রবি কাস্টমার কেয়ার নাম্বার কত ও ব্রাঞ্চ লোকেশন, ঠিকানা সমূহ

আপনি কি রবি কাস্টমার কেয়ার নাম্বার ২০২২ কত? ব্রাঞ্চ লোকেশন কোথায়? রবি অভিযোগ কেন্দ্র কোথায়? রবি ব্যালেন্স চেক নাম্বার কত ইত্যাদি খুঁজছেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্তপুরন।আজকে আমরা আলোচনা করবো রবি কাস্টমার কেয়ার নাম্বার নিয়ে। আপনারা হয়ত জেনে থাকবেন রবি টেলিকম একটি টেলি যোগাযোগ কোম্পানি যা নেটওয়ার্ক সার্ভিস দিয়ে থাকে।

ইন্টারনেট অফার ও বান্ডেল সম্পর্কে জানতে অথবা সিম কার্ড রিপ্লেস বা কিনতে প্রয়োজন হয় রবি কাস্টমার কেয়ার এর। তাছাড়া আপনি যদি প্রবীর আকর্ষণীয় অফার ও এলিট পাকেজ এর গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি পয়েন্ট এর মাধ্যমে রবি কাস্টমার কেয়ার থেকে আকর্ষণীয় গিফট পেতে পারেন। তাহলে আসুন মুল আলচনায় আসা যাক।

রবি কোম্পানির ইতিহাস

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি রবি এক্সিয়াটা কোম্পানি লিমিটেড একটি পাবলিক কোম্পানি। এটা প্রথম সারা দেশে ৪.৫ জি সেবা চালু করে। রবি ১৯৯৭ সালে টেলিকম মালায়শিয়া ইন্টারন্যাশনাল(বাংলাদেশ) নামে একটেল (AKTEL) ব্রান্ড নিয়ে যাত্রা শুরু করে। এর পর ২০১০ সালে Robi Axiata Limited রবি এক্সিয়াটা লিমিটেড নাম হয় রবি ব্রান্ড হিসেবে। রবি ব্রান্ড টি যাত্রা শুরু করে “রবি, জলে উঠুন আপন শক্তিতে” শ্লোগানে। ১৬ নভেম্বারে ২০১৬সালে রবি এক্সিয়াটা লিমিটেড এয়ারটেল বাংলাদেশ এর সাথে যুক্ত হয়ে অধিক শক্তিশালী কোম্পানি তে পরিনত হয়। যা দেশের দ্বিতীয় বৃহত্তম টেলেকম সেবা প্রদান করছে। টেলিকম সেবার পাশাপাশি রবি ১০ মিনিট অনলাইন স্কুল টি দিয়ে বৃহত্তম অনলাইন স্কুল টি পরিচালনা করছে।

রবি কাস্টমার কেয়ার হেড অফিস ঢাকা কোথায়

আপনি যদি রবি কাস্টমার কেয়ার এর হেড অফিসের সাথে যোগাযোগ করতে চান অথবা হেড অফিসে যেতে চান তাহলে প্রয়োজন হেড অফিসের ঠিকানা। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি টির হেড অফিস টি বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থিত। রবি এক্সিয়াটা কোম্পানি লিমিটেড এর হেড অফিস ঢাকা এর ঠিকানা নিছে উল্লেখ করা হল।

কর্পোরেট অফিসের থিকানাঃ ৫৩ গুলশান এভিনিউ, ধাকা-১২১২।

রবি এক্সিয়াটা লিমিটেডঃ নবানগঞ্জ, দোহার, শ্রীনগর রোড। নবাবগঞ্জ। টেলিকমুনিকাশন ইকুপমেন্ট সাপ্লাইয়ার অফিসের ঠিকানা নবাবগঞ্জ।

রবি কাস্টমার কেয়ার নাম্বার

আপনি কি রবি কাস্টমার কেয়ার নাম্বার খুঁজছেন? অথবা আপনি কি সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধি এর সাথে কথা বলতে চান? অনেক সময় দেখা যায় যে আপনার সিম থেকে টাকা কেটে যাচ্ছে। হয়ত কোন অফার চালু হয়েছে। অথবা অন্য কোন অফার জানতে বা সেবা নিতে কাস্টমার কেয়ার প্রতিনিধি এর সাথে কথা বলার প্রয়োজন হয়। তাই প্রয়োজন রবি কাস্টমার কেয়ার নাম্বার যাতে কল করেই আপনি আপনার সমস্যার কথা তুলে ধরতে পারেন। রবি সার্ভিস প্রতিনিধি এর সাথে কথা বলতে নিচের সংখ্যাটি লিখে কল করুন।

রবি কল সেন্টার নাম্বার- ১২১

অন্য অপারেটর থেকে কল করুনঃ ০১৮১৯৪০০৪০০ নাম্বারে।

আপনি যদি রবি ব্যাবহার করেন তাহলে ১২১ নাম্বারে কল করে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা যে কোন সময় কথা বলতে পারবেন। অন্য অপেরাটর হলে পরের নাম্বার টিতে কল করতে পারবেন।

রবি অভিযোগ কেন্দ্র

আপনি যদি রবি কোম্পানি তে কোন অভিযোগ করতে চান তাহলে আপনাকে নিচের ঠিকানা বা নিয়ম মেনে অভিযোগ করতে হবে। আসুন জেনে নেওয়া যাক রবি অভিযোগ কেন্দ্র তে অভিযোগের নিয়ম।

ইমেইল: – 123@robi.com.bd.
হেল্পলাইন – রবি নাম্বার থেকে কল করুন ১৫৮ নম্বরে (কোন চার্জ বা টাকা কাটবে না। এটি একটি আইভিআর-ভিত্তিক সার্ভিস)
কল সেন্টার – ডায়াল করুন ১২১

আপনি চাইলে রবি কাস্টমার কেয়ার নাম্বার ১২১ এ কল করেও অভিযোগ করতে পারবেন।

রবি সিমের কোড নাম্বার সমূহ

রবি ব্যালেন্স চেক কোড নাম্বার ও ডাটা অফার জানতে কিভাবে চেক করতে হয় দেখে নিন। এ ছাড়াও আরও রবির কিছু শর্টকার্ট কোড জেনে নিন।

মিনিট চেক করতে *০#
ব্যালান্স চেক করতে *১#
নিজের সিমের নাম্বার চেক করতে *২#
এমবি বা ডাটা চেক করতে *৩#
ইন্টারনেট কিনতে *৪#
সিমের প্যাকেজ জানতে *৬#
প্রমশনাল এসএমএস বন্ধ করতে *৭#
সকল সার্ভিস দেখতে *১২৩# ডায়াল করুন।

রবি নাম্বার কিভাবে দেখে

অনেকেই রবি সিম কার্ড ব্যাবহার করেন কিন্তু রবি নাম্বার কিভাবে দেখে সেটা জানেন না। অনেক সময় রবি নাম্বার দেখার প্রয়োজন হয়। কারন টাকা রিচারজ কিংবা মিনিট কিনতে নাম্বার এর প্রয়োজন হয়। তাছাড়া কেও নাম্বার চাইলে সেটার জন্য নাম্বার প্রয়োজন হয়। তাই আমি আপনাদের বলে দিচ্ছি রবি নাম্বার কিভাবে দেখে। রবি সিম কার্ড এর নাম্বার দেখতে নিচের কোড টি ডায়াল করে আপনার রবি সিম এর নাম্বার দেখতে পারবেন।

রবি সিম কার্ড নাম্বার দেখার জন্য *২# ডায়াল করুন।

*2# ডায়াল করে রবি নাম্বার দেখা যায়। তবে এটার জন্য কোন রকমের চার্জ কাঁটা হয় না।

রবিতে এমবি দেখে কিভাবে ও রবি মিনিট কেনার কোড

আপনারা ইতিমধ্যে রবি এসএমএস কেনার কোড ও রবি নাম্বার কিভাবে দেখে তা জেনেছেন। কেও কেউ আবার রবিতে এমবি দেখে কিভাবে ও রবি মিনিট কেনার কোড তা জানতে চান। কেননা অনেক সময় আপনার ফোনে কত জিবি এম্বি আছে তা জানার দরকার হয়। কেননা অনেক সময় কিছু কাজ করতে এমবি এর প্রয়োজন হয়। তাই জানার প্রয়োজন হতে পারে। আবার অফারে মিনিট কিনে থাকেন অনেকেই। তাই আপনার কেনা মিনিট এর মেয়দ কতদিন আছে সেটা জানার প্রয়োজন হয়। আবার আর কত মিনিট অবশিষ্ট আছে তা জানার প্রয়োজন হয়। তাই রবিতে এমবি দেখে কিভাবে কিংবা কোন কোড ডায়াল করে রবি এমবি দেখে তা জেনে নিন।

রবি এমবি দেখার ডায়াল কোড হলোঃ *৩#

রবি মিনিট কেনার কোড টি হলোঃ 

৮ টাকায় ১০ মিনিট মেয়াদ ৬ ঘণ্টা – *০*১#
১৪ টাকায় ২১ মিনিট মেয়াদ ১৬ ঘণ্টা – *০*২#
২৭ টাকায় ৪২ মিনিট মেয়াদ ২৪ ঘণ্টা – *০*৩#
৬৪ টাকায় ১০০ মিনিট মেয়াদ ৭ দিন – *০*৫#
২০৭ টাকায় ৩৪০ মিনিট মেয়াদ ৩০ দিন – *০*৭#
৪৯৭ টাকায় ৮০০ মিনিট মেয়াদ ৩০ দিন – *০*৮#

রবি কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা সমূহ

বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত রবি সার্ভিস সেন্টার গুলা ঠিক কোথায় তা জেনে নিন। রবি কাস্টমার কেয়ার নাম্বার টি হল ১২১। এই নাম্বার এ কল করেই আপনি রবি গ্রাহক সেবা বিতে পারবেন। সাথে কাস্টমার কেয়ার প্রতিনিধি এর সাথেও কথা বলতে পারবেন। আসুন জেনে নেই রবি কাস্টমার কেয়ার এর সকল ব্রাঞ্চ এর ঠিকানা গুলা।

ঢাকা জেলার সকল রবি কাস্টমার সার্ভিস সেন্টার এর ঠিকানা

মুলত কর্ম ব্যাস্ত জীবনে প্রায় ৩ কোটি লোক ঢাকা বাস করে। আর এদের মধ্যে অনেকেই আছেন যারা রবি গ্রাহক। তাদের সিম নষ্ট হলে বা অন্য কোন কাজে কাস্টমার সার্ভিস সেন্টার এ যেতে হয়। তাই সকলের সুবিধার কথা বিবেচনা করে রবি কাস্টমার কেয়ার নাম্বার ও সার্ভিস সেন্টার এর ঠিকানা গুলা দেওয়া হল। আপনি আপনার কাঙ্ক্ষিত ঠিকানা টি সংগ্রহে রাখুন।

ধানমন্ডি রবি কাস্টমার কেয়ার
বাড়ি -৭৫৩ (নিচতলা) সাতমসজিদ রোড ( স্টার কাবাব ধানমন্ডি ১৯ এর পাশে আবাহনী খেলার মাঠের বিপরীতে) স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বিল্ডিং, ঢাকা ১২০৯ I

গুলশান রবি কাস্টমার কেয়ার
নাফি টাওয়ার, নিচতলা, রবি কর্পোরেট অফিস, ৫৩ গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২

মিরপুর রবি কাস্টমার কেয়ার
নিশি প্লাজা, প্লট#১, এভিনিউ#৪, ব্লক-সি, সেকশন#৬, মিরপুর, ঢাকা-১২১২

পল্টন রবি কাস্টমার কেয়ার
র‍্যাংগস টাওয়ার, ৬৮ পুরান পল্টন, নিচতলা, ঢাকা (আজাদ প্রোডাক্টের বিপরীতে)

উত্তরা রবি কাস্টমার কেয়ার
এনজেড সেন্টার (নিচতলা), বাড়ি ৫, রোড ১২, সেক্টর ৬, উত্তরা মডেল টাউন, ঢাকা
সেল্‌স অ্যান্ড সার্ভিস ডেস্ক (এসএসডি), এয়ারপোর্ট

বনানী এইসি রবি কাস্টমার কেয়ার

অ্যাসিউরেন্স নাজির টাওয়ার (নিচতলা), প্লট ৬৫, ব্লক বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩

ধানমন্ডি এইসি রবি কাস্টমার কেয়ার
নভেরা স্কয়ার, ৬/এ, বীর উত্তম এম এ রব সড়ক, বাড়ি-৫, রোড-২, ধানমণ্ডি, ঢাকা-১২০৫
মতিঝিল WIC

মতিঝিল রবি কাস্টমার কেয়ার
শাহনেওয়াজ ভবন, ৯/সি, মতিঝিল বাণিজ্যিক এরিয়া, ঢাকা-১০০০, বাংলাদেশ (মধুমিতা সিনেমা হলের বিপরীতে এবং ঢাকা স্টক বিল্ডিং উত্তর পাশে)

উত্তরা এইসি রবি কাস্টমার কেয়ার
সিয়াম টাওয়ার, ঢাকা ময়মনসিংহ রোড, প্লট-১৫, Sec-৩, উত্তরা, ঢাকা-১২৩০

যাত্রাবাড়ী রবি কাস্টমার কেয়ার
দোকান:১, নিচতলা, মেজবাউদ্দিন ভিলা, ১৩১/১ শহীদ ফারুক সরণি, যাত্রাবাড়ি, ঢাকা (নূপুর কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে)

বনশ্রী রবি কাস্টমার কেয়ার
দোকান: ১, ডায়ানা টাওয়ার, ব্লক: বি, বাড়ি: ৪, মেইন রোড, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ (বাটা দোকান এবং এবি ব্যাংক এটিএম বুথ সংলগ্ন)

মালিবাগ রবি কাস্টমার কেয়ার
দোকান:১, নিচতলা, প্রোপার্টি প্লাজা, ৬৬ নিউ সার্কুলার রোড, মৌচাক, ঢাকা-১২১৭ (মৌচাক মার্কেটের বিপরীতে)

পুরান ঢাকা (জনসন রোড) রবি কাস্টমার কেয়ার
ব্রিলিয়ান্ট তাজ (নিচতলা), ৩৮ জনসন রোড, কোর্ট কাছারি, রায়সাহেব বাজার,

কেরানীগঞ্জ রবি কাস্টমার কেয়ার
হাজী চান ভবন, বাড়ি নং: ৫৪, ওয়ার্ড নং: ৪, রোড: নতুন রাস্তা, (জিঞ্জিরা-নবাবগঞ্জ-দোহার সংযোগ সড়ক), বন্দ ডাকপাড়া, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০

সাভার রবি কাস্টমার কেয়ার
সি-৫, জলেশ্বর, শিমুল তলা বাস স্ট্যান্ড, আরিচা রোড, সাভার, ঢাকা

শ্যামলী রবি কাস্টমার কেয়ার
২৭/২ মিরপুর রোড, শ্যামলী, ঢাকা

ঢাকা জেলার বাহিরের সকল জেলার রবি গ্রাহক সেবা সেন্টার সমূহ

বস্তুত ঢাকা জেলা সারাও সারা দেশেই রবির গ্রাহক রয়েছে। আর তাদের গ্রাহক সেবা কে সুন্দর করতে দেশের সকল জেলাতেই রবি কাস্টমার কেয়ার রয়েছে। এক পোস্ট এ সকল ঠিকানা দেখে নিন।

নাটোর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ৩৫২৮, উত্তর বরগাছা, হাফ রাস্তার মোড়, সদর, নাটোর.

নীলফামারী রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: নিচতলা, দোকান-০১, হাজী মহসীন সড়ক, নিলফামারী

বাগেরহাট রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ৮৬, রেল রোড, বাগেরহাট

পটুয়াখালী রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ৩৮১, লতিফ স্কুল রোড, সবুজবাগ মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী

নিউ মার্কেট, চট্টগ্রাম রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: হোল্ডিং ৫/৬, এইচ এস এস রোড, চৌধুরী টাওয়ার, কতোয়ালী, চট্টগ্রাম.

অলংকার মোড় রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: হযরত তউবিয়া টাওয়ার, নিচতলা, ৮১১ অলংকর মোড় (একে খান মোড়ের পাশে), পাহাড়তলী, চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া রবি কাস্টমার কেয়ার

ঠিকানা: ০৭ টিএ রোড, নিচতলা (ফকিরের পুল সংলগ্ন), কাজী পাড়া, ব্রাহ্মণবাড়িয়া সিটি, ব্রাহ্মণবাড়িয়া

কিরগঞ্জ রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ৬১২, বড়বাজার, জাহাঙ্গীর মোড়, সদর, কিশোরগঞ্জ

হবিগঞ্জ রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: হাফিজ কমপ্লেক্স-২য় তলা, হোল্ডিং-১৮৫৮, আর কে মিশন রোড, হবিগঞ্জ-৩৩০০

জামালপুর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: বিউটি প্লাজা, মেডিকেল রোড, জামালপুর

ঝালকাঠি রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ৫০, পোস্ট অফিস রোড (ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে), ঝালকাঠি

জয়পুরহাট রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: বাড়ি# ৫৪, সদর রোড, সবুজনগর, পোস্ট- ৫৯০০. সদর, জয়পুরহাট

মুন্সিগঞ্জ রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: বাড়ি# ৪১৫, গ্রাম- জগদ্ধাত্রীপাড়া, পোস্ট- মুন্সিগঞ্জ-১৫০০, সদর, মুন্সিগঞ্জ

কুড়িগ্রাম রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: এমআরজে প্লাজা, ঘোষপাড়া, হাসপাতাল রোড, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম

লালমনিরহাট রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: মাজেদা কমপ্লেক্স, নিচতলা, মিশন মোড়, লালমনিরহাট সদর, লালমনিরহাট

মাদারীপুর রবি কাস্টমার কেয়ার

ঠিকানা: শহীদ বাচ্চু রোড (বাঁশতলা), মাদারীপুর

বরগুনা রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: খান ম্যানশন, উপজেলা রোড, পশ্চিম বরগুনা, বরগুনা

মেহেরপুর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: বাড়ি# ২০৬, জেনারেল হাসপাতাল রোড, বড়বাজার, মেহেরপুর

চুয়াডাঙ্গা রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: কলেজ রোড, সদর, চুয়াডাঙ্গা

নড়াইল রবি কাস্টমার কেয়ার
শিকদার কমপ্লেক্স, রূপগঞ্জ বাজার, যশোর রোড, নড়াইল

নেত্রকোনা রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: দত্ত মার্কেট, নেত্রকোনা সদর, নেত্রকোনা

পাবনা রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: আতাইকুলা রোড, জুবলী রোড, পাবনা

পঞ্চগড় রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: আফসার প্লাজা, সিনেমা হল রোড, পঞ্চগড় সদর, পঞ্চগড়

পিরোজপুর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ১০৪, শতাব্দী ভবন, শহিদ ফজলুল হক রোড, পিরোজপুর

রাজবাড়ী রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ১৫৮, মেসার্স আলাউদ্দিন স্টোর, খলিফ পট্টি, রাজবাড়ী

শরীয়তপুর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: মজিদ ম্যানশন, শরীয়তপুর সরকারি কলেজের কাছে, শরীয়তপুর

শেরপুর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: রাজ্জাক কমপ্লেক্স, রঘুনাথ বাজার, শেরপুর সদর, শেরপুর.

সুনামগঞ্জ রবি কাস্টমার কেয়ার, সুনামগঞ্জ
ঠিকানা: নেজা প্লাজা, স্টেশন রোড

বিয়ানীবাজার রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: এইচ-৪২৯৫১, টি অ্যান্ড টি রোড, বিয়ানীবাজার, সিলেট

সৈয়দপুর রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: শহিদ ডাক্তার জিকরুল হক রোড, সৈয়দপুর সদর, সৈয়দপুর

বেনাপোল রবি কাস্টমার কেয়ার
ঠিকানা: ৪৯০, রহমান চেম্বার, বেনাপোল বাজার, বেনাপোল

টাঙ্গাইল রবি কাস্টমার কেয়ার
সান ফ্লাওয়ার, (সিঙ্গার শোরুম সংলগ্ন), ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল

পরিশেষে

আজকের পোস্ট টিতে খুব সুন্দর ভাবে রবি কাস্টমার কেয়ার নাম্বার ও গ্রাহক সেবা সেন্টার এর লোকেশন দেখানো হয়েছে। তাছাড়া হেড অফিসের ঠিকানা, রবি কোম্পানি এর ইতিহাস ও রবি অভিযোগ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি আজকের পোস্ট টি আপনাদের কাছে খুবই ভাল লাগবে। আর আপনি চাইলে এই পোস্ট টি ফেসবুকে শেয়ার করতে পারেন। তাহলে আপনার বন্ধু বান্ধব সেটা জানতে পারবে। বন্ধুরা, আমার লেখা পোস্ট পোস্ট এর কিছু বুঝতে সমস্যা হলে অথবা কিছি জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

2 thoughts on “রবি কাস্টমার কেয়ার নাম্বার কত ও ব্রাঞ্চ লোকেশন, ঠিকানা সমূহ”

  1. আমি কুমিল্লা জেলা লালমাই থানার মান্দারি কবিরাজ বাড়ি গ্রামের উত্তর জয়কামতা পোস্ট অফিস। এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে।

    Reply

Leave a Comment