জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম ২০২২ ও নিবন্ধন ফি কত টাকা

আজ আমরা জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম জানবো। আজকে তাদের জন্য এই আর্টিকেল টি লেখা। কেননা তথ্য প্রযুক্তির এই যুগে সরকার দেশ কে ডিজিটাল করার লক্ষে ২০২২ সালে সকল জন্ম নিবন্ধন অন লাইন করার লক্ষে সব কিছু সহজ থেকে সহজতর করে দিয়েছে। তাই প্রয়োজন হয় যারা আগে জন্ম নিবন্ধন করেছেন বা জন্ম নিবন্ধন রেজিঃ করেছেন তাদের তা অনলাইন করা জরুরি। কেননা জন্ম নিবন্ধন অনলাইন অতি গুরুত্বপূর্ণ বিষয়।

আজ কাল ছাত্র ছাত্রীর ভর্তি সংক্রান্ত তথ্য ও এ পাসপোর্ট সংক্রান্ত বিষয় রয়েছে। এ জন্য প্রয়োজন অনলাইন জন্ম নিবন্ধন।তাই আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইন করে থাকেন তাহলে আপনাকে তা চেক করা লাগতে পারে। জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম নিয়েই আজকের পোস্ট। তাই পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।

জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম

অনলাইন এ জন্ম নিবন্ধন চেক করা খুবই সহজ বেপার। বর্তমান সরকার দেশকে ডিজিটাল করার লক্ষে সব কিছু অনলাইন ভিত্তিক করে ফেলেছে। তাই আপনি চাইলেই খুব সহজে ঘরে বসে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করতে পারেন। তাছাড়া আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা তা যাচাই ও করতে পারবেন। এ জন্য প্রয়োজন একটি স্মার্ট মোবাইল অথবা কম্পিউটার। তবে অবশ্যই ইন্তারনেট সংযোগ থাকতে হবে। পরবর্তী ধাপ গুলা নিচে দেখানো নিয়ম মেনে করতে হবে।

https://bdris.gov.bd/br/search লিং এ প্রবেশ করতে হবে।

এর পর নিচে দেখানো পেজ পাবেন।

https://bdris.gov.bd/login

birth certificate check online 2022
birth certificate check online 2022

এরপর জন্ম নিবন্ধন নাম্বার এর ঘরে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার টি বসান।

তার পর আপনার জন্ম তারিখ টি সথিক ভাবে বসান।

এর পর অনুসন্ধান অপশন এ ক্লিক করুন। তবে অনুসন্ধান অপশন এ ক্লিক করার আগে অবশ্যই আপনার নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ টি আরও একবার চেক করে নিন। এবং অনুসন্ধান অপশন এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার সেই নিবন্ধন টি অনলাইন হয়েছে কিনা।

জন্ম নিবন্ধন অনলাইন কপি 

আপনি চাইলেই ঘরে বসেই জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রিন্ট করতে পারবেন। এ জন্য আপনাকে জা করতে হবে তা হল। প্রথমেই আপনার লাগবে জন্ম নিবন্ধন নাম্বার ও আপনার সঠিক জন্ম তারিখ।

তাই জন্ম নিবন্ধন অনলাইন কপি সেভ করার আগে এই দুই টি জিনিস হাতের কাছে রাখুন। যাতে খুব সহজেই তা চেক করতে ও সেভ করতে পারেন। আসুন তার পরের ধাপ গুলা জেনে নেওয়া যাক।

১) ইন্টারনেট কানেকশন অন করে যে কোন একটি ব্রাওসার ওপেন করুন।

২) তাইপ করুন  https://bdris.gov.bd/br/search লিং এ প্রবেশ করুন

৩) এর পর একটি বক্স পাবেন। তাতে আপনার জন্ম নিবন্ধন নাম্বার টি লিখুন।

৪) নিচের ঘরে আপনার জন্ম সাল টি লিখুন।

৫) অনুসন্ধান অপশন টি ক্লিক করুন।

৬) এরপর পাশে একটি  অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

আভাইবেই আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি আপনার দিভাইসে সেভ হয়ে যাবে।

জন্ম নিবন্ধন ফি

অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান জন্ম নিবন্ধন ফি কত টাকা করে। নাকি বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন ফ্রী করে দিয়েছে। সময়ের সাথে সাথে জন্ম নিবন্ধন ফি বিভিন্ন রকম হয়ে থাকে। আসুন জেনে নেই কোন বয়সের মানুসের জন্ম নিবন্ধন ফি কত টাকা করে। 

*শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোন রকম ফি দিতে হবেনা। অর্থাৎ শিশু জন্মের ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন একধম ফ্রী। 

*৪৫ দিন থেকে ৫ বছরের মাঝে নিবন্ধন করলে ২৫ টাকা ফি দিতে হবে।

*৫ বছর বা তার চেয়ে বেশি হলে তার জন্য জন্ম নিবন্ধন ফি লাগবে ৫০ টাকা। অর্থাৎ ৫০ টাকা এর অধিক কোন সময় এ ফি দিতে হবে না। এবং এই ফি তা অবশ্যই রশিদ গ্রহন করে দিতে হবে।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানবেন যে ভাবে

আপনি যদি জন্ম নিবন্ধন করে থাকেন তাহলে তার অবস্থা কি জানার প্রয়োজন হতে পারে। জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে https://bdris.gov.bd/br/application/status লিংকে প্রবেশ করতে হবে। তার পর যে ধাপ সমূহ অনুসরন করতে হবে তা হলঃ

১) আবেদন পত্রের ধরনঃ ওয়েভ সাইটে প্রবেশ করার পরে আপনি একটি খালি ঘর পাবেন। তাতে যে বক্স আছে সেখানে পাবেনরাবেদন পত্রের ধরন ঘরে “জন্ম নিবন্ধন আবেদন” সিলেক্ট করবেন।

২) আপ্লিকেশন আইডিঃ উক্ত ঘরে জম্ন নিবন্ধন করার সময় একটা কয়েকটি সংখ্যা যুক্ত আইডি প্রদান করা হয়। জেমন-১২৩৪৫৬৭৮। উক্ত আইডি প্রদান করতে হবে।

৩) জন্ম তারিখঃ জন্ম তারিখের ঘরে আপনার জন্ম তারিখ প্রদান করবেন।

৪) দেখুনঃ এরপর দেখুন অপশন এ ক্লিক করলেই আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

পরিশেষে

আজকের পোস্টে জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম ও  নিয়ে বিস্তারিত আলচনা করা হয়েছে। আশা করছি এটা আপনাদের কাছে ভাল লেগেছে। এর পর যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে দেওয়া কমেন্ট সেকশন এ কমেন্ট করুন। আশা করছি খুব দ্রুত আমরা আপনার কমেন্ট এর রিপ্লাই দেব।

Leave a Comment