ট কোড দরকার।

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার পোস্টাল কোড ১৯৬০

কালিহাতি পোস্ট কোড

কালিহাতি উপজেলায় মোট ৯টি পোস্ট কোড রয়েছে। কালিহাতি পোস্ট কোড বা ডাক সংকেত গুলো দেখে নিন।

  • কালিহাতি বাল্লাবাজার ১৯৭৩
  • কালিহাতী ইলিংগা ১৯৭৪
  • কালিহাতী কালিহাতী ১৯৭০
  • কালিহাতী নগরবাড়ী ১৯৭৭
  • কালিহাতী নগরবাড়ী তাই ১৯৭৬
  • কালিহাতী নাগবাড়ি ১৯৭২
  • কালিহাতী পালিশা ১৯৭৫
  • কালিহাতী রাজাফাইর ১৯৭১
  • কালিহাতি কাশকাওলিয়া ১৯৩০

ঘাটাইল পোস্ট কোড

ঘাটাইল উপজেলায় মোট পাঁচটি পোস্ট কোড রয়েছে।  ঘাটাইল পোস্ট কোড বা ডাক সংকেত গুলো দেখে নিন।

  • ঘাটাইল ডি পাকুটিয়া ১৯৮২
  • ঘাটাইল ধলাপাড়া ১৯৮৩
  • টাঙ্গাইল ঘাটাইল ১৯৮০
  • ঘাটাইল লোহানী ১৯৮৪
  • ঘাটাইল জাহিদগঞ্জ ১৯৮১

 নাগরপুর পোস্ট কোড

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় মোট তিনটি উপ কার্যালয় রয়েছে।  নাগরপুর পোস্ট কোড ও এরিয়া কোড গুলো দেখে নিন।

  • টাঙ্গাইল নাগরপুর ধুবুরিয়া ১৯৩৭
  • টাঙ্গাইল নাগরপুর ১৯৩৬
  • টাঙ্গাইল নাগরপুর সলিমাবাদ ১৯৩৮

বাসাইল পোস্ট কোড

বাসাইল উপজেলায় মাত্র একটি উপ  কার্যালয়ে রয়েছে। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পোস্ট কোড বা ডাক সংকেত দেখে নিন।

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পোস্টাল কোড – ১৯২০

কুমিল্লা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

 সখিপুর উপজেলা পোস্ট কোড

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা পোস্ট কোড বা ডাক সংকেত ২ টি। আপনি সখিপুর থেকে এই ২ টি পোস্টাল কোড ব্যাবহার করে পার্সেল পাথাতে পারবেন। দেখে নিন সখিপুর উপজেলা পোস্ট কোড সমূহ।জ

  • সখীপুর কচুয়া ১৯৫১
  • টাঙ্গাযে সখীপুর ১৯৫০

পরিশেষে

আজকের পোস্টটিতে আমরা টাংগাইল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড নিয়ে আলোচনা করেছি। সেই সাথে টাঙ্গাইল জেলার সকল উপজেলা  বা থানা পর্যায়ের ডাক সংকেত গুলো লিস্ট আকারে তুলে ধরেছি। পোস্ট কোড কি এবং পোস্ট কোড কিভাবে বের করব তা নিয়ে আলোচনা করেছি। আশা করছি আজকের পোস্টটি আপনারা বুঝতে পেরেছেন এবং উপকৃত  হয়েছেন। আজকের আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখুন। টাঙ্গাইল জেলার পোস্ট কোড সম্পর্কিত পোস্টটি ভাল লেগে থাকলে ফেসবুকে শেয়ার  করুন। ধন্যবাদ পুরো পোস্টে মনোযোগ দিয়ে পড়ার জন্য।

1 thought on “টাংগাইল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড আপডেট ২০২৩”

Leave a Comment