শিমুল মূলের উপকারিতা সহ কাঁচা ও পাউডার খাওয়ার নিয়ম জানুন

সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা শিমুল মূলের উপকারিতা নিয়ে আলোচনা করছি। শিমুলের মূল কাঁচা খেলে কি হয় অথবা কাচা শিমুল মূল খাওয়ার উপকারিতা কি তা নিয়ে আলোচনা করবো। শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম জানতে পুরো আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ার অনুরধ করছি। কেননা আজকের এই পোস্ট টিতে কাঁচা শিমুল মূল ও শিমুল মুলের পাউডার কোথায় পাওয়া যায়, দাম কত ইত্যাদি নিয়ে পরিপূর্ণ ধারনা দেওয়া হবে। তাই যারা শিমুল মূলের উপকারিতা কি ও এই শিমুল মূল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের পোস্ট টি।

শিমুল গাছ ও মূলের পরিচিতি

শিমুল গাছ একটি বহুল পরিচিত একটি ঔষধি ও কৃষি গাছ। যা একসাথে ঔষধ ও ফসল দিয়ে থাকে। শিমুল গাছ থেকে তুলা উৎপাদন হয় যা বিভিন্ন কাজে ব্যাবহার করা হয়। আবার শিমুল মূল বহু প্রাচীন কাল থেকেই ঔষধ হিসেবে ব্যাবহার হয়ে আসছে। মুলত একটি ছোট শিমুল গাছের মাটির নিচের অংশ শিমুল মূল হিসেবে পরিচিত। আর কচি এই শিমুল গাছের মূল বা মাটির নিচের অংশই ঔষধ হিসেবে ব্যাবহার হয়ে আসছে। যা শুক্র তারল্য, ধাতু দুর্বলতা, যৌন ক্ষমতা হ্রাস পাওয়া কিংবা আমাশয় এর মত জটিল রোগের মহা ঔষধ হিসেবে অনেক আগে থেকেই ব্যাবহার হয়ে আসছে। প্রাচীন কালের তুলনায় আধুনিক যুগের মানুষ এখন যৌন চিকিৎসায় শিমুল মূল কাঁচা বা পাউডার অধিক ব্যাবহার করছে।

প্রচলিত নামঃ শিমুল গাছ বা তুলাগাছ

ইউনানী নামঃ সেম্ভল

আয়ুর্বেদিক নামঃ শিমুল, শেম্ভল

ইংরেজি নামঃ Cotton tree

বাহ্যিক বিবরনঃ ৩০ সেন্টিমিটার লম্বা ও কাঁটা যুক্ত। বড় গাছের ফল থেকে তুলা হয়।

প্রাপ্তিস্থানঃ শিমুল মূল বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়।

শিমুল মূলের উপকারিতা

শিমুল তুলার চাহিদা যেমন তেমনি শিমুল মূলের চাহিদা। শিমুল গাছ এমন একটি গাছ যার মাটির উপরের ও নিচের অংশ কাজে লাগে। গাছের উপরের অংশ থেকে ফল হয় ও তুলা হয়। তবে এ ক্ষেত্রে শিমুল গাছ অনেক বড় হতে হয়। আর অন্যদিকে শিমুল মূল হল শিমুল গাছের ছোট চারা গাছের মূল বা শিকড়। আর এই শিকড় টাই মুলত শিমুল মূল হিসেবে পরিচিত। এই শিমুল মূল কাঁচা বা পাউডার খাওয়া যায়। এর কাঁচা বা পাউডার উভয়ই অনেক কাজ করে থাকে। শিমুলের মূলের উপকারিতা পাওয়া যায় মুলত শুক্রাণু বৃদ্ধিতে বা বীর্য ঘন করতে। এছাড়া আরও কিছু শিমুল মূলের উপকারিতা নিচে তুলে ধরা হলো।

১) মূলত শিমুল মূল যৌন শক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক মহা ঔষধ হিসেবে পরিচিত। শিমুল মূল নিয়মিত খেলে পুরুষের শুক্রাণু বৃদ্ধি পায়। বীর্য ঘণ হয়। ফলে অথিক সময় সহবাস করা যায় এবং প্রজনন ক্ষমতা বেড়ে যায়।

২) রক্ত আমাশয় এর ক্ষেত্রে শিমুল মূল ভুমিকা রাখে। আপনার যদি দীর্ঘ দিনের রক্ত আমাশয় থাকে তাহলে নিয়মিত শিমুল মূল ও সাথে এক গ্লাস দুধ খেতে পারেন।

৩) মানব দেহের ফোঁড়ার চিকিৎসায় শিমুল মূলের উপকারিতা রয়েছে। আপনার দেহে যদি ব্যাথা যুক্ত ফোড়া থাকে তাহলে একটি কাচা শিমুল মূল বেঁটে ফোঁড়ার মধ্যে লাগিয়ে দিন। ব্যাথা ও ফোঁড়া দুটোই কমে যাবে।

৪) অনেক সময় মহিলাদের অতিরিক্ত রক্ত স্রাব হয়। মহিলাদের রক্তস্রাব সমস্যা সমাধানে কাচা শিমুল মূল খাওয়ার উপকারিতা পাওয়া যায়। মাত্র কয়েকটি কাঁচা শিমুল মূল খেলে এই কঠিন সমস্যা থেকে মা বোনেরা মুক্তি পেতে পারেন।

৫) শিমুল তুলা গাছ এর মাটির নিচের অংশ বা মূল মেছতা চিকিৎসায় কাজে লাগে। তাছাড়া এটি উদারাময় রোগের জন্য ও ভাল ফল দায়ক।

৬) স্নায়ুবিক দুর্বলতা দূর করে থাকে শিমুল মূল।

কাচা শিমুল মূল খাওয়ার উপকারিতা

একটি ঔষধি গুনাগুন সম্পন্ন গাছ হল শিমুল গাছ। কাচা শিমুল মূল খাওয়ার উপকারিতা যৌন চিকিৎসায় অধিক। এর মূল এবং কান্ডে প্রচুর পরিমাণে গ্লাইকোসাইড এবং ট্যানিন আছে। যা ঔষধি গুন সম্পন্ন। আসুন আরও কিছু কাঁচা শিমুল মূল খাওয়ার উপকারিতা জেনে নেওয়া যাক।

  • পুরুষের শুক্রাণু সংখ্যা কয়েকগুন বৃদ্ধি করে। ফলে প্রজনন ক্ষমতা বেড়ে যায় কয়েক গুন।
  • যৌন ক্ষমতা বৃদ্ধি করে।
  • ধাতু দুর্বলতা রোগ প্রতিরোধ করে।
  • ইরেক্ত্রাল ডিসফাংশন সমস্যা সমাধান করে। ফরে অধিক সময় মিলন করা যায়।
  • স্ত্রী সহবাসে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায়।
  • দ্রুত বীর্যপাত প্রতিরোধ করে।
  • যৌন চাহিদা বৃদ্ধি পায়।
  • শারিরিক শক্তি বৃদ্ধি পায়।
  • শরীর স্বাস্থ্য সবল ও মেজেজ ভাল থাকে।

শিমুল মূল খাওয়ার নিয়ম

এখন আমরা আপনাদের শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম বলে দিচ্ছি। কেননা কোন কিছুই নিয়ম বহির্ভূত হওয়া ভাল না। শিমুল মূল খাওয়ার নিয়ম জানা না থাকলে বা নিয়ম করে না খেলে ভাল ফল পাবেন না। তাই শিমুল মূল চূর্ণ খাওয়ার নিয়ম অবশ্যই জানতে হবে। কিংবা শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম জেনে খেতে হবে। তো চলুন শিমুল মূল খাওয়ার নিয়ম জানা যাক। মুলত ২ টি উপায়ে শিমুল মূল খাওয়া যেতে পারে। কাচা মূল ও কাঁচা মূলের পাউডার হিসেবে। তো কোনটা কিভাবে খাবেন তা জেনে নিন।

কাচা শিমুল মূল খাওয়ার নিয়ম

সাধারণত ৩০ সেন্টিমিটার এর চেয়ে ছোট শিমুল গাছ এর শিকড় নরম হয়ে থাকে। মাটির নিচের এই অংশটিই শিমুল মূল হিসেবে পরিচিত। এটি অনেকটা লম্বা আক্রিতির হয়ে থাকে। নিচের এই অংশ টি পেতে গাছ ধরে টান দিলে তা মূল সহ উথে আসবে। তারপর নিচের মূল অংশ টি পরিষ্কার করে খেতে হবে। আপনার যদি খুব ভাল ফলাফল আশা করেন তাহলে আপনি প্রতিদিন সকালে ২ টি শিমুল মূল কাঁচা চিবিয়ে খাবেন। এর পর এক গ্লাস পানি খাবেন। তবে অবশ্যই খালি পেটে খাবেন। শিমুল মূল খাওয়ার ৩০ মিনিট এর মধ্যে অন্য কোন কিছু খাবেন না। ঠিক একই ভাবে রাতে খাবার খাওয়ার পরে ঘুমানোর ঠিক আগে ২ টি শিমুল মূল ও সাথে এক গ্লাস পানি বা গরম দুধ খেতে পারেন। আপনি যদি এই ভাবে ঠিক এক সপ্তাহ খান তাহলেই আপনার পরিবর্তন দেখতে পারবেন।

শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম

শিমুল মূল চূর্ণ খাওয়ার নিয়ম টি খুবই সহজ। আপনি যদি বাজার থেকে শিমুল মূলের চূর্ণ কিনে আনতে পারেন তাহলে সেতি আরও ভাল হল। চূর্ণ বা পাউডার সংগ্রহ করতে পারেই হয়ে গেল। খাওয়ার নিয়ম খুবই সহজ। আসুন শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক। আপনি এক চা চামচ পরিমাণ শিমুল চূর্ণ এক গ্লাস পানিতে নিয়ে চামচ দিয়ে মিক্সড করে খালি পেটে খেয়ে ফেলবেন। ঠিক একই ভাবে রাতে ঘুমানোর আগেও এক গ্লাস পানির সাথে শিমুল মূলের পাউডার খাবেন। তবে সব থেকে ভাল ফল পেটে পানির পরিবর্তে দুধ ব্যাবহার করতে পারেন। শিমুল মূল, শতমূল অশ্বগন্ধা একসাথে খেলে সব থেকে ভাল ফল পাওয়া যাবে।

আলকুশির উপকারিতা ও খাওয়ার নিয়ম সহ দাম জানতে এখানে ক্লিক করুন।

খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা

অনেকেই জানতে চান শিমুলের মূল খেলে কি হয় কিংবা খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা কি? তাদের কে বলতে চাই শিমুল মূল মুলত যৌন বাহিত রোগ এর এক মহা ঔষধ হল এই শিমুল মূল বা শিমুল মূলের পাউডার। আপনি যদি যৌন সমস্যা যেমন- শুক্র তারল্য, দ্রুত বীর্যপাত হওয়া, সহবাসে অনিহা সহ ইত্যাদি নানান জটিল রোগে ভুগে থাকেন তাহলে আপনার জন্য শিমুল মূল বা শিমুল মূলের চূর্ণ ই একমাত্র মহা ঔষধ হবে। আর আপনি আপনার এ সব সমস্যা সমাধানে যদি খালি পেটে শিমুল মূল খেতে পারেন তাহলে খুব দ্রুত ভাল ফল পাবেন। তাই ভরা পেটে খাওয়ার চেয়ে খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা বেশি।

বীর্য মূলের উপকারিতা

সাধারণত শিমুল মূল বীর্য তৈরি করে থাকে। শুক্র বৃদ্ধি করে থাকে। আর তাই মুলত শিমুল মুল কে বীর্য মূল বলা হয়ে থাকে। মূলত শিমুল মূল তাই হল বীর্য মূল। বীর্য মূলের উপকারিতা শিমুল মূলের মতই। আপনি যদি জানতে চান বীর্য মূলের উপকারিতা কি তাহলে আপনি আমার পুরো পোস্ট টি পরে ইতমদ্ধেই জেনে গেছেন যে বীর্য মূলের বা শিমুল মূলের উপকারিতা কি বা কেমন।

শিমুল মূল চূর্ণ দাম ও কোথায় পাওয়া যায়

অনেকেই জানতে চান শিমুল মূল কোথায় পাওয়া যায় কিংবা শিমুল মূল চূর্ণ দাম কেমন। তাদের কে বলে রাখি আপনি সারা দেশেই শিমুল মূল পাবেন। গ্রাম অঞ্চলে রাস্তা ঘাটের আশে পাশে এর ছোট ছোট গাছ পাওয়া যায়। সেটি টেনে তুলে মূল তা সংগ্রহ করেত পারেন। তাছাড়া আপনি শহরে রাস্তা ঘাটে ছোট ছোট দোকান নিয়ে বসে বিক্রি করা লোকদের কাছে এটি পাবেন। তারা আরও অনেক কিছু যেমন শতমূল অশ্বগন্ধা ইত্যাদি ও বিক্রি করে থাকেন।

প্রতিটি শিমুল মূল এর দাম ১০ থেকে ২০ টাকা হয়ে থাকে। আবার পাউডার এর ক্ষেত্রে দাম একটু বেশি হয়ে থাকে। তবে শিমুল মূল এর চেয়ে পাউডার এর উপকারিতা বেশি পাওয়া যায়। মূলত শিমুল থেকেই শিমুল চূর্ণ তৈরি করতে হয়। বেশি পরিশ্রম ও সময় দিতে হয় বলেই দাম টা একটু বেশি। সাধারণত শিমুল মূল চূর্ণ এর দাম ৮০০ থেকে ১০০০ টাকা কেজি হয়ে থাকে।

অবশেষে

আজকের আর্টিকেল টিতে আমরা শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করেছি। শিমুল গাছের পরিচিতি, শিমুল মূলের উপকারিতা নিয়ে আলোচনা করেছি। কাচা শিমুল মূল খাওয়ার উপকারিতা সহ শিমুল মূলের পাউডার এর উপকারিতা তুলে ধরেছি। সেই সাথে শিমুল মূল চূর্ণ দাম ও কোথায় পাওয়া যায় টা নিয়েও আলোচনা করেছি। শিমুল মূল ও চূর্ণ বা শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম বলে দিয়েছেই। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্ট টি ভাল লেগেছে। এই পোস্ট টি যদি ভাল লাগে থাকে তাহলে বন্ধু দের সাথে শেয়ার করে দিন। যাতে তারাও জানতে পারে। আর যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় টা কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। পুরো আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

4 thoughts on “শিমুল মূলের উপকারিতা সহ কাঁচা ও পাউডার খাওয়ার নিয়ম জানুন”

  1. শিমুল মুলের পাউডার এবং আলকুশি এক সংগে খাওয়া যাবে। দুইটা এক সংগে খাওয়ার নিয়ম কি? জানালে উপকৃত হব।ধন্যবাদ

    Reply
    • ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন এর জন্য। শিমুল মূল এর পাউডার ও আলকুশি এর পাউডার এক চা চামচ করে নিয়ে আধা লিটার পানিতে মিশিয়ে সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে খেতে পারেন।

      Reply

Leave a Comment