Table of Contents
আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে কবিতা, ফেসবুক স্ট্যাটাস বাংলা ও শুভেচ্ছা কবিতা নিয়ে।
অনেকেই ইন্টারনেটে বিবাহ বার্ষিকী উপলক্ষে কবিতা খুঁজে থাকেন। কেউ কেউ আবার নিজের বউ বা নিজের জন্যই বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস বাংলায় খুঁজে থাকেন। অনেকেই চান বিয়ের এক বছর পূর্ণ হওয়ার পর প্রথম বার্ষিকী উপলক্ষে উইশ করতে। শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য কিংবা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য কথা খুঁজেন। তো আমি আপনাদেরকে এখন নিজের বিবাহ বার্ষিকী অথবা বউকে শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে রোমান্টিক কবিতা শেয়ার করব। তো আপনি যদি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, রোমান্টিক কথা ইত্যাদি খুঁজে থাকেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করা হলো।
নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে কবিতা
অনেকেই নিজের বউকে বিবাহ বার্ষিকী উপলক্ষে উইশ করতে চান। আবার কেউ কেউ নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে ফেসবুকে রোমান্টিক কবিতা লিখে পোস্ট করতে চান। কিন্তু আপনারা কবিতা এত ভাল জানেন না বা বুঝতে পারে না কি লিখবেন। আমি আপনাদের জন্য বাছাই করা শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা নিয়ে হাজির হয়েছি। আপনারা চাইলে বাছাইকৃত কবিতাগুলো থেকে আপনার পছন্দের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা লিখে ফেসবুকে পোস্ট করতে পারেন।
“শুভ বিবাহ বার্ষিকী” উপলক্ষে “বকুল দেব” এর লেখা বিখ্যাত কবিতার কয়েকটি লাইন দেখে নিন। আর চাইলে নিজের নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে কবিতা লিখে ফেসবুকে পোস্ট করতে পারেন।
প্রতি বছর এই দিনটিতে
আমি ভীষণ পুলকিত হই
আমাদের বিশুদ্ধ ভালোবাসায়।
আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো,
আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে।
আমার জীবনে এই দিনটি অতি মূল্যবান
যা আমি গভীরভাবে মূল্যায়ন করি, শুধু তোমারই জন্য।
প্রিয়তমা,
ভালোবাসি তোমাকে ভীষণভাবে
তুমি পাশে থাকলে,
সব অভিজ্ঞতাই আমার জন্য সুন্দর।
বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি,
শুভ হোক আমাদের বিবাহ বার্ষিকী।
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা কবিতা হিসেবে আর একজন জনপ্রিয় কবি – অতনু সেনগুপ্ত এর “বিবাহ বার্ষিকী” কবিতার কয়েকটি লাইন দেখে নিন।
অচেনার পথ দুটি অজানার দুটি মন,
সাথে নিয়ে চলা পথে আসে সেই শুভ ক্ষণ-
বেশ হল পরিচয় পরিশেষে পরিণয়;
পাশাপাশি চলা পথ আবেগেই শুরু হয়।
জীবনের অনুভূতি ভাগাভাগি দোলা দেয়,
সুখ দুখ হাসিটায় পিছুটান না যে রয়-
দিবস যে বয়ে চলে স্বপ্নের মাঝেতে;
অতীতের স্মৃতিগুলো উঁকি মারে মনেতে।
নিজের বিবাহ বার্ষিকী কবিতা হিসেবে চাইলে নিচের কবিতা বউ কে পড়ে শোনাতে পারেন। “বিবাহ বার্ষিকী” কবিতা টি লিখেছেন আর একজন খাতিমান কবি “উত্তম চক্রবর্তী”। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা কবিতা হিসেবে নিচের কবিতা টি দেখে নিন।
বিবাহ বার্ষিকীর এই দিনে
খুশিতে মাতি সবজনে।
ফিরে আসুক বারে বারে
আনন্দের এই মহাক্ষণে।
বিশ্বাসের উপর ভর করে
ভালোবাসার হাত ধরে।
সন্দেহ অবিশ্বাস দূর করে
পরম প্রভুর কৃপাতে।
নিজের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
অনেকেই নিজের বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস দিতে চান। কেননা বিবাহ বার্ষিকী পুরো একটা বছর ঘুরে আসে। বিবাহিত জনেরা সবাই অপেক্ষায় থাকেন তাদের সেই শুভ বিবাহ বার্ষিকী কখন আসবে। আর এ জন্যই অপেক্ষায় করেন যাতে নিজের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস দিয়ে উইস করতে পারেন। তো আসুন হিট করা কিছু বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস জেনে নিন।
দিনাজপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড জেনে নিন
নিজের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
- বিবাহিত জীবনের প্রথম একটি বছর কাটিয়েছি। ভাগ্য গুনে তোমায় পেয়েছি। বিধাতার কাছে পরম শুকরিয়া। ধন্য তোমায় পেয়ে। শুভ বিবাহ বার্ষিকী।
- পৃথিবীর সবকিছুই সম্পদ এই প্রার্থীর সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো সতী-সাধ্বী স্ত্রী। আর আমি এমন একজনকে পেয়েছি। সে হলো তুমি।
- তুমি আমার উত্তম স্ত্রী আর তুমি আমার শ্রেষ্ঠ সম্পদ। আমার বিবাহিত জীবনে সে সম্পদ পেয়ে আমি ধন্য
শুভ বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
- বছর পেরিয়ে যায়, সময় ফুরিয়ে যায়। আর তোমার আমার একসাথে থাকার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও প্রিয়তমা।
- বিবাহের এতো বছর পরের তোমার আমার ভালোবাসা কত মধুর আর কত খাঁটি। ভালবাসি তোমাকে আমার মিষ্টি বউ। শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা তোমাকে।
- ধুয়ে মুছে পিছনের সকল গ্লানি আমরা আরও একটি নতুন বছর শুরু করতে যাচ্ছি। শুভ বিবাহ বার্ষিকী।
১ম, ২য়, ৩য়, ৮ম, ও ৪র্থ বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
অনেকের বিবাহ বার্ষিকীর বয়স একেক রকম হয়। কারো প্রথম বিবাহ বার্ষিকী আবার কারো দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তো আমি এখন আপনাদের কে প্রথম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস। দ্বিতীয় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস ও তৃতীয় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস চতুর্থ বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বলে দিচ্ছি। থাকবে শুধুমাত্র স্ট্যাটাস দেওয়ার সময় বছর টা চেঞ্জ করে দেবেন।
- অভিযোগ যদি থেকে থাকে মনে করে দিও তুমি ক্ষমাএই শুভ দিনে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা নিও প্রিয় তমা।
- দেখতে দেখতে আমাদের চারটি বছর পার হয়ে গেল। বুঝতেই পারলাম না কিভাবে এত দ্রুত সময়ের চলে গেল। সত্যিই মানুষ কথাই বলেনা মধুর সময় গুলো খুব দ্রুত চলে যায়। দোয়া করি তোমাকে সাথে নিয়ে সামনের দিনগুলো যেন এভাবেই কেটে যায়। হাসিখুশি ভাবে তোমাকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই।
- তোমাকে সাথে নিয়ে আমার জীবনের পথ চলার দুইটি বছর পূর্ণ হল। এরমধ্যে শত রাগ ঝগড়া বিবাদ খুনসুটি হয়েছে ।তবে আমি সবসময় চেষ্টা করেছি তোমাকে হাসিখুশি রাখার। তুমিও তার কম চেষ্টা করনি। আমরা রাগ বিপদ ঝগড়া ভুলে নতুন করে আরেকটি বছর শুরু করতে চাচ্ছি। পিছনের সব বিভেদ ভুলে গিয়ে আস ভালোবাসায় ডুবে যাই আমরা।
- বছর ঘুরে বছর এলো এলো নতুন দিন, তোমায় নিয়ে নতুন করে সাজাই স্বপ্ন রঙিন।
নিজের বিবাহ বার্ষিকী ইসলামিক শুভেচ্ছা
marriage নিজের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর অনেক উপায় আছে। কেউ কেই তাই নিজের বউ কে ইসলামিক স্ট্যাটাস বা মেসেজ দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। শুভ বিবাহবার্ষিকী স্বামী স্ত্রীর স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানান। নিজের বিবাহ বার্ষিকী ইসলামিক শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস দেখে নিন।
বিয়ে-শাদী ও স্বামী-স্ত্রী নিয়েও কোরআন হাদিসে অনেক কথা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেছিলেন- ঈমানের পরে চরিত্রবান স্ত্রী লাভ একটি বিরাট নিয়ামত।
অন্য একটি হাদীসে আরো বলা হয়েছে যে- পৃথিবীর সবকিছুই সম্পদ। এই প্রার্থীর সম্পদের মধ্যে সর্বোৎকৃষ্ট উত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী।
আপনার বউকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য নিজের বিবাহ বার্ষিকী ইসলামিক শুভেচ্ছা স্ট্যাটাস মেসেজ দেখুন।
- ভ বিবাহ বার্ষিকী।আল্লাহ আমাদের নেক বন্ধনকে চির মজবুত করুন। যতদিন বেঁচে থাকব আল্লাহ যেন আমাদেরকে এভাবে হাসি খুশি রাখেন।
- আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী। আজকের এই দিনের উসিলা করে আল্লাহ আমাদের ঘরে রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিন। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা সহধর্মিনী।
- আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। ৩য় বিবাহ বার্ষিকী তে তোমাকে বিবাহ বার্ষিকী উপহার হিসেবে বিবাহ বার্ষিকীর কবিতা শুনাতে চাই প্রিয় সহধর্মিণী।
- তুমি আমার হৃদয়ের সর্বোত্তম আসন দখল করে নিয়েছো। যেদিন আমরা এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে ছিলাম সেদিন আল্লাহ আমাদের রহমতের দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই।
স্ত্রী কে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
আজ আমার বিবাহ বার্ষিকী। নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে কবিতা বা স্ট্যাটাস কিছুই মুখে আসছে না।
তার পর তোমাকে বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে একটা কবিতা পড়ে শোনাতে চাই। এ ভাবেই নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজের স্ত্রী কে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বিনিময় করতে পারেন। এইভাবে যদি নিজের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বিনিময় করতে পারেন। তাহলে দেখবেন আপনার স্ত্রী অনেক খুশি হবেন। স্ত্রী কে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানর আরও কিছু ছন্দ ও কবিতা দেখুন।
- আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে তিনটি বছর খুব হাসিখুশি ভাবে পার হয়ে গেল। বিধাতার কাছে দোয়া করি তোমাকে নিয়ে যেন বাকি জীবনটা এভাবেই হাসিখুশি ভাবে পার করতে পারি।
- ওগো আমার প্রিয়তমা
ধন্য আমি ধন্য,
ধরার বুকে ইস্ত্রি করে
তোমায় পাবার জন্য।
দুই হাত তুলে প্রার্থনা করি
থাকো তুমি সুখে,
আজীবন মোরা একসাথে থাকবো
হাজার সুখে দুখে।। - প্রতিটা মুহূর্ত এভাবে স্পেশাল করে তোলার জন্য তোমাকে ধন্যবাদ। সারাটা জীবন এভাবে আমার প্রিয়তমা হয়ে থেকো।
বিবাহ বার্ষিকীর উপহার
অনেকেই নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে ম্যারেজ অ্যানিভার্সারি শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু আপনারা বিবাহ বার্ষিকীর উপহার দিতে ভুলে যান। নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে স্ট্যাটাস বা ফেসবুক পোস্ট দিয়েই ক্ষান্ত হবেন না। কেননা স্ত্রী কে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য আরো অনেক কথা আছে।
প্রতিটা স্ত্রী তাদের জীবনের বিশেষ দিনগুলোতে উপহার পেতে পছন্দ করে। তাই আপনি যদি আপনার স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে চান। তাহলে অবশ্যই বিবাহ বার্ষিকীর উপহার দেবেন। বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে কম করে হলেও একটি ফুল অন্তত দেবেন। কেননা নারী বা স্ত্রীলোক ফুল খুবই পছন্দ করে। ফুলের সাথে নিজের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা হিসেবে একটি বিবাহ বার্ষিকী চিঠি দিতে পারেন।
পরিশেষে
নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে কবিতা সুন্দর ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছে। নিজের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য বাংলা স্ট্যাটাস, কবিতা তুলে ধরেছি। আশা করছি শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর এই আর্টিকেল টি আপনাদের ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য।