চায়না জালের দাম কত রিং জাল কোথায় পাওয়া যায় বিস্তারিত জানুন

যারা মাছ ধরার ফাঁদ চায়না রিং জালের দাম কত, কোথায় পাওয়া যায়, কেনার উপায় জানতে চেয়েছেন তাদের জন্য আজকের পোস্ট।মাছ ধরার ফাঁদ চায়না রিং জাল বা চায়না দুয়ারী এমন  একটি জাল যা মাছ ধরার জন্য ব্যাপক ভাবে ব্যবহার হয়ে থাকে। চায়না রিং জাল মুলত চায়না থেকে আমদানিকৃত জাল। এটি মূলত চায়না প্রযুক্তিতে তৈরি করা ফাঁদ যা শুধুমাত্র নদীর মাছ নয় বরং পোকামাকড় ও  জীবজন্ত শিকারেও ব্যবহার করা হয়। আজকের পোস্টটিতে আপনি জানতে পারবেন চায়না জালের দাম কত। কোথায় পাওয়া যায়,  কতটুকু লম্বা ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

মাছ ধরার ফাঁদ

অনেকেই মাছ ধরার ফাঁদ হিসেবে বিভিন্ন রকমের জাল ব্যবহার করা হয়। কোথাও বাঁশের তৈরি আবার কোথাও জাল বা বড়শি ব্যবহার করা হয়। কোন কোন জায়গায় আবার প্রাকৃতিক প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করা  হয়।  চায়না থেকে আমদানি করা এই নতুন প্রযুক্তি হল মাছ ধরার ফাঁদ চায়না  রিং জাল। এটি মূলত ৫২ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থ বিশিষ্ট  বর্গাকৃতির ও লম্বা জাল। এটি মূলত চায়নাতে আবিষ্কার করা হয়। চায়নারা মূলত ইঁদুর ও ব্যাঙ শিকারের জন্য এটি ব্যবহার  করতো।  পরবর্তীতে যখন এটা পানিতে ফেলা হয় ব্যাঙ শিকারের জন্য তখন তারা ব্যাঙ এঁর সাথে প্রচুর পরিমাণ মাছ পায় এবং তখনই তাদের মধ্যে প্রচলন শুরু হয় এটি মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করার জন্য। এটি  এমন একটি জাল যার দুই দিক থেকেই মাছ প্রবেশ করতে পারে। কোনরকমে মাছ একবার এঁর ভিতরে গেলে তা আর বের  হওয়ার ক্ষমতা রাখেনা। তাই এটিতে একসাথে অনেক বেশি মাছ পাওয়া যায়।

চায়না জালের দাম কত

অনেকেই চায়না জালের দাম কত লিখে গুগল এ খুঁজতে থাকেন। কিন্তু সঠিক তথ্য পান না। কিংবা চালের দাম কত কোথায় পাওয়া যায় এরকম প্রশ্ন হরহামেশাই শুনতে পাওয়া যায়। অনেকেই হয়ত জানেননা চায়না জালের দাম কত এবং এটি কোথায় কিনতে পাওয়া যায়। 52 ফুট লম্বা 1 ফুট প্রস্থ বিশিষ্ট বর্গাকৃতির ও লম্বা মূলত মূলত 3500 টাকা হতে 5000 টাকা পর্যন্ত হয়ে  থাকে। ক্ষেত্রবিশেষে কোন কোন জায়গায় এর দাম 6 হাজার বা তার থেকেও বেশি হয়ে থাকে। তাছাড়া আবার জল তৈরি সুতার গুনগতমান ও ব্যবহৃত অন্যান্য উপাদান সমূহের কোয়ালিটির উপর নির্ভর করে দাম কম বেশি হতে  পারে।  আসল  চালের দাম 4000 থেকে 5000 এর মধ্যে হয়ে থাকে।

রিং জাল কোথায় পাওয়া যায় 

চায়না দোয়ার বা চায়না  রিং জাল অনেকেই কেনার জন্য উপায় খুজছেন। কিন্তু আপনারা জানেন না যে কোথায় চায়না রিং জাল কিনতে পাওয়া যায়। তাই অনেকেই গুগলে সার্চ দিয়ে থাকেন যে চায়না জালের দাম কত ও চায়না রিং জাল কোথায় পাওয়া যায়। তাদের জন্য আজকের এই পোস্টটি। দেশের যে কোন লোকাল জালের মার্কেট গিয়ে জিজ্ঞেস করলে তারাও বলে দিতে পারবে যে এই জাল কোথায় পাবেন।

সিরাজগঞ্জ বা মুন্সিগঞ্জ মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জালের বাজারে এই জাল কিনতে পাওয়া যাবে। তবে এখন দেশের বিভিন্ন জায়গায় এই জালের কারখানা তৈরি হওয়ায় এটি এখন সহজলব্ব হয়েছে। এখন প্রায় সারাদেশেই এই চায়না রিং জাল পাওয়া যায়।

চায়না মাছ ধরার জাল

মাছ ধরার জন্য চায়নারা বিভিন্ন ধরনের জাল তৈরি করেছে। তারা চায়না রিং জাল, ছাতা জাল বা আম্ব্রেলা জাল কারেন্ট জাল ঝাকি জাল সহ আর বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করেছে। তার মধ্যে চায়না রিং জাল বিসেবে পরিচিত মাছ ধরার ফাঁদ চায়না রিং জাল তাই ব্যাপক ভাবে পরিচিতি লাভ করে। তাই এটি চায়না মাছ ধরার জাল হিসেবে খুবি প্রসিদ্দ। মাছ ধরার এই চায়না জাল টি মুলত ট্রেনের মতো লম্বা আর দুইদিক থেকে মাছ ফাদে ঢুকে এবং একবার ভিতরে প্রবেশ করলে টা আর বের হতে পারেনা। সব মাছ ও পোকামাকড় সব জালের দুই প্রান্তে জমা হয়। 

চায়না দুয়ার বা রিং জাল নিয়ে বাংলাদেশের আইনি নোটিশ

চায়না দুয়ার বা রিং জালে ছোট বড় সব ধরনের মাছ আটকা পরে বলে দেশে মাছের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই জালে মাছের সাথে অন্যান্য জলজ পোকামাকড় ও জীবজন্তু ও আতকা পরে ও মারা যায়। জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশে মৎস্য অধিদফতর থেকে উদ্দেগ নিয়ে এই জাল নিধন অভিজান চালান হয় ও ভিবিন্ন জায়গায় এই রিং জাল জব্দ করে পুরে ফেলা হয়। তবে এ জাল নিষিদ্ধের ব্যাপারে সরকার এখন কোন প্রজ্ঞাপন জারি করেনি।

শেষকথা 

চায়না দুয়ার বা চায়না রিং জাল বহুল ব্যাবহার হওয়া জাল। তবে অনেকেই মাছ ধরার ফাঁদ চায়না রিং বা চায়না জালের দাম কত এবং কোথায় কিনতে পাওয়া যাবে। তাই শুধু মাত্র তাদের প্রশ্নের উত্তর হিসেবে আজকের পোস্ট লেখা। পুরো পোস্ট টি পরে কেমন লাগলো টা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একান্ত মন্তব্য ও সাজেশন গুরুত্তের সাথে গ্রহন করা হবে।

Leave a Comment