গাজীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড আপডেট ২০২৩

গাজীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোডঃ আজকের পোস্ট টিতে গাজিপুর জেলার পোস্টাল কোড ও এরিয়া কোড নিয়ে আলোচনা করবো। আপনারা যারা গাজিপুর জেলার পোস্ট কোড খুঁজছেন তারা এই পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।

পোস্টাল কোড আজকাল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকাল ডাক সংকেত বা জিপ কোড বিভিন্ন কাজে ব্যাবহার করা হয়। যেমন ধরেন চিঠি পত্র পাঠানো বা কোন পার্সেল পাঠানো। এ সব কাজ ছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক লেনদেন করা যায়। তাছড়া সঞ্চয়পত্র কেনা বা বিক্রি করার জন্য পোস্ট অফিস দরকার। আর এ সকল কাজ করতে পোস্ট অফিস এর পোস্টাল কোড লাগবেই। তাই যারা গাজিপুর জেলা বা অন্য কোন জেলার পোস্ট কোড ও এরিয়া কোড খুছেন তারা এই পেজ ভিজিট করুন। কারন আমরা আমাদের ওয়েভ সাইট এ সকল জেলার পোস্ট কোড নিয়ে লেখালেখি করে থাকি।

একনজরে গাজিপুর জেলা

গাজীপুর জেলা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা এর পার্শ্ববর্তী জেলা। ইতিহাস ও ঐতিহবার পর এই জেলা থেকেই মুক্তিযুদ্ধের প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে।  এই জেলাতে বাংলাদেশের ৭০ ভাগ গার্মেন্টস অফিস অবস্থিত। এটি একটি শিল্প নগরী। এখানে ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু সাফারি পার্ক অবস্থিত।  এই জেলাটি ১৯৮৪ সালের পহেলা মার্চ  আত্ম প্রকাশ করে।

গাজীপুর জেলায় মোট ৫টি উপজেলা রয়েছ। এগুলি হলোঃ

শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর উপজেলা, কাপাসিয়া উপজেলা, কালীগঞ্জ উপজেলা। এছাড়াও গাজীপুর শহর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুুক্ত।

কুমিল্লা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড জানুন

গাজীপুর জেলার পোস্ট অফিস

আপনি যদি গাজীপুর জেলার পোস্ট অফিসের মাধ্যমে কোন কিছু পাঠাতে চান। কিংবা গাজীপুর জেলার পোস্ট অফিসে যেতে চান। তাহলে অবশ্যই অফিস টাইম সকাল 9 টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যেতে  হবে। শুক্রবার সরকারি ছুটির দিন ও শনিবার ব্যতীত যেতে হবে। গাজীপুর জেলার পোস্ট কোড বা এরিয়া কোড ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারবেন। সরকারি নথিপত্র আদান প্রদান। চাকরির চিঠিপত্র আদান প্রদান কিংবা পার্সেল আদান  প্রদান। এছাড়া গাজীপুর পোস্ট অফিসে নগর ডাক বিভাগের মাধ্যমে সঞ্চয় পত্র ক্রয় করতে পারবেন।

গাজীপুর পোস্ট অফিস কোথায় | Gazipur post office address

অনেকেই জানতে চান গাজীপুর পোস্ট অফিস কোথায়। আপনারা হয়তো জানেন গাজীপুর জেলায় অনেকগুলো পোস্ট অফিস রয়েছে। এ সকল  পোস্ট অফিস গুলোকে এক কথায় বলা যাবে না। তবে গাজীপুর জেলার হেড পোস্ট অফিস ঠিক কোথায় সেটা বলা যেতে পারে। গাজীপুর  হেড পোস্ট অফিস জয়দেবপুর উপজেলায় অবস্থিত। এছাড়া গাজীপুর জেলার সকল উপজেলার পোস্ট অফিস গুলো থানা পর্যায়ে অবস্থিত। তাই আপনি যদি গাজীপুর হেড পোস্ট অফিসে যেতে চান কিংবা পোস্ট অফিসের মাধ্যমে কোন কাজ করতে চান তাহলে উপজেলা পর্যায়ে যোগাযোগ করুন।

গাজীপুর জেলার পোস্ট কোড

নিচের গাজীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড তুলে ধরছি। গাজীপুর জেলায় প্রায় ২৭ টির মত পোস্ট কোড ও এরিয়া কোড রয়েছে। অনেকেই শুধু উপকার জানায় এর পোস্ট কোড খুজে থাকেন। লম্বা লিস্ট থেকে তারা তাদের কাঙ্ক্ষিত পোস্ট করতে খুঁজে পায়  না। তাই এসব কথা চিন্তা করে উপজেলা বা থানা ভিত্তিক উপকার জানালাগুলো আলাদা আলাদা ভাবে তুলে ধরার চেষ্টা করছে।  গাজীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড গুলো নিচে থেকে দেখে নিন।

 আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি আরো যে সকল জেলা পোস্ট কোড এর রেকর্ড দেখতে পারবেন তা হলঃ

 নীলফামারী জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

 রংপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

 টাঙ্গাইল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড 

 ঢাকা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড সমূহ।

গাজীপুর সদর পোস্ট কোড | Gazipur sadar post code

আপনারা হয়তো জানেন যে, গাজীপুর জেলা সদর উপজেলা মোট পাঁচটি উপ কার্যালয় রয়েছে। এ সকল উপকার জানাগুলো আলাদা আলাদা ডাক সংকেত বা পোস্ট কোড দ্বারা চিহ্নিত। গাজীপুর সদর পোস্ট কোড গুলো নিচের তালিকা করে দেওয়া  হয়েছে।

  1. গাজীপুর সদর – ১৭০০
  2. গাজীপুর সদর  B.R.R – ১৭০১
  3. গাজীপুর সদর চান্দনা – ১৭০২
  4. গাজীপুর সদর B.O.F – ১৭০৩
  5. গাজীপুর সদর জাতীয় বিশ্ববিদ্যালয় – ১৭০৪

গাজীপুর  শ্রীপুর পোস্ট কোড

শ্রীপুর উপজেলায় মোট সাতটি পোস্ট কোড রয়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সকল ও প্রকার জেলার পোস্ট কোড গুলো দেখে নিন।

  1. শ্রীপুর শ্রীপুর পোস্ট কোড – ১৭৪০
  2. শ্রীপুর রাজেন্দ্রপুর পোস্ট কোড ১৭৪১
  3. শ্রীপুর রাজেন্দ্রপুর সেনানিবাস পোস্ট কোড ১৭৪২
  4. শ্রীপুর সাতখামার পোস্ট কোড ১৭৪৪
  5. শ্রীপুর বাশামুর পোস্ট কোড – ১৭৪৭
  6. শ্রীপুর বউবি পোস্ট কোড ১৭৪৮
  7. শ্রীপুর কাওরাইদ পোস্ট কোড ১৭৪৫

গাজীপুর কালিয়াকৈর পোস্ট কোড

কালিয়াকৈর উপজেলায় মোট দুটি পোস্ট রয়েছে। কালিয়াকৈর পোস্ট কোড গুলো দেখে  নিন।

  1. গাজীপুর কালিয়াকৈর – ১৭৫০
  2. গাজীপুর কালিয়াকৈর সফিপুর – ১৭৫১

দিনাজপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড জানুন

গাজীপুর মন্নান নগর পোস্ট কোড

মুন্নিন নগর গাজীপুর জেলায় অবস্থিত। গাজীপুর জেলার অন্যান্য ঘর উপজেলায় মোট তিনটি পোস্ট কোড ও এরিয়া কোড রয়েছে।  পোস্টগুলো তুলে ধরা হলো।

  1. গাজীপুর মন্নুনগর মন্নুনগর – ১৭১০
  2. গাজীপুর মন্নুনগর নিশাত নগর – ১৭১১
  3. গাজীপুর মন্নুনগর এরশাদ নগর – ১৭১২

গাজীপুর কালীগঞ্জ পোস্ট কোড

কালীগঞ্জ উপজেলার মোট চারটি পোস্ট কোড এরিয়া কোড রয়েছে। গাজীপুর জেলার কালীগঞ্জে উপজেলার সকল পোস্ট কোড ও এরিয়া কোড গুলো নিচে দেওয়া হল।

  1. গাজীপুর  কালীগঞ্জ – ১৭২০
  2. গাজীপুর কালীগঞ্জ পুবাইল – ১৭২১
  3. গাজীপুর কালীগঞ্জ সান্তানপাড়া – ১৭২২
  4. গাজীপুর কালীগঞ্জ ভাওয়াল জামালপুর – ১৭২৩

গাজীপুর কাপাসিয়া পোস্ট কোড

কাপাসিয়া উপজেলায় মোট একটি পোস্ট কোড রয়েছে। নিচে গাজীপুর কাপাসিয়া পোস্ট কোড তে তুলে ধরা হলো।

গাজীপুর কাপাসিয়া – ১৭৩০

টাঙ্গাইল জেলার পোস্ট কোড ও এরিয়া কোড জানুন

আরও পড়ুনঃ

কিসমিস এর উপকারিতা ও অপকারিতা সহ খাওয়ার নিয়ম জানুন

টেকনো কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন।

গাজীপুর জেলার এরিয়া কোড

 অনেকেই গাজীপুর জেলার পোস্টকোড এর পাশাপাশি এরিয়া কোড খুঁজে থাকেন। তাদেরকে বলে রাখা ভালো যে পোস্ট কোড একই হয়ে থাকে। তাই যারা গাজীপুর জেলার এরিয়া কোড খুঁজছেন তারা পোস্ট কোড গুলো দেখে  নিন। যদি  গাজীপুর জেলার পোস্টাল কোড গুলো বুঝতে কষ্ট হয় তাহলে পুরো আর্টিকেলটি পুনরায় পড়ুন। আশা করছি গাজীপুর জেলার এরিয়া কোড নিয়ে আর সংসার থাকবে না।

কাশিমপুর পোস্ট কোড

গাজীপুর জয়দেবপুর পোস্ট কোড

গাজীপুর ভবানীপুর পোস্ট কোড

টঙ্গী পোস্ট কোড কত

গাজীপুর সদর পোস্ট কোড

কোনাবাড়ি পোস্ট কোড

গাজীপুর কোনাবাড়ী পোস্ট কোড

গাজীপুর টঙ্গী পোস্ট কোড

আজকের পোস্টটিতে আমরা গাজীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের পোস্টটি আপনারা বুঝতে পেরেছেন। কোন রকমের মন্তব্য বা ভুল থাকলে কমেন্ট করে  জানাবেন। গাজীপুর পোস্টাল কোড সম্পর্কিত পোস্টটি ফেসবুকে শেয়ার করুন। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য  ধন্যবাদ।

Leave a Comment