রংপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড আপডেট ২০২৩

সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর জেলার পোস্ট কোড নাম্বার নিয়ে। রংপুর একটি বিখ্যাত জেলা। এই জেলার বাসিন্দাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময়ে পোস্ট কোড ও এরিয়া কোড প্রয়োজন হয়। তাই আমি আজকের পোস্টটিতে রংপুর ডিস্ট্রিক্ট সকল উপজেলার ডাক সংকেত ও এরিয়া কোড আলোচনা  করব।

যারা রংপুর ডিস্ট্রিক্ট এর বাসিন্দা তারা পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কেননা পুরো পোস্ট জুড়ে থাকছে  রংপুর জেলার সকল উপজেলার পোস্ট কোড  নাম্বার। সেই সাথে আপনি রংপুর জেলার এরিয়া কোড নাম্বার ও জানতে পারবেন।

রংপুর জেলার পোস্ট অফিস

আপনারা হয়তো জানেন বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট এর পোস্ট অফিস রয়েছে। প্রাচীনকাল থেকেই চিঠিপত্র আদান-প্রদানের কাজে পোস্ট অফিস ব্যবহৃত হতো। বর্তমান ডিজিটাল যুগে পোস্ট অফিসের কাজ আরো বৃদ্ধি পেয়েছে। তাই পোস্ট অফিসের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও পোস্ট অফিস  রয়েছে। 

প্রতিটি পোস্ট অফিস চিহ্নিত করার জন্য ডাক সংকেত ব্যবহার করা হয়। এই ডাক সংকেত কে পোস্ট কোড বলা  হয়। এই পোস্টকোড বা ডাক সংকেত বিভিন্ন সরকারি ডাক্তারি কাজের জন্য প্রয়োজন হয়। তাই ডাক সংকেত জানার জন্য বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে খুঁজে  থাকেন। আমি আজকে আপনাদেরকে রংপুর জেলার পোস্ট অফিস ও এর কোড নেয়া আলোচনা করতে যাচ্ছি।

 প্রতিটি পোস্ট হবে সরকারি নিয়ম অনুযায়ী সকাল নয়টা থেকে পাঁচটার পর্যন্ত অফিস কার্যক্রম চলে। তাই আপনি যদি কোন একটি কাজের জন্য পোস্ট অফিসে যান তাহলে উক্ত সময়ের ভিতরে যাবেন। তবে অবশ্যই সরকারি ছুটির দিন ও শুক্রবার শনিবার ব্যতীত  যাবেন।

রংপুর জেলার পোস্ট কোড

আপনারা অনেকেই ইন্টারনেটের মাধ্যমে রংপুর জেলার  কোড খুজে থাকেন। অনেক সময় সঠিক তথ্য পান না। কেউ কেউ আবার রংপুর জেলার এরিয়া কোড খুঁজে থাকেন। তাই আমি আপনাদের জন্য ডাক সংকেত ও এরিয়া কোড উভয়ই তুলে ধরছি। 

জেলা থানা উপকার্যালয় পোস্ট অফিস কোড (ডাক সংকেত)
রংপুর বদরগঞ্জ বদরগঞ্জ ৫৪৩০
বদরগঞ্জ শ্যামপুর ৫৪৩১
গঙ্গাচড়া গঙ্গাচড়া ৫৪১০
কাউনিয়া হারাগাছ ৫৪৪১
কাউনিয়া কাউনিয়া ৫৪৪০
মিঠাপুকুর মিঠাপুকুর ৫৪৬০
পীরগাছা পীরগাছা ৫৪৫০
রংপুর সদর আলমনগর ৫৪০২
রংপুর সদর মাহিগঞ্জ ৫৪০৩
রংপুর সদর রংপুর ক্যাডেট কলেজ ৫৪০৪
রংপুর সদর রংপুর কারমাইকেল কলেজ ৫৪০৫
রংপুর সদর রংপুর সদর ৫৪০০
রংপুর সদর রংপুর উপশহর ৫৪০১
তারাগঞ্জ তারাগঞ্জ ৫৪২০
পীরগঞ্জ পীরগঞ্জ ৫৪৭০

রংপুর জেলার এরিয়া কোড

প্রতিটি জেলায় পোস্ট কোড ও এরিয়া কোড রয়েছে। তেমনি রংপুর জেলার বিভিন্ন উপজেলায় ও পোস্ট অফিসের কোড রয়েছে। তবে প্রায় সকল জেলার ও উপজেলার এরিয়া কোড ও পোস্ট কোড একই। কিছু কিছু ক্ষেত্রে পোস্ট কোড ও এরিয়া কোড ভিন্নতা রয়েছে। তবে বলে রাখা ভাল যে রংপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড একই। তাই আপনি চাইলে উপরে লিস্ট আকারে প্রকাশ করা কোড গুলো ফলো করতে পারেন।

রংপুর ডিস্ট্রিক্ট জিপ কোড

আজকাল নেটে  অনেকেই জিপ কোড খুঁজে থাকেন।  রংপুর ডিস্ট্রিক্ট জিপ কোড সরকারের বিভিন্ন কাজের প্রয়োজন হয়।  জিপকোড খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। নিচে রংপুর জেলার জিপ কোড তুলে ধরা হলো।

Rangpur District/Zip codes- ৫৪০০ ও ৫৪০২

পরিশেষে

আজকের পোস্টটিতে আমরা রংপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। রংপুর জেলার কোড ও এরিয়া কোড কি তা নিয়ে আলোচনা করেছি। আশা করছি রংপুর জেলা সম্পর্কে  আলোচনা করা পোস্টটি বুঝতে  পেরেছেন। পোস্টটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে পোস্টে বন্ধুদের মাঝে শেয়ার  করুন। পুরো পোস্টে মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment