Table of Contents
১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসের কবিতা দেখে নিন আজ একটি বিশেষ দিন। আজ ১৪ ই ফেব্রুয়ারী। ভালোবাসা দিবসের কবিতা ছন্দ সহ স্ট্যাটাস দেখে নিন।
আজ ভালবাসা দিবস। আজকের দিন টি প্রিয় মানুষের জন্য বিশেষ দিন। ভালোবাসা দিবসের কবিতা, ছন্দ ও ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভালবাসার বহি প্রকাশ করে থাকে। দিন টাকে বিশেষ করে রাখতেই শেয়ার করা হয় প্রিয় মানুষের সাথে কিছু কবিতা, ছন্দ, গান আর প্রিয় কিছু এসএমএস দিয়ে মন জয় করা হয় প্রিয় মানুষটির। তাই ভালবাসার মানুষ টিকে ভালবাসা দিবসের কবিতা দিয়ে মন জয় করতেই আমাদের আজকের পোস্ট।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
আজ ১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। আজকের এই দিনটা প্রিয়জনের জন্য। তবে ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস যা সর্গ থেকে আসে। এটা হতে পারে আপনার বাবা মায়ের প্রতি ভালোবাসা। হতে পারে আপনার ভাই বন্ধুর প্রতি ভালোবাসা। কিংবা হতে পারে আপনার এই ভালোবাসা টা কোন পোষা প্রানীর প্রতি ভালোবাসা। তবে আজকের ভালোবাসা টা স্পেশাল মানুষের জন্য। মা বাবা ভাই বোনের জন্য ভালবাসার স্পেশাল ত কন দিন লাগেনা। প্রতিদিনি ভালোবাসা বাসা যায়। আজকের দিনটিকে স্পেশাল করে রাখতে স্পেশাল মানুষের জন্য। আপনার স্পেশাল মানুষ কে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে ভুল করবেন না। তাই আপনি আমাদের পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন। আমরা ভালবাসার দিনটি স্পেশাল্করে রাখতে কিছু ভালোবাসা দিবসের কবিতা, ছন্দ ও স্ট্যাটাস নিয়ে হাজির হব।
ভালোবাসা দিবসের কবিতা
আপন মানুষটিকে খুশি করার জন্য মানুষের কত শত চেষ্টা। থেমে নেই প্রিয় মানুষটিকে হাপি করার। তাই আজ কাল অনলাইন এর যুগ হওয়ায় অনেকেই এসএমএস করে প্রিয় মানুশ কে তার মনের কথা শেয়ার করে থাকে। আমরাও আপনাদের জন্য প্রিয় কিছু ভালবাসা দিবসের কবিতা লিখেছি। কবিতা গুলো ভ্যালেন্টাইন দিবসের স্পেশাল মানুষের জন্য স্পেশাল। তাই আপনারা আপনার ভালবাসা দিবসের কবিতা গুলা সংরক্ষন করুন র প্রিয় মানুষের সাথে শেয়ার করুন।
ভ্যালেন্টাইন দিবসের সেরা কবিতা, ফেসবুক স্ট্যাটাস ও ছন্দ ও এসএমএস
অনেকেই ভ্যালেন্টাইন দিবস বা ভালোবাসা দিবসের সেরা কবিতা খুজেন । অনলাইন এ অনেকেই পেয়ে জান। সেগুলা হয়ত খুব বেশি ভাল লাগেনা। তাই আমি আপনাদের জন্য নিজেই লিখেছি কিছু কবিতা। কিছু কথা যা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন। আবার চাইলে আপনি এই সকল ছন্দ গুলা এসএমএস করে মোবাইলেও দিতে পারবেন। তাই আসুন দেরি না করে শুরু করি আমার লেখা পছন্দের সেরা কিছু কবিতা ফেসবুক স্ট্যাটাস ও ছন্দ এসএমএস নিয়ে।
ফাগুনের হাওয়ায় আর ভালবাসার ছোঁয়ায়
বিচ্ছেদের সুর ভুলে
ভালবাসায় ভরে উঠুক প্রতিটি সম্পর্ক
ভালবাসার মানুষ পাশে থাকলে প্রতি টি দিন হয়ে যায়
অনাবিল সুখ আর স্বর্গের মতো
ভ্যালেন্টাইন কবিতা
স্পেশাল দিবস ভ্যালেন্টাইন কবিতা গুলা দেখুন। আর প্রিয় মানুষের সাথে শেয়ার করুন।
কবিতাঃ ১
বসন্ত এসে গেছে ধরায় ফুলে ফুলে
সেজেছে বৃক্ষ শত রঙে রঞ্জিত হয়ে
রক্ত গোলাপ হাতে নিয়ে রেখেছি
তোমায় মণি কোঠায় রহিল ভালবাসা অজস্র।।
কবিতাঃ২
আমি তোমায় ভালবেসে সাজাই মনের ঘর,
তুমি আমায় কইরনাত কোন দিন পর,
তোমায় নিয়ে বাধবো আমি
ভালবাসার ঘর।
দুজন মিলে সুখে দুখে থাকব জীবন ভর।
কবিতাঃ৩
স্বপ্নিল আকাশে আজ ভালবাসার বাতাস
তুমি দূরে গেলেই আমার
থেমে যায় নিশ্বাস।
ঝড় ঝাপটা যতই আসুক
থাকবে তুমি পাশে।
দুজন মিলেই তারা হবো নিলিমার ঐ আকাশে।
যাব নাক দূরে কভু,
রাখবে হাতে হাত
তুমি ও আমার রাখবে আগলে
এই টাই আমার বিশ্বাস।
হাপি ভ্যালেন্টাইন ডে ফেসবুক স্ট্যাটাস
হাপি ভ্যালেন্টাইন ডে এর সেরা কবিতা এর সাথে কিছু জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস শেয়ার করতেসি। আপনারা চাইলে এখান থকে কপি করে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে পোস্ট করে দিতে পারেন।আসুন জেনে নেই কিছু রোমান্টিক ভালোবাসা দিবসের ফেসবুক স্ট্যাটাস।
স্ট্যাটাস ১
মানুষকে ছেড়ে যাওয়ার জন্য হাজার টা কারন থাকলেও থাকতে পারে। তবে আমি তোমাকে ভালবাসি এই একটি কথা বলেই হাজার বছর পাশে থাকা যায়।
স্ট্যাটাস ২
ভাল যখন একবার বেসেছি তখন ছাড়বনা আর হাল
তোমার সাথেই কাটিয়ে দেবো আমার অনন্ত কাল।
স্ট্যাটাস ৩
মনের আকাশে চাঁদ হয়ে চল আকাশে ভাসি
তোমার মুখে ফুটাব আমি চাদের মত হাসি।
হাপি ভ্যালেন্টাইন ডে।
পরিশেষে
আজকের পোস্টে আমরা আমাদের কিছু জনপ্রিয় ১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসের কবিতা, ছন্দ ও স্ট্যাটাস তুলে ধরেছি। হাপি ভ্যালেন্টাইন ডে কবিতা গুলা আশা করছি ভাল লাগবে। ভালোবাসা দিবসের কবিতা গুলা আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাইটে আমরা নিয়মিত পোস্ট আপডেট করি। আপনার যদি এই পোস্ট গুলি ভাল না লাগে তাহলে পরবর্তী পোস্ট গুলো দেখুন। আশা করছি ভাল লাগবে।