স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য, সাধারণ জ্ঞান ও বর্তমান অবস্থা

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য ও পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক বিষয় নিয়ে আজকের আলোচনা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পদ্মা সেতু বিশ্বের কততম সেতু কিংবা পদ্মা সেতুর পিলার কয়টি ইত্যাদি বিষয়ে জানতে পড়ুন আজকের পোস্ট টি। কেননা আজকের পুরো পোস্ট জুড়ে পদ্মা সেতু a to z আলোচনা করবো। সেই সাথে পদ্মা সেতুর বর্তমান অবস্থা ও তুলে ধরার চেষ্টা করবো।

সবার প্রতি একটা রিকুয়েস্ট সেটা হলো- স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কের আর্টিকেল টি খুবই মনোযোগ দিয়ে পড়ুন। কেননা আজকের এই পোস্ট থেকে আপনি পদ্মা সেতু বিসিএস প্রশ্ন ও পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন পাবেন। স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য তুলে ধরেছি তা বিভিন্ন পরিক্ষায় আসে। পদ্মা সেতু রচনা বা পদ্মা ব্রিজ প্যারাগ্রাফ কিংবা পদ্মা সেতু অনুচ্ছেদ সবই পাবেন এই আর্টিকেল এ। মোট কথা হলো পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন পাবেন এখানে। তাই আপনি জানার ইচ্ছা বা জ্ঞান এর জন্য হলেই মনোযোগ দিয়ে পড়া উচিৎ।

পদ্মা সেতুর ইতিহাস ও তৈরির টাইমলাইন

১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ঢাকা ও দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল এর সাথে যোগাযোগ স্থাপন করতে চান। সে জন্য পদ্মা নদীর ওপর একটা সেতু নির্মাণের জন্য ৩৬৪৩.৫০ কোটি টাকার একটি প্রকল্পর প্রস্তাব পেশ করে। ২০০৩- ২০০৫ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতা জরীপ সম্পন্ন করে জাপানের জাইকা। ২০০৬ সালে ভুমি অধিগ্রহন, পরিবেশ বাবস্থাপনা এর পরিকল্পনা করা হয়। ২০০৯ – ২০১১ পর্যন্ত বাংলাদেশ সরকার নিজস্ব অর্থে ভুমি অথিগ্রহন, পরিবেশ বাবস্থাপনা ও মুল নকশার কাজ শুরু করে দেয়। ২০০৯ সালের ২৮ এপ্রিল বিশ্ব ব্যাংক এর সাথে ১২০ কোটি টাকার ঋন চুক্তি সাক্ষর হয়। কিন্তু২০১১ সালে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক ঋন চুক্তি বাতিল করে।
পরে ২০১২ সালে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ২০১৪ সালের ১৭ জুন সেতু নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর সঙ্গে চুক্তি সাক্ষর করে। ২০১৪ সালের ২৬ নভেম্বর সেতুর মুল নির্মাণ কাজ শুরু হয়। ২০১৫ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুনশিগঞ্জের মাওয়ায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয় এবং ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ স্প্যান বসানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন।

পদ্মা সেতুর বাজেট বা খরচ কত

অনেকেই জানতে চান পদ্মা সেতুর বাজেট কে করেছে কিংবা পদ্মা সেতুর মোট ব্যয় কত টাকা। অনেকেই আবার পদ্মা সেতুর অর্থায়ন করেছে কোন দেশ এমন প্রশ্নও ছুড়ে দিচ্ছেন। আপনারা জেনে সত্যিই অবাক হবেন যে পুরো সেতু টি নির্মাণ হয়েছে বাংলাদেশ সরকার এর নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু কত টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে তা হিসাব করা শেষ হয়েছে।
১৪৭১ হেক্টর জমি অধিগ্রহন করতে হয়েছে। এ ছাড়া মাওয়া প্রান্তে ১.৬ কিলোমিটার ও জাজিরা প্রান্তে ১২.৪ কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। এ সব সহ সেতু প্রকল্প নির্মাণে মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য যা খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান কিংবা পদ্মা সেতু অনুচ্ছেদ হিসেবে জেনে রাখতে পারেন। পদ্মা সেতু a to z থেকে মুল ১০ টি পয়েন্ট আকারে তুলে ধরা হলো।

  1. পদ্মা সেতু প্রকল্পের নাম ” পদ্মা বহুমুখী সেতু প্রকল্প”
  2. ১৭ জুন ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু করা হয় এবং শেষ হয় ২৩ জুন ২০২২ সালে।
  3. পদ্মা সেতুটি মুন্সিগঞ্জ এর মাওয়া এবং শরিয়তপুর জেলার জাজিরা প্রান্তের সাথে যুক্ত করা হয়।
  4. এটি বাংলাদেশের বৃহত্তম ও বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু।
  5. এর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০ হাজার ২০০ ফুট।
  6. পদ্মা সেতুর পিলার ৪২ টি এবং স্প্যান ৪১ টি।
  7. এর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
  8. নিজস্ব অর্থায়নে এই সেতু প্রকল্প নির্মাণে মোট খরচ ৩০ হাজার ১৯৩কোটি ৩৯ লাখ টাকা।
  9. সেতুটি ৯ রিখটার স্কেলে ভুমিকম্প সহনশীল এবং এটির মেয়াদকাল ১০০ বছর।
  10. ২৫ জুন ২০২২ সালে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু

স্বপ্নের পদ্মা সেতু বিশ্বের কততম সেতু তা নিয়ে অনেকেই জানার আগ্রহ দেখিয়েছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন পদ্মা সেতু এশিয়ার কততম সেতু। উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী পদ্মা সেতু বিশ্বের ১২২ তম সেতু এবং এটি বাংলাদেশের প্রথম ও দীর্ঘতম সেতু। এর আগে যমুনা বহুমুখী সেতু ছিল প্রথম যার দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। পদ্মা সেতু এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সেতু।

এখানে মজার বিষয় হলো বিশ্বের প্রথম ১০ টি দীর্ঘ সেতুর তালিকায় থাকা সেতুগুলোর ৭ টিই চীনে অবস্থিত। বাকি ২ টি যুক্তরাষ্ট্রে ও একটি থাইল্যান্ড এ। দ্য ড্যানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ পৃথিবীর দীর্ঘ সেতু যার দৈর্ঘ্য ১৬৫ কিলোমিটার এবং এটি তৈরি করে চীন। এটি হাই স্পীড রেল সেতু হিসেবে পরিচিত। চ্যাংহুয়া কাওসিয়াং ভায়াডাক্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু যার দৈর্ঘ্য ১৫৭ কিলোমিটার এবং এটি ২০০৪ সালে নির্মাণ করা হয়। এটি চীন এর তাইওয়ান া অবস্থিত।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত

স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত এবং পিলার কয়টি এ নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। অনেকেই জানতে চান পদ্মা সেতু কত কিলোমিটার কিংবা পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? পদ্মা সেতুর প্রস্থ কত, পদ্মা সেতু কত কিলোমিটার লম্বা  এসব প্রশ্নের উত্তর দেখে নিন এখান থেকে। 

বাংলাদেশের বৃহত্তম ও এশিয়ার ২য় বৃহত্তম পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০ হাজার ২০০ ফুট। স্বপ্নের পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার বা ৫৯.৬৫ ফুট। এবং উচ্চতা ৬০ ফুট ( পানির স্তর থেকে )। 

পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা

গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিক্ষায় প্রশ্ন আসে পদ্মা সেতুর পিলার কয়টি কিংবা পদ্মা সেতুর স্প্যান কয়টি। পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা জানুন এখান থেকে। স্বপ্নের পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা ৪১টি এবং প্রতিটি স্প্যান এর দৈর্ঘ্য ১৫০ মিটার। এর মোট পিলার রয়েছে ৪২টি। এই সেতুর ডেকের উচ্চতা ১৩.৬ মিটার।

ভায়াডাক্ট

কোনো জলাভূমি, উপত্যকা কিংবা উচু নিচু ভূমির উপর দিয়ে যাতায়াতের সুবিধার জন্য যে পথ বা রাস্তা তাকে বলে ভায়াডাক্ট।

মাওয়া প্রান্তে ভায়াডাক্ট স্প্যান ৩৯টি যার দৈর্ঘ্য ১৪৭৮.০৩মিটার। জাজিরা প্রান্তে ভায়াডাক্ট স্প্যান ৪২টি। যার দৈর্ঘ্য ১৬৭০.০৩ মিটার। মোট সড়ক ভায়াডাক্ট রয়েছে ৮১ টি স্প্যান, যার মোট দৈর্ঘ্য ৩১৪৮.০৬ মিটার।

মাওয়া ও জাজিরা প্রান্তে রেল ভায়াডাক্ট রয়েছে ১৪ টি স্প্যান, যার মোট দৈর্ঘ্য ৫৩২ মিটার।

স্টিল ও রিবার

পদ্মা সেতু নির্মাণে মোট ৯২ হাজার মেট্রিক টন স্টিল ব্যাবহার করা হয়েছে। যার মধ্যে BSRM থেকে ষ্টীল নেওয়া হয়েছে ৮৮ হাজার মেট্রিক টন। সেতু টিতে ৫০ মিলিমিটার এর বিশেষ রিবার ব্যবহার করা হয়েছে ১১৩০ মেট্রিক টন। যার ১ হাজার মেট্রিক টন সরবরাহ করেছে BSRM

পদ্মা সেতুর টোল তালিকা বা পদ্মা সেতু টোল রেট

অনেকেই পদ্মা সেতু টোল কত তা জানতে চান। কেননা আজকাল অনেকেই মোটরসাইকেল বা বাক্তিগত গাড়ি নিয়ে ইদের ছুটিতে বাড়িতে যাওয়ার প্লান করে থাকেন। তাদের জন্য পদ্মা সেতুর টোল তালিকা জানা থাকলে আগে থেকেই প্লান করা যায় সেই ভাবে। তাই যারা বাইক নিয়ে পদ্মা সেতু পারি দেবেন ভাবছেন তাদের অবশ্যই পদ্মা সেতু টোল রেট জানা থাকা আবশ্যক। আর তাই তাদের কথা মাথায় রেখেই পদ্মা সেতুর টোল তালিকা নিচে তুলে ধরা হলো।

মোটরসাইকেল – ১০০ টাকা,
কার বা জিপে – ৭৫০ টাকা,
পিকআপ ভ্যানে – ১২০০ টাকা,
মাইক্রোবাস – ১৩০০ টাকা,
ছোট বাস (৩১ আসন বা তার কম) – ১৪০০ টাকা,
মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি) – ২০০০ টাকা,
বড় বাস – ২৪০০ টাকা।
ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা,
মাঝারি ট্রাকে (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা,
মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা,
ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

আর্টিকেল এর এ অংশে থাকছে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক আলোচনা। পদ্মা সেতু বিশ্বের কততম সেতু, পদ্মা সেতু কত কিলোমিটার, পদ্মা সেতুর খরচ কত সহ নানান প্রশ্ন ও উত্তর। পদ্মা সেতু a to z প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরার চেষ্টা করেছি। এ সকল প্রশ্ন থেকে পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর পাবেন। যা বিগত পদ্মা সেতু বিসিএস পরিক্ষা সহ বিভিন্ন সরকারি চাকরির পরিক্ষায় এসে থাকে। তাই পদ্মা সেতু সম্পর্কে সম্মক ধারনা রাখার জন্য ও নিজেকে প্রস্তুত করার জন্য জেনে নিন। নিচে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf তুলে ধরা হলো।

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৬.১৫ কিলোমিটার

প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
উত্তরঃ পদ্মা সেতু বিশ্বে ১২২ তম সেতু।

প্রশ্নঃ পদ্মা সেতু কত কিলোমিটার?
উত্তরঃ পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার বা ২০ হাজার ২০০ ফুট।

প্রশ্নঃ পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ পদ্মা সেতু উদ্ভধন করা হয় ২৫ জুন ২০২২ সালে।

প্রশ্নঃ পদ্মা সেতুর খরচ কত?
উত্তরঃ মোট খরচ ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

প্রশ্নঃ পদ্মা সেতুর পিলার কয়টি?
উত্তরঃ পিলার ৪২ টি

প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান কয়টি?
উত্তরঃ স্প্যান ৪১ টি।

প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ ১৮.১০ মিটার বা ৫৯.৬৫ ফুট।

প্রশ্নঃ পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরিয়তপুর জেলায় অবস্থিত।

প্রশ্নঃ পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরিয়তপুর জেলা।

প্রশ্নঃ পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ উচ্চতা ৬০ ফুট (পানির স্তর থেকে)

প্রশ্নঃ পদ্মা সেতুর মোট ব্যয় কত?
উত্তরঃ ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

প্রশ্নঃ পদ্মা সেতুর অর্থায়ন করেছে কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ সরকার তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছেন।

প্রশ্নঃ পদ্মা সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ মুন্সিগঞ্জ জেলার মাওয়ায় ও শরিয়তপুর জেলার জাজিরা পয়েন্ট এ।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য লিস্ট আকারে তুলে ধরেছি। উক্ত ১০ টি বাক্য সাধারণ জ্ঞান অংশের অন্তর্ভুক্ত। আপনারা অনুগ্রহ করে স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য অংশ পড়ে নিতে পারেন।

প্রশ্নঃ পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়?
উত্তরঃ মুল কাজ শুরু হয় ২৬ নভেম্বর ২০১৪ সালে।

প্রশ্নঃ পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে?
উত্তরঃ ১৯ টি জেলাকে ঢাকার সাথে যুক্ত করবে।

প্রশ্নঃ পদ্মা সেতুর উদ্বোধন করেন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্নঃ পদ্মা সেতু এশিয়ার কততম সেতু?
উত্তরঃ পদ্মা সেতু এশিয়ার ২য় তম সেতু।

প্রশ্নঃ পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে উদ্বোধন করা হয়।

প্রশ্নঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তরঃ ১০০ বছর।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

প্রশ্নঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তরঃ ১৪ কিলোমিটার।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১টি।

প্রশ্নঃ বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি হয় কবে?
উত্তরঃ ২৮ এপ্রিল ২০১১ সালে

প্রশ্নঃ বিশ্ব ব্যাংকের সাথে কত টাকার ঋণচুক্তি হয়?
উত্তরঃ ১২০ কোটি মার্কিন দলার।

প্রশ্নঃ বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে কবে?
উত্তরঃ দুর্নীতির অভিযোগে ঋণচুক্তি বাতিল করে ৩০ জুন ২০১২ সালে।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম।

প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে জমি অধিগ্রহণ করতে হয়েছে কত টুকু?
উত্তরঃ ১ হাজার ৪৭১ হেক্টর।

প্রশ্নঃ পদ্মা সেতুর নকশা করে কোন কোম্পানি?
উত্তরঃ AECOM ( Architecture, Engineering, Consulting, Operation and Maintenance)

প্রশ্নঃ প্রথম স্প্যান বসানো হয় কবে?
উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।

প্রশ্নঃ ৪১ তম অর্থাৎ শেষ স্প্যান বসানো হয় কবে?
উত্তরঃ ২০২০ সালের ১০ ডিসেম্বর।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কত টি?
উত্তরঃ ৮১ টি।

পদ্মা সেতু অনুচ্ছেদ

স্বপ্নের পদ্মা সেতু রচনা কিংবা পদ্মা ব্রিজ প্যারাগ্রাফ আকারে লিখতে আসতে পারে।  কোন কোন সরকারি চাকরির পরিক্ষায় পদ্মা সেতু রচনা লিখতে বলে। কোন কোন লিখিত পরিক্ষায় স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য লিখতে বলে থাকে। অনুচ্ছেদ পদ্মা সেতু অথবা পদ্মা সেতু অনুচ্ছেদ রচনা কিংবা প্যারাগ্রাফ যাই বলুক না কেন তাতে ভয়ের কিছু নাই। পদ্মা সেতু সম্পর্কে আজকে সকল আলোচনা তুলে ধরেছি পুঙ্খানুপুঙ্খ ভাবে। আপনি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf অংশ পরেও রচনা বা অনুচ্ছেদ আকারে লিখতে পারবেন। এক নজরে পদ্মা সেতু পুরো আর্টিকেল টি আবার মনোযোগ দিয়ে পড়ুন আর পদ্মা সেতু অনুচ্ছেদ বা পদ্মা সেতু রচনা pdf লেখার ধারনা নিয়ে নিন। আপনারা পুরো আর্টিকেল পরে ধারনা নিলে পদ্মা সেতু অনুচ্ছেদ রচনা কিংবা পদ্মা সেতু paragraph সবই লিখতে পারবেন বলে আশা করছি। তাই আর নতুন করে আলোচনা করছিনা।

পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব

স্বপ্নের পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব রচনা করে শেষ করা যাবেনা। বহুল প্রতিক্ষিত স্বপ্নের এ সেতুটি দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চল এর সাথে ঢাকার যোগাযোগ স্থাপন করে। যার প্রভাব দেশের অর্থনীতি তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব অনেক। এই সেতু হওয়ার আগে দেশের দক্ষিণ অংশে যাতায়াত করা হতো ফেরি ব্যাবহার করে। এখন সেতু হওয়ায় তারা গাড়িতে করে যেতে পারবে ফলে সময় বেচে যাবে। এ ছাড়াও যে সকল ভুমিকা রাখবে তা তুলে ধরা হলো।

  • ঢাকা এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় এক-চতুর্থাংশ কম লাগবে।
  • এই সেতু হওয়ায় নির্মাণ খাতে ২৯ শতাংশ, কৃষিখাতে ৯.৫ শতাংশ এবং উৎপাদন ও পরিবহনে ৮ শতাংশ প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
  • দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ১.৭% এবং জাতীয়ভাবে ০.৫৬% জিডিপির প্রবৃদ্ধি হবে।
  • বিভিন্ন কল কারখানা হবে এবং এতে কর্ম সংস্থান এর সুযোগ বাড়বে।
  • দারিদ্র কমে যাবে ১% এবং তা জাতীয় ভাবে কমে যাবে প্রায় ০.৮%।
  • নদী শাসনের ফলে ৯ হাজার হেক্টর জমির ফসল খরা ও বন্যা থেকে বেচে যাবে যার আর্থিক মূল্য ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
  • মাওয়া-জাজিরা রুটে ফেরি সার্ভিস খরচ বাঁচবে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের মত।
  • পায়রা বন্দরের সঙ্গে মোংলা বন্দর, ঢাকার সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

পদ্মা সেতু আপডেট

ইতিমদ্ধে পদ্মা সেতুর উদ্বোধন করে এর কাজ চালু হয়েছে। পদ্মা সেতু দিয়ে কার বা জিপ, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, ছোট- বড় বাস, ট্রাক চলাচল করতে পারে। এ জন্য নির্ধারিত টোল পরিশোধ করতে হয়। তবে মৌসুম বা ঈদ এ বিশেষ ভাবে মোটর বাইক চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি সময় মোটর চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতু এর মাধ্যমে রেল সংযোগ চালু করা হবে। প্রথমে কমলাপুর রেল স্টেশন থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। এই কার্যক্রম এর সময়সীমা ২০২৪ নির্ধারণ করা হয়েছে।

পদ্মা সেতু সম্পর্কে

আজকের পুরো পোস্ট জুড়ে পদ্মা সেতু তৈরির ইতিহাস, পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ও পদ্মা সেতুর টোল তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে পদ্মা সেতু অনুচ্ছেদ সহ পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব নিয়েও আলোচনা করেছি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পদ্মা সেতু বিশ্বের কততম সেতু সে সব বিষয় ও তুলে ধরেছি। পদ্মা সেতু উদ্বোধনের তারিখ, পদ্মা সেতুর পিলার কয়টি, স্প্যান সংখ্যা কিংবা পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত তা নিয়ে আলোচনা করেছি। স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য লিখেছি যা সামারাইজ আকারে। পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত তা সহ পদ্মা সেতু a to z আলোচনা করেছি।

আশা করছি আজকের পোস্ট টি আপনাদের কাছে ভাল লেগেছে। আর যদি এই পোস্ট টি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই তা ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিন যাতে বন্ধু বান্ধব জানতে পারে। কোন কিছু বুঝতে কষ্ট হলে বা জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment