Table of Contents
দারাজ কাস্টমার কেয়ার নাম্বার বা দারাজ হেল্পলাইন নাম্বারে আপনাকে স্বাগতম। বাংলাদেশের অনলাইন শপিংমল দারাজ প্রতিষ্ঠার তারিখ ও জায়গা নিয়ে আলোচনা করবো। দারাজ কালেকশন পয়েন্ট কয়টি ও Daraz helpline number BD নিয়ে পরিপূর্ণ ধারনা পাবেন।
অনেকসময় দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কোনটি দেখে নিশ্চিত করা যায় না। এ জন্য কিংবা অন্য কোন সার্ভিস এর জন্য দারাজ কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন পরে। তাছাড়া অনেক সময় সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধি এর সাথে যোগাযোগের প্রয়োজন হয়। তাই আমি আপনাদের এ সব সমস্যা সমাধানের জন্য দারাজ কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা এবং সারাদেশের সকল daraz customer care number তুলে ধরব। তাই আপনারা যারা দারাজ দারাজ অনলাইন শপিং বাংলাদেশ থেকে কেনাকাটা করেন তাদের জন্য পোস্ট টি অত্যান্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
দারাজ অনলাইন শপিং বাংলাদেশ
বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় অনলাইন শপিং মল হল দারাজ । যার পুরো মার্কেট প্লেস অনলাইন ভিত্তিক। বৃহত্তম ই-কমারস প্লাটফর্ম দারাজ অনলাইন শপিং বাংলাদেশ যার ১০০ এর বেশি ক্যাটাগরির পণ্য রয়েছে। এতে প্রায় ২০ মিলিয়নের বেশি সংখ্যক পণ্য রয়েছে। আপনি দারাজ অনলাইন শপিং বাংলাদেশ থেকে ফার্নিচার, হোম আপ্লায়েঞ্চ, গেজেট ও গিয়ার, ইলেকট্রনিক যন্ত্র সহ সবই পাওয়া যায় এখানে। অনলাইন শপিং মল দারাজ বাংলাদেশ থেকে পণ্য কিনলে আপনি হোম ডেলিভারি সুবিধা পাবেন। তাই অনলাইনে ক্রয় বিক্রয় সুবিধা পেটে দারাজের বিকল্প নেই।
দারাজ কাস্টমার কেয়ার নাম্বার বা দারাজ হেল্প লাইন নাম্বার
বাংলাদেশে বিপুল সংখ্যক কাস্টমার রয়েছে দারাজের। এদের পণ্য বা সার্ভিস ও ডেলিভারি বিষয়ে সাহায্যের প্রয়োজন পরে। এ জন্য দারাজ কাস্টমার কেয়ার নাম্বার বা দারাজ হেল্পলাইন নাম্বার প্রয়োজন হয়। Daraz helpline number BD or Daraz customer care এ যোগাযোগ করতে পারেন।
দারাজ কল সেন্টার হেল্পলাইন নাম্বারঃ ১৬৪৯২, +৮৮০৯৬১০০৯৬১১
আপনি উক্ত নাম্বারে কল করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পরকিত যে কোন তথ্য জানতে পারবেন। তাছাড়া আপনি চাইলে উক্ত নাম্বারে কল করে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধি এর সাথে কথাও বলতে পারবেন।
দারাজ কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা
আপনারা অনেকেই শুধু ঢাকার ভিতরের দারাজ হেল্পলাইন নাম্বার খুঁজেন। যারা দারাজ কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা খুজছেন তারা দেখে নিন।
Daraz Customer Care Number Dhaka- 16492
আপনি উপরের হেল্পলাইন নাম্বার টিতে কল করে সার্ভিস পেতে পারেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সার্ভিস পাবেন। কাস্টমার কেয়ার প্রতিনিধিগন সর্বদা প্রস্তুত আপনাকে উত্তম সার্ভিস দেওয়ার জন্য।
দারাজ লাইভ চ্যাট বা daraz helpline live chat
daraz helpline live chat অথবা দারাজ লাইভ চ্যাট করেও আপনি সমস্যা সমাধান করতে পারেন। অনেক সময় দারাজ হেল্পলাইন নাম্বার টিতে কল করলে শুধু অপেক্ষায় রাখে। তাই আপনি যদি চান অনলাইনে দারাজ লাইভ চ্যাট করে তাৎক্ষনিক সমস্যার কথা জানাতে পারেন। এ জন্য আপনাকে daraz helpline live chat করার উপায় জানতে হবে। তাছাড়া আপনি চাইলে ইমেইল করেও জানাতে পারবেন। নিচে সকল দারাজ এর সাথে লাইভ চ্যাট করার উপায় শেয়ার করলাম।
ইমেইল অ্যাড্রেসঃ customer.bd@care.daraz.com
ফেসবুক পেজঃ https:// web.facebook.com/darazbangladesh
টুইটারঃ https://twiter.com/darazbangladesh
ওয়েভ সাইট এড্রেসঃ https://www.daraz.com.bd
দারাজ বাংলাদেশকে আলিবাবা কত সালে অধিগ্রহণ করে
মুনীব ময়ূর (প্রতিষ্ঠাতা) ও ফরিস শাহ (সহকারী প্রতিষ্ঠাতা) মিলে ২০১২ সালে ফ্যাশন প্রোডাক্ট খুচরা বিক্রি শুরু করে। পরে এটি ২০১৫ সালে মায়ানমারের সাথে কাজ করে। এবং এ বছরই যুক্তরাষ্ট্র থেকে ৫০ মিলিয়ন ইউর বিনিয়োগ পায়। ২০১৫ সালে দারাজ বাংলাদেশ নামে বিজনেস শুরু করে।
এরপর ২০১৬ সালে দারাজ কায়মুক্ত অধিগ্রহন লাভ করে। তারপর ২০১৮ সালের মে মাসে ই কমার্স এর বাবা আলিবাবা গ্রুপ দারাজ কে কিনে নেয়। এর পর থেকে আলিবাবা দারাজ কে নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যাবসা করে যাচ্ছে।
প্রশ্নঃ দারাজ বাংলাদেশকে আলিবাবা কত সালে অধিগ্রহণ করে?
উত্তরঃ ২০১৮ সালের মে মাসে।
বাংলাদেশে দারাজ এর কত বছর পূর্ণ হয়েছে
অনেকেই জানতে চান বাংলাদেশে দারাজ এর কত বছর পূর্ণ হয়েছে। তো তাদের বলে রাখব দারাজ বাংলাদেশে ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে। সে হিসেবে বাংলাদেশে দারাজ এর ৮ বছর পূর্ণ হয়েছে এবং ২০২২ সালে ৮ম আনিভারসারি পালন করেছে। ২০২৩ সালে নবম বছরে পদার্পণ করল দারাজ।
দারাজ কালেকশন পয়েন্ট কয়টি
আপনারা যারা দারাজ কালেকশন পয়েন্ট কয়টি সেটা জানতে চান। কেননা কালেকশন পয়েন্ট বেশি হলে এক্তাই সুবিদা টা হল আপনি কাছের কালেকশন পয়েন্ট থেকে আপনার ক্রয়ক্রিত প্রোডাক্ট টি সংগ্রহ করতে পারবেন। ২০২২ সালের শেষ পর্যন্ত বাংলাদেশে দারাজ কালেকশন পয়েন্ট সংখ্যা ৫৮ টি। তবে প্রতি বছরই কালেকশন পয়েন্ট বাড়ান হবে বলে জানিয়েছে দারাজ বাংলাদেশ কর্তৃপক্ষ। মাত্র ১৫ টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেশের যে কোন প্রান্তে অনলাইন কেনাকাটার সুবিধা দিচ্ছে দারাজ।
দারাজ প্রতিষ্ঠার তারিখ ও জায়গা
অনেকেরই দারাজ দারাজ প্রতিষ্ঠার তারিখ ও জায়গা নিয়ে দ্বিমত রয়েছে। তবে আমি তাদের বলে দিচ্ছি যে, দারাজ সরবপ্রথম ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। মুনিব ময়ুর ও মনিস শাহ এটি প্রতিষ্ঠা করেন। তখন এটির কাজ ছিল রকেট ইন্টারনেট। বর্তমানে দারায এর প্রধান হলেন বুজার্কি মিক্কিলেসেন (সিইও), শেখ আহমেদ।
বাংলাদেশে দারাজ এর কত বছর পূর্ণ হয়েছে
বাংলাদেশে দারাজ এর কত বছর পূর্ণ হয়েছে এটা জানার জন্য অনেকেই নেট করে থাকেন। কেউ আবার অনেক সময় জান্তেই পারেনা যে কখন বাংলাদেশে দারাজ এর কত বছর পূর্ণ হয়েছে। তো তাদের জন্য এই অপশন। দারাজের যাত্রা ২০১২ সালে হলেও এটি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৫ সালে। দারাজ বাংলাদেশ নাম নিয়ে শুরু করা দারাজের প্রথম শুভেচ্ছা দুত ছিলেন ক্রিকেটার মুশফিকুর রাহিম। বর্তমানে এটি আলিবাবা গ্রুপের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।
দারাজের বিদেশী পণ্যগুলো কোন দেশ থেকে আগত
দারাজ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অনলাইন ব্যাবসায়িক প্রতিষ্ঠান। এটি ২০১২ সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়। এবং সেখান থেকেই সারা বিশ্বে এর শাখা প্রশাখা রয়েছে। দারাজ তার অনলাইন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশি বিদেশি সব ধরনের পণ্য বিক্রি করে থাকে। অনেকেই জানতে চান দারাজের বিদেশী পণ্যগুলো কোন দেশ থেকে আগত। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, হংকং সহ এশিয়ার বিভিন্ন দেশে দারাজ, শপ ও লাজাডা নামে ই-বাণিজ্য সেবা দিয়ে থাকে।
পরিশেষে
আজকে আমরা দারাজ কাস্টমার কেয়ার নাম্বার বা হেল্পলাইন নাম্বার নিয়ে আলোচনা করেছি। সেই সাথে দারাজ লাইভ চ্যাট ও দারাজ প্রতিষ্ঠার তারিখ ও জায়গা নিয়েও আলোচনা করেছি। আমরা চেষ্টা করেছি দারাজ কালেকশন পয়েন্ট কয়টি টা তুলে ধরার। এ ছাড়াও দারাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছি। আশা করছি আজকে পোস্ট টি আপনাদের ভাল লেগেছে বা বুঝতে পেরেছেন। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ
সামসাং কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন।
শাওমি কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা জানতে এখানে ক্লিক করুন।
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন।
আইটেল কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন।
টেকনো কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন।
ইনফিনিক্স কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন।
আমি একটা একাউন্ট খুলেছি, এক্টিভ হলোনা কেন?দয়াকরে জানাবেন
আমি একটা একাউন্ট খুলেছি, এক্টিভ হলোনা কেন?দয়াকরে জা
নাবেন
কোন হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপ আছে
অথবা, টেলিগ্রাম?