লালমনিরহাট জেলার পোস্ট কোড ও এরিয়া কোড আপডেট ২০২৩

লালমনিরহাট জেলার পোস্ট কোড ও এরিয়া কোডঃ আসসালামু আলাইকুম।সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট নিয়ে।  লালমনিরহাট জেলার পোস্ট কোড ও এরিয়া কোড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা লালমনিরহাট জেলার বাসিন্দা আছেন। তারা লালমনিরহাট পোস্ট কোড ও এরিয়া কোড জানার জন্য পোস্টিং মনোযোগ দিয়ে  পড়ুন।

ইউনিয়ন পোস্ট কোড কিংবা ডাকঘর পোস্ট কোড খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো শুধুমাত্র সংখ্যা হলেও ডিজিটাল যুগে জানা রাখা আবশ্যক। কেননা আজকাল প্রতিটি সরকারি চাকরির জন্য এটি প্রয়োজন  হয়। সরকারি কুরিয়ার বা অন্যান্য কিছু তথ্যের জন্য পোস্ট কোড গুরুত্বপূর্ণ। পাটগ্রাম পোস্ট কোড এবং লালমনিরহাট কালীগঞ্জ পোস্ট কোড নিয়ে আলোচনা করবো । লালমনিরহাট সদর উপজেলার পোস্ট কোড ও এরিয়া কোড সহ সকল উপজেলার পোস্ট কোড তুলে ধরব। তাই আপনারা যারা অনলাইনে লালমনিরহাট পোস্ট কোড খুজছেন তারা পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

লালমনিরহাট জেলার থানা সমূহ ও ইতিহাস

ইতিহাস ও ঐতিহ্য ঘেরা সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এই জেলাটি রংপুর বিভাগের অবস্থিত। এ জেলার উত্তরে ভারত এবং দক্ষিণের রংপুর জেলা অবস্থিত।  এই জেলার পূর্বে ভারতের কোচবিহার ও রংপুরের কিছু অংশ। পশ্চিমে নীলফামারী জেলা রয়েছে। জেলাটির উত্তরে ধরলা নদী এবং দক্ষিণে তিস্তা নদী দ্বারা বেষ্টিত।

লালমনিরহাট একটি ইতিহাস ও ঐতিহ্য ঘেরা সীমান্তবর্তী জেলা। এই জেলাটি রংপুর বিভাগের অবস্থিত। এ জেলার উত্তরে ভারত এবং দক্ষিণের রংপুর জেলা অবস্থিত।  এই জেলার পূর্বে ভারতের কোচবিহার ও রংপুরের কিছু অংশ। পশ্চিমে নীলফামারী জেলা রয়েছে। জেলাটির উত্তরে ধরলা নদী এবং দক্ষিণে তিস্তা নদী দ্বারা বেষ্টিত।

যারা লালমনিরহাট জেলার থানা বা উপজেলা কয়টি জানতে চান। লালমনিরহাট জেলার থানা বা উপজেলা মোট পাঁচটি। লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধ ও পাটগ্রাম। লালমনিরহাট জেলার মোট ৪৫টি ইউনিয়ন রয়েছে। জেলাটিতে অনেক গুলো গ্রাম রয়েছে। তবে লালমনিরহাট জেলার গ্রামের নাম সব গুলো জানা হয়নি।

লালমনিরহাট জেলার পোস্ট কোড

অনেকে লালমনিরহাট পোস্ট কোড কিংবা লালমনিরহাট জেলার পোস্ট কোড জানতে চান। এজন্য কেউ কেউ সরাসরি নেটে সার্চ দিয়ে থাকেন। আমি আপনাদের জন্য লালমনিরহাট জেলার সকল উপজেলার পোস্ট কোড তুলে  ধরছি।

জেলা উপজেলা/ থানা উপ কার্যালয় পোস্ট কোড বা ডাক সংকেত
লালমনিরহাট আদিতমারী আদিতমারী ৫৫১০
হাতীবান্ধা হাতীবান্ধা ৫৫৩০
লালমনিরহাট সদর কুলাঘাট SO ৫৫০২
লালমনিরহাট সদর লালমনিরহাট সদর ৫৫০০
লালমনিরহাট সদর মোগলহাট ৫৫০১
পাটগ্রাম পাটগ্রাম ৫৫৪০
পাটগ্রাম বাউরা ৫৫৪১
পাটগ্রাম বুড়িমারী ৫৫৪২
তুষভান্ডার তুষভান্ডার ৫৫২০

পাটগ্রাম পোস্ট কোড

পাটগ্রাম হলো লালমনিরহাট জেলার একটি উপজেলা। পাটগ্রাম থানায় মোট ৩ টি পোস্ট কোড রয়েছে। নিচে পাটগ্রাম পোস্ট কোড উল্লেখ করা হল।

  1. বুড়িমারী এর পোস্ট কোড – ৫৫৪২
  2. পাটগ্রাম এর পোস্ট কোড – ৫৫৪০
  3. বাউরা এর পোস্ট কোড – ৫৫৪১

লালমনিরহাট কালীগঞ্জ পোস্ট কোড

যদিও লালমনিরহাট জেলার সকল পোস্ট কোড ও এরিয়া কোড এর ঠিকানা দেওয়া হয়েছে। তার পরও আলাদা ভাবে অনেকেই জানতে চান। তাই যারা শুধু মাত্র লালমনিরহাট কালীগঞ্জ পোস্ট কোড জানতে চান তাদের জন্য। আপনাদের বলে রাখা ভাল যে লালমনিরহাট কালীগঞ্জ পোস্ট কোড নেই। তার মানে হলো কালীগঞ্জ উপজেলায় কোন পোস্ট কোড নেই। তাই আপনারা নিকট বর্তী কোন পোস্ট কোড ও এরিয়া কোড ব্যাবহার করবেন।

লালমনিরহাট জেলার এরিয়া কোড

অনেকেই ডাকঘর পোস্ট কোড কিংবা ইউনিয়ন পোস্ট কোড নেটে খুঁজে থাকেন। সাথে সকল জায়গার এরিয়া কোন খুঁজে থাকেন। তাদেরকে বলে রাখা ভালো যে অনেক জায়গায় পোস্ট করে এবং এরিয়া কোডের মধ্যে তফাৎ  নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে পোস্ট কোড ও এরিয়া কোড এর মধ্যে পার্থক্য থাকে। তবে চিন্তার কিছু  নেই। লালমনিরহাট জেলার এরিয়া কোড ও পোস্ট কোড একই। তাই আপনার যদি লালমনিরহাট এরিয়া কোড প্রয়োজন হয় তাহলে লালমনিরহাট এর সকল উপজেলার পোস্ট কোড গুলো ব্যবহার  করুন।

পরিশেষে

আজকের আমরা লালমনিরহাট পোস্ট কোড  নিয়ে আলোচনা করেছি। লালমনিরহাট জেলার এরিয়া কোড নিয়েও তথ্য তুলে ধরেছি। সেই সাথে পাটগ্রাম পোস্ট কোড ও লালমনিরহাট কালীগঞ্জ পোস্ট কোড আলাদা ভাবে আলোচনা করেছি। আশা করছি আজকের পোস্ট টি আপনারা ভালভাবে বুঝতে পেরেছেন। কোন মন্তব্য বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। এই পোস্টটি ভাল লেগে থাকলে আপনি শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করতে  পারেন। ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Leave a Comment