শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার ও এজেন্ট তালিকা দেখুন এখানে

শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার। এখান থেকে শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার – Sure Cash Help Line Number দেখুন। যারা মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ এর বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন।

মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার জানতে চান তাদের জন্য আজকের  পোস্টটি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও উপাত্ত নিয়ে আজকের আর্টিকেল তি।তাহলে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক শিওর ক্যাশ কি?

শিওর ক্যাশ কি? What is Sure Cash?

তথ্যপ্রযুক্তির এই যুগে শিওর ক্যাশ হল অনলাইন সেবা। বাংলাদেশ সরকার কর্তৃক  রাষ্ট্রীয় চারটি ব্যাংক এর সমন্বয়ে গঠিত মোবাইল ব্যাংকিং। যার মাধ্যমে ইউটিলিটি বিল, পেমেন্ট, কেনাকাটা মানি  ট্রানস্ফার, সরকারি-বেসরকারি প্রণোদনা ও বিভিন্ন রকমের সার্ভিস দিয়ে থাকে। আপনি শিওর ক্যাশের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন রকমের আর্থিক লেনদেন সহ সেবা পেতে পারেন। বর্তমানে রূপালী ব্যাংকের অধীন শিওর ক্যাশ প্রায় দুই কোটির অধিক গ্রাহকের গ্রাহক সেবা দিয়ে  আসছে।

শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

ডিজিটাল ব্যাংকিং সেবা হিসেবে শিওর ক্যাশ একটি আধুনিক মোবাইল ব্যাংকিং সেবা। এটি সফলভাবে গ্রাহকদের টাকা লেনদেন সহ অন্যান্য সেবা দিয়ে আসছে। শিওর ক্যাশ একাউন্ট ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে। অনেকেই চাচ্ছেন শিওর ক্যাশ একাউন্ট খুলে গ্রাহক সেবা পেতে। কিন্তু আপনারা জানেন না কিভাবে সে একাউন্ট খুলতে হয়। আমি আপনাদেরকে শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম দেখিয়ে দিচ্ছি। শিওর ক্যাশ একাউন্ট কিভাবে খোলা যায়।

প্রথমতঃ অ্যাপ্লিকেশনের মাধ্যমে
দ্বিতীয়তঃ এজেন্ট এর মাধ্যমে

নগদ কাস্টমার কেয়ার নাম্বার জানতে এখানে ক্লিক করুন

অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে করণীয় কি?
আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খুলতে চান। তাহলে আপনাকে প্রথমেই মোবাইল ডাটা অন করে গুগল প্লে স্টোর থেকে শিওর ক্যাশ নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর কি করতে হবে তা প্রদান করা হলোঃ

১)অ্যাপ্লিকেশনটি ওপেন করে একটি নির্দিষ্ট নাম্বার সেট করতে হবে।
২)আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি তুলে আপলোড করতে হবে।
৩)আপনার নিজের ছবি তুলে আপলোড করতে হবে ও প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করতে হবে।
৪)একটি পিন নাম্বার সেট করে সাবমিট করলেই আপনার একাউন্টি হয়ে যাবে।

এজেন্টের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খুলতে না পারেন। তাহলে আপনি চাইলে শিওর ক্যাশ এজেন্ট এর মাধ্যমে একাউন্ট করতে পারবেন। এজন্য আপনার যা যা প্রয়োজন এবং যা যা করণীয় তা হলঃ
আপনার এনআইডি কার্ড এর ফটোকপি জমা দিতে হবে।

১) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
২) এজেন্ট আপনাকে একটি আবেদন ফরম পূরণ করবেন। উক্ত ফরমটি সঠিকভাবে পূরণ করে দিতে হবে।
৩) আপনাদের একটা পিন সেট আপ করে দেবে। এবং বাকি কাজ সম্পাদন করে দিবেন।

শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার

ইতোমধ্যেই আমরা জেনে গিয়েছি শিওর ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয়। অনেকেই শিওর ক্যাশ একাউন্ট খোলার পরেও কিছু কিছু বিষয় সঠিকভাবে বুঝতে পারেন না।

কিংবা ভুল নাম্বারে টাকা প্রদান করেন। অথবা পিন পরিবর্তন করতে চান। এজন্য আপনাদের প্রয়োজন হয় শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার। Sure Cash helpline number এ কথা বলে আপনি এসব সমস্যার সমাধান করতে পারবেন।

যেকোনো পরামর্শ বা হেল্প এর জন্য আপনি সরাসরি শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার এ যোগাযোগ করতে  পারবেন। নিচের শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার টি প্রদান করা হলোঃ

শিওরক্যাশ হেল্পলাইন নাম্বার ০৯ ৬১৪ ০১৬৪৯৫

আপনিতো নাম্বারটিতে প্রতিদিন সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত কল করতে পারেন। শিওর ক্যাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সদা সর্বদা প্রস্তুত আপনার সমস্যা সমাধানের। এবং উত্তম সেবা  প্রদানের।

শিওর ক্যাশ একাউন্ট চেক কোড

আপনার যদি শিওর ক্যাশ অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজেই শিওর ক্যাশ কোড ডায়াল করে আপনার একাউন্টে চেক করতে পারবেন। শিওর ক্যাশ একাউন্ট চেক কোড হলোঃ *৪৫৭#  তবে বলে রাখা ভালো শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য বা ব্যালেন্স চেক করার জন্য। একেক অপারেটর থেকে একেক ডায়াল কোড ডায়াল করতে হয়।

শিওর ক্যাশ একাউন্ট চেক কোড – Sure cash account check code

শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য আপনাকে বিভিন্ন উপরেরটা থেকে বিভিন্ন নাম্বারে ডায়াল করতে হবে। আমি খুব সুন্দর করে লিস্ট আকারে তুলে দিচ্ছি শিওর ক্যাশ অ্যাকাউন্ট চেক কোড নাম্বার গুলো।
জিপি, বাংলালিংক, রবি সিম বেবহারকারীদের জন্য শিওর ক্যাশ অ্যাকাউন্ট চেক কোড নাম্বার *495,
টেলিটক সিমের জন্য *375#
এবং এয়ারটেল সিমের জন্য ডায়াল করুন *257# or *270#

আপনি নির্দিষ্ট নাম্বার থেকে ডায়াল করে একাউন্টগুলো চেক করতে পারবেন। অ্যাকাউন্ট চেক চার্জ সম্পূর্ণ ফ্রি।

শিওর ক্যাশ এজেন্ট তালিকা

আপনি কি শিওর ক্যাশ এজেন্ট তালিকা খুঁজছেন? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। আপনি চাইলে শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার শিওরক্যাশ হেল্পলাইন নাম্বার ০৯ ৬১৪ ০১৬৪৯৫ তে কল করে শিওর ক্যাশ এজেন্ট তালিকা পেয়ে যেতে পারেন। আপনার নিকটস্থ কোন ইউনিয়নে কোন গ্রামে শিওর ক্যাশ এজেন্ট আছে তা জানতে আপনি। শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বারে কল করতে পারেন। সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত যেকোনো সময় কল করতে পারেন।

সারাদেশে প্রায় কয়েক হাজার শিওর ক্যাশ এজেন্ট তালিকা রয়েছে যা খুবই দীর্ঘ। সরাসরি শিওর ক্যাশ এর জন্য একটি লিঙ্ক দিয়ে সেই সেখান সেই খানে ক্লিক কিছু তথ্য পূরণ করে সাবমিট করলেই আপনি এজন্য তালিকা গুলো পেয়ে যাবেন।

https://agent.surecashbd.com/ScAgentList/agentList

আপনি উপরে দেয়া লিংটিতে ক্লিক করে কিছু তথ্য পূরণ করে ঢাকাসহ সারাদেশের সকল এজেন্ট তালিকা পেয়ে যাবেন খুব সহজেই।

পরিশেষে

আজকের পোস্টটিতে আমরা শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার শেয়ার করেছি। সেইসাথে শিওর ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয়। অ্যাকাউন্ট চেক নাম্বার ডায়াল কোড নাম্বার সহ বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া শিওর ক্যাশ এজেন্ট তালিকা দেখার উপায় বলে দিয়েছি। আজকের পোস্টটি আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি কোন একটা অপশন বুঝতে সমস্যা হয় বা কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই পোস্টটি ভাল লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment