এএসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম। মোবাইলে এসএমএস দিয়ে এইচএসসি রেজাল্ট ২০২২ পরিক্ষার ফলাফল দেখুন।

আসসালামুয়ালাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আপনার হয়তো ইতিমধ্যে জেনে গেছেন  এইচএসসি পরীক্ষার ফলাফল 2020 এর মধ্যে প্রকাশিত হয়েছে। তাই আপনারা অনেকেই গুগলে সার্চ দিয়ে খুজতেছেন যে, কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখবেন।

আজকের পোস্ট টি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আজ জানতে পারবেন কিভাবে এসএমএস করে মোবাইল থেকে ঘরে বসে আপনার পরিক্ষার ফলাফল টি দেখতে পারবেন। তাই আসুন আপনারা এটা জানতে পুর পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

প্রতিবছর অনেক ছাত্রছাত্রী তাদের ফলাফল এসএমএস এর মাধ্যমে পাওয়ার অপেক্ষায় থাকে। শিক্ষা মন্ত্রনালয় যখন তাদের ফলাফল আর্কাইভ করে বা সারভার এ জমা দেয় ঠিক তারভ আগে থেকেই সবাই সার্ভার এ অনলাইন এ রেজাল্ট দেখার অপেক্ষায় থাকে। তাই সার্ভার অনেক স্লো হয়ে যায়। রেজাল্ট দেখতে সমস্যা হয়। তাই সবার আগে দ্রুত রেজাল্ট দেখার সহজ মাদ্ধম হল এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখা। আসুন এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখার নিয়ম জেনে নেই

এসএমএস এর মাধ্যমে আপনি যদি আপনার পরিক্ষার ফলাফল দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পুরন করতে হবে। তবে খুবই সহজ কজ গুলো। আসু জেনে নেই কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখবেন।

মেসেজ দিয়ে রেজাল্ট দেখতে আপনার মোবাইলে অবশ্যই মিনিমাম ২ টাকা ৫০ পয়সা থাকতে হবে। কেননা এই টাকা আপনার মোবাইল থেকে চার্জ কাটা হবে। তাই এসএমএস করার আগে অবশ্যই টাকা চেক করে এসএমএস করবেন। না হলে আপনার পরিশ্রম বিফলে জেতে পারে। 

এইচএসসি রেজাল্ট এসএমএস পদ্ধতি ২০২২

শুধু মাত্র একটি এসএমএস করেই আপনি আপনার পরিক্ষার ফলাফল খুব সহজে জানতে পারবেন। তবে এসএমএস প্রেরনের পুরবে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে এসএমএস করতে হবে। কেননা ভিবিন্ন বোর্ডের  জন্য ভিবিন্ন রকম কোড ব্যাবহার করে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হয়। তাই আপনি কোন বিভাগের এবং কোন শিক্ষা বোর্ডের টা জানা দরকার। তাই আপনি যদি জেনারাল বোর্ড এর পরিক্ষারথ্রি হন তাহলে খুব সহজে নিচের নিয়মে রেজাল্ট দেখতে পারবেন।

১) সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান।

২) আপনার পরীক্ষার নাম লিখুন [ HSC ]

৩) তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর উল্লেখ করুন। যেমন ঢাকা হলে [DHA] লিখে

স্পেস প্রদান করুন।

৪) এরপর  স্পেস দিয়ে আপনার এইচএসসি পরিক্ষার রোল নাম্বার লিখুন।

৫) তারপর স্পেস দিয়ে আপনার পরীক্ষার পাশের সাল ২০২২ লিখুন।

৬) এসএমএস টি ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরন নিচে দেখুনঃ

HSC<Space>DHA<space>Roll No<space>2022 তারপর 16222 নাম্বারে সেন্ট করুন।

কিছুক্ষনের মধ্যেই একটি ফিরত এসএমএস পাবেন। উক্ত এসএমএস এ আপনার এইচএসসি পরিক্ষার ফলাফল ২০২২ দেখতে পাবেন। এখানে আপনার কোন সাবজেক্ট এ কত মার্ক পেয়েছেন বা কোন গ্রেড পেয়েছেন টা উল্লেখ থাকবে।

এসএমএস এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম

অনেকই জানতে চান মাদ্রাসা বোর্ডের রেজাল্ট ২০২২ এসএমএস মাধ্যমে কিভাবে দেখবেন। মোটামুটি সকল বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম প্রায় একই। তবে অল্প কিছু পরিবরতন আছে। দেখে নিন কিভাবে এসএমএস করে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখবেন।

১) মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC

৩) তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর উল্লেখ করুন। যেহেতু আপনি মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখবেন তাই MAD লিখুন।

৪) এরপর  স্পেস দিয়ে আপনার মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরিক্ষার রোল নাম্বার লিখুন।

৫) তারপর স্পেস দিয়ে আপনার পরীক্ষার পাশের সাল ২০২২ লিখুন।

৬) এসএমএস টি ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরন হিসেবে নিচের কাল অংশের এসএমএস ফরমুলা টি দেখুনঃ

HSC<space>MAD<space>Roll No<space> Exam Year(2022) sent to 16222

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ এসএমএস এর মাধ্যমে দেখার শর্টকাট ফরমুলা

বিভিন্ন বোর্ডের এসএমএস করে রেজাল্ট দেখার শর্ট ফর্মুলা নিচে উল্লেখ করা হল। আপনি যে বোর্ডের অধিনে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের পরিক্ষার ফল দেখতে। এসএমএস এর শর্ট ফর্মুলা মেনে এসএমএস করে আপনার পরিক্ষার ফলাফল জানুন খুব সহজে।

ঢাকা বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>DHA<space>123456<space>2022 Sent to 16222

রাজশাহী বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>RAJ<space>123456<space>2022 Sent to 16222

বরিশাল বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>BAR<space>123456<space>2022 Sent to 16222

কুমিল্লা বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>COM<space>123456<space>2022 Sent to 16222

দিনাজপুর বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>DIN<space>123456<space>2022 Sent to 16222

যশোর বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>JES<space>123456<space>2022 Sent to 16222

মাদ্রাসা বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>MAD<space>123456<space>2022 Sent to 16222

সিলেট বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>SYL<space>123456<space>2022 Sent to 16222

ভোকেশনাল বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>TEC<space>123456<space>2022 Sent to 16222

ময়মন্সিং বোর্ড এসএমএস রেজাল্টঃ HSC<space>MYM<space>123456<space>2022 Sent to 16222

শেষকথা

আজকের পোস্টে এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আপনারা খুব সহজেই এসএমএস করে মোবাইল থেকে শুধু মাত্র ২ টাকা ৫০ পয়সার বিনিময়ে রেজাল্ট দেখতে পারবেন। তবে অবশ্যই জানতে হবে কিভাবে এসএমএস করতে হবে। তাই এই পোস্ট টি করা। আশা করছি সবার কাছে ভাল লাগবে। যদি এই পোস্ট টি ভাল লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু দের সাথে শেয়ার করুন। জাতে করে তারাও এই বিষয় টা জানতে পারে। এবং এসএমএস করে খুব সহজেই এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখতে পারে। পরিশেষে এই পোস্ট এর কন কিছু যদি বুজতে সমস্যা হয় তাহলে নিচের দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা খুব দ্রুত আপনার কমেন্ট এর রিপ্লাই দেব।

Leave a Comment